কলকাতা, 26 জুন : অবশেষে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হল বাস-মিনিবাসের জন্য । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে বেসরকারি বাস-মিনিবাস সংগঠনগুলি । বৈঠকের পরেই নেওয়া হয় এই সিদ্ধান্ত । বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ-সভাপতি টিটু সাহা বলেন, "আজ মুখ্যমন্ত্রীর বেঙ্গল বাস সিন্ডিকেট, অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি ও মিনিবাস অপারেটর্স কোর্ডিনেশন কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন । আমরা আগেই বহুবার জানিয়েছিলাম, পুরোনো ভাড়ায় এত কম সংখ্যক যাত্রী নিয়ে বাস পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না । তাই এই মুহূর্তে ভাড়া বৃদ্ধি সম্ভব নয় বলে আগামী তিন মাসের জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । আগামী তিন মাস প্রতিটি বেসরকারি বাস ও মিনিবাসগুলিকে 15 হাজার টাকা করে দেওয়া হবে ।"
অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "সবে মাত্র আর্থিক প্যাকেজ ঘোষণা করা হল। এবার পরিবহন দপ্তর সার্বিক বিষয়টি আলোচনা করবে । যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, লকডাউনের জেরে আপাতত ছয় হাজার বাস ও মিনিবাসকে এই আর্থিক প্যাকেজের আওতায় আনা হবে । কিন্তু, এভাবে দু'মাস বা তিন মাসের আর্থিক প্যাকেজে সমস্যার সমাধান হবে না ।" তিনি আরও বলেন, "ভাড়া বৃদ্ধির বিকল্প ভাড়া বৃদ্ধি । যদিও সাময়িকভাবে প্রায় বন্ধ হয়ে যাওয়া পরিবহন শিল্পকে চাঙ্গা করতে এই আর্থিক প্যাকেজ নিঃসন্দেহে একটি সাধু পদক্ষেপ । তবে পাকাপাকিভাবে সমস্যার সমাধান করতে হলে ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই । কারণ শুধু মাত্র তেলের দামই নয়, আরও বেশ কয়েকটি বিষয় জড়িত আছে যেমন যন্ত্রাংশের দাম বা অন্যান্য সামগ্রীর মূল্য । তাই ব্যয়ের সঙ্গে আয়ের সামঞ্জস্য রাখতে হলে আগামীতে ভাড়া না বাড়ালে পরিষেবা চালিয়ে যাওয়া অসম্ভব হবে ।"
জয়েন্ট কাউন্সিল অফ বার সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ও প্রায় একই কথা বলেন ৷ তিনি মনে করেন, "আর্থিক প্যাকেজ কোনও সুরাহা নয় । শুধুমাত্র শহরে নয় জেলাতেও এই মুহূর্তে খরচের জেরে বেসরকারি বাস পরিষেবা দেওয়া শুরু করেছিল সেগুলো বন্ধ হয়ে গেছে । তাই শহর ও জেলা মিলিয়ে সবকটি বেসরকারি বাস ও মিনিবাসকে এই আর্থিক প্যাকেজের আওতায় আনতে হবে এবং ভাড়া বৃদ্ধি ছাড়া আর কোনও বিকল্প রাস্তা হতে পারে না ।"
যদিও মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি । আমরা প্রথম থেকেই আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছিলাম । সে মতোই অবশেষে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হল । আশা করব, এবার কেন্দ্র সরকারের টনক নড়বে ।"