কলকাতা, 7 সেপ্টেম্বর : ফের কলকাতায় আগুনের ঘটনা । এবার আগুন লাগল ইস্ট ক্যানাল রোডের একটি মিলে । আজ সকালে একটি নারকেল তেলের মিলে আগুন লাগে ৷ মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ । এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন ৷ আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে তারা ৷ এছাড়াও ঘটনাস্থানে পৌঁছেছেন পুলিশ ও ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা ।
আজ ভোরে নারকেলডাঙা থানা এলাকায় লাগে আগুন । আগুনে 50 টিরও বেশি ঝুপড়ি ভস্মীভূত হয়েছে । ঘটনার রেশ কাটতে না কাটতেই সকাল 11 টা নাগাদ স্থানীয়রা নারকেল তেলের ওই গুদাম থেকে আগুনের ফুলকি বেরোতে দেখেন । মুহুর্তের মধ্যে আগুন বড় আকার নিতে শুরু করে । খবর দেওয়া হয় নারকেলডাঙা থানায় । এরপর পুলিশ দমকলে খবর দেয় । মানিকতলা ও ক্যানাল ওয়েস্ট রোড ফায়ার স্টেশন থেকে দমকলের 10 টি ইঞ্জিন ঘটনাস্থানে আসে । কিন্তু গুদামে প্রচুর পরিমাণে তেল মজুত থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে । দমকলের দীর্ঘ চেষ্টায় বর্তমানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে ৷
কীভাবে সেই আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি । ঘটনায় হতাহতের খবর নেই । তবে ঘিঞ্জি এলাকায় ওই গোডাউন হওয়ায় আগুন নেভাতে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা ।