বিধাননগর, 19 জুন : লেকটাউনের এক বহুতলে আগুন ৷ আজ বিকেলের এই ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হন দু'জন । দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থানে যান । তিনি জানান, তদন্তের পরই জানা যাবে আগুন লাগার প্রকৃত কারণ । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লাগে । দমকলের তরফেও একই সম্ভাবনার কথা জানানো হয়েছে ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বিল্ডিংয়ের পাঁচতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ৷ আবাসনের বাসিন্দাদের বিল্ডিং থেকে বের করে আনা হয় । এরপর খবর দেওয়া হয় দমকলে ৷ স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু তাদের এই চেষ্টা সফল হয়নি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন ৷ দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷
এলাকার লোকজন জানাচ্ছেন, বছর দুয়েক আগে লেকটাউনের বি ব্লকে একটি ফ্ল্যাটে আগুন লেগেছিল ৷ অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যুও হয়েছিল ৷ আজকের ঘটনা সেই স্মৃতিই যেন উস্কে দিল । দমকলের তরফে জানানো হয়েছে, ওই ফ্ল্যাটে আগুন নেভানোর সরঞ্জাম মজুত ছিল না । সেই কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা যায়নি । লেকটাউন থানার তরফেও তদন্ত শুরু হয়েছে ।