ETV Bharat / state

Fire Breaks Out at Nager Bazar: নাগেরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড! উদ্ধারকাজে সামিল খোদ দমকলমন্ত্রী - নাগেরবাজারে অগ্নিকাণ্ড

নাগেরবাজারে ডায়মন্ড সিটি আবাসনের 16তলার একটি ফ্ল্যাটে আগুন। দুর্ঘটনায় দমকলের 8টি ইঞ্জিন ৷ দুর্ঘটনাস্থলে মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) ফ্যাল্টের ছাদে যান এবং ছাদ থেকে চারজনকে উদ্ধার করে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসেন ৷

Fire Breaks Out at Nager Bazar
নাগেরবাজারে অগ্নিকাণ্ড
author img

By

Published : Mar 1, 2023, 6:55 PM IST

নাগেরবাজারে অগ্নিকাণ্ড

কলকাতা, 1 মার্চ: বুধবার দুপুরে নাগেরবাজারের ডায়মন্ড সিটি আবাসনের 16তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে (Fire Breaks Out)। ফ্ল্যাটের ভিতর থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 8টি ইঞ্জিন। আগুন লাগার প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, 16তলায় 16ডি, 16ই ফ্লোরে ইন্টেরিয়রের কাজ চলছিল; সেখান থেকেই অগ্নিকাণ্ড ঘটে ৷ উদ্ধারকাজে সামিল খোদ দমকলমন্ত্রী ৷

আগুন এত ভয়াবহ আকার নেয় যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় লোকজন খবর দেয় দমকলে। পাশাপাশি নাগেরবাজার থানাতেও খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ ৷ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরাও নিজেদের ঘর থেকে নেমে আসেন। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের 8টি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের বাসিন্দারা ছাদে চলে যান ৷ এরপর দুর্ঘটনাস্থলে মন্ত্রী সুজিত বসু এসে পৌঁছন ৷

তিনি তড়িঘড়ি ফ্ল্যাটের ছাদে যান এবং ছাদ থেকে চারজনকে উদ্ধার করে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসেন ৷ ইলেকট্রনিক ল্যাডারের সাহায্য নিয়ে বহুতলে উঠে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। আগুনের উৎসস্থলে পৌঁছনোর জন্য শেষমেষ দমকলের তরফে নিয়ে আসা হয় 42 মিটার লম্বা একটি বিশেষ মই। বহুতলের ওই ফ্ল্যাটে কেউ আটকে রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন: জোরহাটের চকবাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই পাঁচশোরও বেশি দোকান

আবাসনের বাসিন্দাদের বক্তব্য, অগ্নিনির্বাপণের সরঞ্জাম ঠিক করে কাজ করছিল না ৷ সেই কারণে আগুন আরও দ্রুতগতিতে ছড়াতে শুরু করে ৷ আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, এখনও আগুন নেভানোর কাজ চলছে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি ৷ আগামিকাল এই আবাসনের আগুন লাগার ঘটনায় ফরেন্সিক টিম আসবে এবং নমুনা সংগ্রহ করবে ৷ তার রিপোর্ট আসার পর জানা যাবে কী কারণে আগুন লেগেছে ৷ দুর্ঘটনায় নাগেরবাজার থানায় এফআইআর করেছেন আবাসনকারীরা ৷

নাগেরবাজারে অগ্নিকাণ্ড

কলকাতা, 1 মার্চ: বুধবার দুপুরে নাগেরবাজারের ডায়মন্ড সিটি আবাসনের 16তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে (Fire Breaks Out)। ফ্ল্যাটের ভিতর থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 8টি ইঞ্জিন। আগুন লাগার প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, 16তলায় 16ডি, 16ই ফ্লোরে ইন্টেরিয়রের কাজ চলছিল; সেখান থেকেই অগ্নিকাণ্ড ঘটে ৷ উদ্ধারকাজে সামিল খোদ দমকলমন্ত্রী ৷

আগুন এত ভয়াবহ আকার নেয় যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় লোকজন খবর দেয় দমকলে। পাশাপাশি নাগেরবাজার থানাতেও খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ ৷ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরাও নিজেদের ঘর থেকে নেমে আসেন। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের 8টি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের বাসিন্দারা ছাদে চলে যান ৷ এরপর দুর্ঘটনাস্থলে মন্ত্রী সুজিত বসু এসে পৌঁছন ৷

তিনি তড়িঘড়ি ফ্ল্যাটের ছাদে যান এবং ছাদ থেকে চারজনকে উদ্ধার করে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসেন ৷ ইলেকট্রনিক ল্যাডারের সাহায্য নিয়ে বহুতলে উঠে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। আগুনের উৎসস্থলে পৌঁছনোর জন্য শেষমেষ দমকলের তরফে নিয়ে আসা হয় 42 মিটার লম্বা একটি বিশেষ মই। বহুতলের ওই ফ্ল্যাটে কেউ আটকে রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন: জোরহাটের চকবাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই পাঁচশোরও বেশি দোকান

আবাসনের বাসিন্দাদের বক্তব্য, অগ্নিনির্বাপণের সরঞ্জাম ঠিক করে কাজ করছিল না ৷ সেই কারণে আগুন আরও দ্রুতগতিতে ছড়াতে শুরু করে ৷ আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, এখনও আগুন নেভানোর কাজ চলছে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি ৷ আগামিকাল এই আবাসনের আগুন লাগার ঘটনায় ফরেন্সিক টিম আসবে এবং নমুনা সংগ্রহ করবে ৷ তার রিপোর্ট আসার পর জানা যাবে কী কারণে আগুন লেগেছে ৷ দুর্ঘটনায় নাগেরবাজার থানায় এফআইআর করেছেন আবাসনকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.