ETV Bharat / state

পাখির চোখ পৌরভোট, চেয়ারম্যানদের সঙ্গে আগামীকাল বৈঠক ফিরহাদের - Fihad Hakim will held a meeting with Municipal Chairmans

সব ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহেই হতে চলেছে কলকাতা পৌরনিগমের নির্বাচন । রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে চলছে এমনই জল্পনা । সেক্ষেত্রে আইনগত কোনও বাধা নেই । রীতি অনুযায়ী ভোটের দিনক্ষণের ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে কোনও লিখিত চিঠি অবশ্য নির্বাচন কমিশন পায়নি । তবে কমিশন ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরোদমে ।

Fihad Hakim
ফিরহাদ
author img

By

Published : Jan 27, 2020, 9:34 PM IST

কলকাতা, 27 জানুয়ারি : পৌরভোটের বাকি আর কয়েক মাস । রাজ্যের একাধিক পৌরসভা এবং পৌরনিগমের কাজ নিয়ে মানুষের অভিযোগ রয়েছে । সেইসব অভিযোগ কানে পৌঁছেছে পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের । তাই আগামীকাল রাজ্যের একাধিক পৌরসভা এবং পৌরনিগমের চেয়ারম্যানদের এবং মেয়রকে বৈঠকে ডেকেছেন তিনি । নগরোন্নয়ন ভবনে হবে সেই বৈঠক ।

সব ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহেই হতে চলেছে কলকাতা পৌরনিগমের নির্বাচন । রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে চলছে এমনই জল্পনা । সেক্ষেত্রে আইনগত কোনও বাধা নেই । রীতি অনুযায়ী ভোটের দিনক্ষণের ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে কোনও লিখিত চিঠি অবশ্য নির্বাচন কমিশন পায়নি । তবে কমিশন ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরোদমে । এই মুহূর্তে 93 টি পৌরসভা এবং পৌরনিগমের আসন সংরক্ষণের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে । ইতিমধ্যেই 17টি পৌরসভা এবং পৌরনিগমে সে কাজ সম্পন্ন হয়েছে । কলকাতা-সহ 93 টি পৌরসভা এবং পৌর নিগমের আসন সংরক্ষণের খসড়া তালিকা 17 জানুয়ারি প্রকাশিত হয়েছে । নিয়ম অনুযায়ী ওইদিন থেকে 10 সপ্তাহ পরে ভোট নিতে কোনও অসুবিধা নেই । অর্থাৎ 27 মার্চের পরে যে কোনও দিন নির্বাচন করা যেতে পারে । সেই সূত্রেই শোনা যাচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচন ।

সূত্রের খবর, পৌরমন্ত্রীর কাছে যে অভিযোগগুলি এসে পৌঁছেছে তার মধ্যে রয়েছে পরিস্রুত পানীয় জল এবং নিকাশি সংক্রান্ত বেশ কিছু বিষয় । বেশ কয়েকটি পৌরসভায় ওই কাজে খামতি রয়েছে । আর তা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে । পাশাপাশি কাটমানি সংক্রান্ত অভিযোগও রয়েছে । একটি পৌরসভার ক্ষেত্রে আবার চেয়ারম্যান নিজেই তৈরি করে ফেলেছেন একটি রিলিফ ফান্ড । আর সেটা নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ পেয়েছেন মন্ত্রী । এই সবকটি বিষয় নিয়ে কথা বলতে চেয়ারম্যানদের ডেকেছেন ফিরহাদ । 35 টি পৌরসভা শৌচালয় তৈরির ক্ষেত্রে পিছিয়ে রয়েছে । ফলে মার্চের মধ্যে সব বকেয়া কাজ শেষ করার নির্দেশ ফিরহাদ আগামীকাল দিতে পারেন বলে জানা যাচ্ছে । পাশাপাশি মানুষের ক্ষোভ প্রশমনের জন্য আর কী কী করা উচিত সে বিষয়েও বৈঠকে কথা হতে পারে ।

কলকাতা, 27 জানুয়ারি : পৌরভোটের বাকি আর কয়েক মাস । রাজ্যের একাধিক পৌরসভা এবং পৌরনিগমের কাজ নিয়ে মানুষের অভিযোগ রয়েছে । সেইসব অভিযোগ কানে পৌঁছেছে পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের । তাই আগামীকাল রাজ্যের একাধিক পৌরসভা এবং পৌরনিগমের চেয়ারম্যানদের এবং মেয়রকে বৈঠকে ডেকেছেন তিনি । নগরোন্নয়ন ভবনে হবে সেই বৈঠক ।

সব ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহেই হতে চলেছে কলকাতা পৌরনিগমের নির্বাচন । রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে চলছে এমনই জল্পনা । সেক্ষেত্রে আইনগত কোনও বাধা নেই । রীতি অনুযায়ী ভোটের দিনক্ষণের ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে কোনও লিখিত চিঠি অবশ্য নির্বাচন কমিশন পায়নি । তবে কমিশন ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরোদমে । এই মুহূর্তে 93 টি পৌরসভা এবং পৌরনিগমের আসন সংরক্ষণের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে । ইতিমধ্যেই 17টি পৌরসভা এবং পৌরনিগমে সে কাজ সম্পন্ন হয়েছে । কলকাতা-সহ 93 টি পৌরসভা এবং পৌর নিগমের আসন সংরক্ষণের খসড়া তালিকা 17 জানুয়ারি প্রকাশিত হয়েছে । নিয়ম অনুযায়ী ওইদিন থেকে 10 সপ্তাহ পরে ভোট নিতে কোনও অসুবিধা নেই । অর্থাৎ 27 মার্চের পরে যে কোনও দিন নির্বাচন করা যেতে পারে । সেই সূত্রেই শোনা যাচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচন ।

সূত্রের খবর, পৌরমন্ত্রীর কাছে যে অভিযোগগুলি এসে পৌঁছেছে তার মধ্যে রয়েছে পরিস্রুত পানীয় জল এবং নিকাশি সংক্রান্ত বেশ কিছু বিষয় । বেশ কয়েকটি পৌরসভায় ওই কাজে খামতি রয়েছে । আর তা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে । পাশাপাশি কাটমানি সংক্রান্ত অভিযোগও রয়েছে । একটি পৌরসভার ক্ষেত্রে আবার চেয়ারম্যান নিজেই তৈরি করে ফেলেছেন একটি রিলিফ ফান্ড । আর সেটা নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ পেয়েছেন মন্ত্রী । এই সবকটি বিষয় নিয়ে কথা বলতে চেয়ারম্যানদের ডেকেছেন ফিরহাদ । 35 টি পৌরসভা শৌচালয় তৈরির ক্ষেত্রে পিছিয়ে রয়েছে । ফলে মার্চের মধ্যে সব বকেয়া কাজ শেষ করার নির্দেশ ফিরহাদ আগামীকাল দিতে পারেন বলে জানা যাচ্ছে । পাশাপাশি মানুষের ক্ষোভ প্রশমনের জন্য আর কী কী করা উচিত সে বিষয়েও বৈঠকে কথা হতে পারে ।

Intro:কলকাতা, 27 জানুয়ারি: শিয়রে পৌর নির্বাচন। বহু পৌরসভা এবং পৌর নিগমের কাজ নিয়ে মানুষের অভিযোগ রয়েছে। সেইসব অভাব অভিযোগের বিষয়টি কানে পৌঁছেছে পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের। তিনি রাজ্য সবকটি পৌরসভা এবং পৌর নিগমের দেখভালের দায়িত্বে। আর সেই সূত্রে আগামীকাল বেশকিছু পৌরসভা এবং পৌরনিগমের চেয়ারম্যান এবং মেয়রকে বৈঠকে ডাকলেন মন্ত্রী। আগামীকাল নগরোন্নয়ন ভবনে হবে সেই বৈঠক।


Body:
সব ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহে হতে চলেছে কলকাতা কর্পোরেশন নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের চলছে এমনই জল্পনা। সে ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। রীতি অনুযায়ী ভোটের দিনক্ষণ এর ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে কোনো লিখিত চিঠি অবশ্য নির্বাচন কমিশন পায়নি। তবে কমিশনের ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরো দমে। এই মুহূর্তে 93 পৌরসভা এবং পৌর নিগমে আসন সংরক্ষণের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। ইতিমধ্যেই 17টি পৌরসভা এবং পৌরনিগমের সেই কাজ সম্পন্ন হয়েছে। কলকাতাসহ 93 টি পৌরসভা এবং পৌর নিগমের 17 জানুয়ারি প্রকাশিত হয়েছে সংরক্ষণের খসরা তালিকা। নিয়ম অনুযায়ী ওইদিন থেকে 10 সপ্তাহ পরে ভোট নিতে কোন অসুবিধা নেই। অর্থাৎ 27 মার্চের পরে যেকোনো দিন ভোট নেওয়া যেতে পারে। সেই সূত্রেই শোনা যাচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে কলকাতা কর্পোরেশন নির্বাচন।


Conclusion:পৌরভোটের দামামা বেজে গেছে। সূত্র জানাচ্ছে, মন্ত্রীর কাছে যে অভিযোগগুলি এসে পৌঁছেছে তার মধ্যে রয়েছে পরিস্রুত পানীয় জল এবং নিকাশি সংক্রান্ত বেশ কিছু বিষয়। বেশ কয়েকটি পৌরসভায় ওই কাজে খামতি রয়েছে। আর তা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে। পাশাপাশি কাটমানি সংক্রান্ত অভিযোগ রয়েছে। একটি পৌরসভার ক্ষেত্রে আবার চেয়ারম্যান নিজেই তৈরি করে ফেলেছেন একটি রিলিফ ফান্ড। আর সেটা নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ পেয়েছেন মন্ত্রী। এই সবকটি বিষয় নিয়ে কথা বলতে চেয়ারম্যানদের ডেকেছেন ফিরহাদ। সূত্র জানাচ্ছে, পঁয়ত্রিশটি পৌরসভা শৌচালয় তৈরীর ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। আগামীকাল সিধাত মার্চের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দিতে পারেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি মানুষের ক্ষোভ প্রশমনের জন্য কি কি করা উচিত সে বিষয়েও কথা হতে পারে বলে খবর।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.