কলকাতা, 14 ডিসেম্বর: টানা তিন বছর বন্ধ থাকার পর আবারও আগামী বছর থেকেই চালু হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) প্রবেশিকা পরীক্ষা । আগামী বছরের মে মাসে স্নাতক এবং স্নাতক স্তরে ভর্তির জন্য নেওয়া হবে এনট্রান্স পরীক্ষা (Entrance Exam), এমনটাই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে (Entrance Exam of Presidency University Declared) । স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত সামনে আসায় স্বস্তিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পড়তে ইচ্ছুক পড়ুয়ারা ৷
করোনার জেরে পর পর তিন বছর বন্ধ ছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তি হওয়ার এন্ট্রান্স পরীক্ষা । কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে আগামী বছর মে এবং তারপর জুলাই মাসে অনুষ্ঠিত হবে এই পরীক্ষাগুলি । বিশ্ববিদ্যালয়ের তালিকা অনুসারে আগামী 20 (শনিবার) ও 21 (রবিবার) মে স্নাতক স্তরে প্রবেশিকা নেওয়া হবে । আরও জানা গিয়েছে, অনলাইনে আবেদন পত্র দেওয়া হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই । পাশাপাশি 9 জুলাই স্নাতকোত্তরের জন্য এনট্রান্স পরীক্ষা (Entrance Exam) নেওয়া হবে । অনলাইনে আবেদন পত্র দেওয়া হবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ।
আরও পড়ুন: তৎকালীন প্রেসিডেন্সি কলেজের ঐতিহ্যশালী অবজারভেটরি সংস্কার করার ভাবনা কর্তৃপক্ষের
প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয় ইউনিটের সভাপতি আনন্দরূপা ধর বলেন, "2020-এর কোভিড পরিস্থিতি এবং উত্তর কোভিড পরিস্থিতির মুখে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হত, তা বন্ধ করে দেওয়া হয় ৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও তার ব্যতিক্রম নয় । তিন বছর ধরে এই প্রক্রিয়া বন্ধ ছিল, তার মধ্যেই ছাত্রছাত্রীদের সুরক্ষিত ভবিষ্যৎ-এর কথা ভেবেই পুনরায় প্রবেশিকা পরীক্ষা শুরু করার দাবি জানানো হয় ৷ এ নিয়ে বারবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দিয়ে চাপ সৃষ্টি করেছে ভারতের ছাত্র ফেডারেশন (Students' Federation of India) । দীর্ঘমেয়াদি আন্দোলন এবং চাপ সৃষ্টির পর পুনরায় প্রবেশিকা পরীক্ষা শুরু করার প্রতিশ্রুতি দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।"