ETV Bharat / state

আলিপুরে বহুতলে আগুন, পরে নিয়ন্ত্রণে - Fire breaks out at Kolkata highrise

বেলভেডেয়ার রোডের এক বহুতলে সন্ধেয় আগুন লাগে । কীভাবে আগুন লাগল তা জানা যায়নি ।

আগুন
আগুন
author img

By

Published : Jul 4, 2020, 10:43 PM IST

কলকাতা, 4 জুলাই : আলিপুরের বেলভেডেয়ার রোডের এক বহুতলে আগুন । ঘটনাস্থানে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে । হতাহতের কোনও খবর নেই ।

আজ রাত 8 টা 40 নাগাদ আগুনের ফুলকি দেখা যায় ওই বহুতলের 10 তলায় । স্থানীয়রা দেখতে পেয়ে দমকলে খবর দেয় । বহুতলে বসবাসকারী বেশিরভাগ বাসিন্দাকে নিরাপদ স্থানে বের করে আনা হয় । কীভাবে আগুন লাগল তা জানা যায়নি ।

এই বিষয়ে দমকলের এক আধিকারিক জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এখন । ভিতরে কোথাও আগুন জ্বলছে কি না এখনও তা দেখা হচ্ছে । আগুন নেভানোর কাজ চলছে । কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি বহুতলটিতে অগ্নিনির্বাপন ব্যবস্থা কেমন ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে ।

কলকাতা, 4 জুলাই : আলিপুরের বেলভেডেয়ার রোডের এক বহুতলে আগুন । ঘটনাস্থানে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে । হতাহতের কোনও খবর নেই ।

আজ রাত 8 টা 40 নাগাদ আগুনের ফুলকি দেখা যায় ওই বহুতলের 10 তলায় । স্থানীয়রা দেখতে পেয়ে দমকলে খবর দেয় । বহুতলে বসবাসকারী বেশিরভাগ বাসিন্দাকে নিরাপদ স্থানে বের করে আনা হয় । কীভাবে আগুন লাগল তা জানা যায়নি ।

এই বিষয়ে দমকলের এক আধিকারিক জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এখন । ভিতরে কোথাও আগুন জ্বলছে কি না এখনও তা দেখা হচ্ছে । আগুন নেভানোর কাজ চলছে । কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি বহুতলটিতে অগ্নিনির্বাপন ব্যবস্থা কেমন ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.