ETV Bharat / state

56 হাজার স্মার্ট LED স্ট্রিটলাইট লাগানোর ঘোষণা ফিরহাদের - LED street light installed

56 হাজার স্মার্ট LED স্ট্রিটলাইট লাগানোর কথা ঘোষণা করলেন ফিরহাদ হাকিম । পাশাপাশি কলকাতা ও বিধাননগর পৌরনিগম এলাকায় প্রায় 1 লাখ স্মার্ট LED আলোয় নতুন পার্টস লাগানোর কথাও ঘোষণা করেন তিনি ।

ফিরহাদ হাকিম
author img

By

Published : Aug 23, 2019, 3:32 AM IST

কলকাতা, 23 অগাস্ট : 56 হাজার স্মার্ট LED স্ট্রিটলাইট লাগানো হবে রাজ্যের বিভিন্ন জেলায় । গতকাল একথা ঘোষণা করেন পৌর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি জানান, এই আলোগুলি দেবে এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (ECL) । এই সংস্থা ভারত সরকারের শক্তি মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির একটি যৌথ উদ্যোগ ।

রাজ্য সরকারের সবুজ অঙ্গ মিশনের অধীনে LED স্ট্রিটলাইট লাগানোর এই কর্মসূচি নেওয়া হয়েছে । এই আলোগুলি বাঁকুড়া, বেলডাঙা, বজবজ ও খড়দায় লাগানো হবে । ECL-এর তরফে জানানো হয়েছে, 60 হাজার LED লাইট বছরে 8500 মেট্রিকটন কার্বন নিঃসরণ কমাবে এবং 12.2 মিলিয়ন বিদ্যুতের ইউনিট বাঁচাবে । শুধু তাই নয়, এই আলোগুলিকে একটি ওয়েব ভিত্তিক নজরদারি ব্যবস্থার সঙ্গে জুড়ে দেবে ECL । যার ফলে আলোগুলিতে দূর থেকে নজরদারি করা যাবে । কমানো যাবে আলো জ্বালানোর অতিরিক্ত খরচ । নজরদারি চালানোর জন্য ULB-গুলিতে সেন্ট্রালাইজ়ড কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সিস্টেম উইথ GIS ম্যাপিং ব্যবস্থা বসানো হবে । বেলডাঙাতে এই কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে । পাশাপাশি কলকাতা ও বিধাননগর পৌরনিগম এলাকায় প্রায় 1 লাখ স্মার্ট LED আলোয় নতুন পার্টস লাগানোর কথাও ঘোষণা করেন ফিরহাদ ।

পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "আমরা অত্যন্ত গর্বের সঙ্গে স্মার্ট ও বিদ্যুৎ সাশ্রয়কারী LED স্ট্রিটলাইটগুলি পশ্চিমবঙ্গের জনগণের জন্য উৎসর্গ করছি । বিদ্যুৎ সাশ্রয়ী রাজ্যের স্বীকৃতি অর্জনে এটা আরও একটা মাইলফলক । এই আলোগুলো নাগরিকদের জীবনে আলো জ্বালাবে, আরও বেশি বিদ্যুৎ বাঁচাবে, আরও নিরাপত্তা দেবে ও রাজ্যের জনগণের সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করবে । বিদ্যুৎ সাশ্রয়ে রাজ্যের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনে পৌর ও নগরোন্নয় দপ্তর ও ECL-কে তাদের নিরবচ্ছিন্ন প্রয়াস ও একটানা কাজের জন্য অভিনন্দন জানাচ্ছি ।"

গ্রিন সিটি মিশনের যুগ্ম সচিব পাপিয়া ঘোষ চৌধুরি বলেন, "মহিলা, শিশু ও বয়স্কদের জন্য এই প্রকল্পের সামাজিক প্রভাব হবে বিরাট । তাঁরা আরও অনেক বেশি সময় নিরাপদে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবেন । যেহেতু CCMS প্রযুক্তিতে আলোগুলির 7 বছর রক্ষণাবেক্ষণ হবে, তাই নাগরিকেরা আরও ভালো পরিষেবা পাবেন ।"

কলকাতা, 23 অগাস্ট : 56 হাজার স্মার্ট LED স্ট্রিটলাইট লাগানো হবে রাজ্যের বিভিন্ন জেলায় । গতকাল একথা ঘোষণা করেন পৌর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি জানান, এই আলোগুলি দেবে এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (ECL) । এই সংস্থা ভারত সরকারের শক্তি মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির একটি যৌথ উদ্যোগ ।

রাজ্য সরকারের সবুজ অঙ্গ মিশনের অধীনে LED স্ট্রিটলাইট লাগানোর এই কর্মসূচি নেওয়া হয়েছে । এই আলোগুলি বাঁকুড়া, বেলডাঙা, বজবজ ও খড়দায় লাগানো হবে । ECL-এর তরফে জানানো হয়েছে, 60 হাজার LED লাইট বছরে 8500 মেট্রিকটন কার্বন নিঃসরণ কমাবে এবং 12.2 মিলিয়ন বিদ্যুতের ইউনিট বাঁচাবে । শুধু তাই নয়, এই আলোগুলিকে একটি ওয়েব ভিত্তিক নজরদারি ব্যবস্থার সঙ্গে জুড়ে দেবে ECL । যার ফলে আলোগুলিতে দূর থেকে নজরদারি করা যাবে । কমানো যাবে আলো জ্বালানোর অতিরিক্ত খরচ । নজরদারি চালানোর জন্য ULB-গুলিতে সেন্ট্রালাইজ়ড কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সিস্টেম উইথ GIS ম্যাপিং ব্যবস্থা বসানো হবে । বেলডাঙাতে এই কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে । পাশাপাশি কলকাতা ও বিধাননগর পৌরনিগম এলাকায় প্রায় 1 লাখ স্মার্ট LED আলোয় নতুন পার্টস লাগানোর কথাও ঘোষণা করেন ফিরহাদ ।

পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "আমরা অত্যন্ত গর্বের সঙ্গে স্মার্ট ও বিদ্যুৎ সাশ্রয়কারী LED স্ট্রিটলাইটগুলি পশ্চিমবঙ্গের জনগণের জন্য উৎসর্গ করছি । বিদ্যুৎ সাশ্রয়ী রাজ্যের স্বীকৃতি অর্জনে এটা আরও একটা মাইলফলক । এই আলোগুলো নাগরিকদের জীবনে আলো জ্বালাবে, আরও বেশি বিদ্যুৎ বাঁচাবে, আরও নিরাপত্তা দেবে ও রাজ্যের জনগণের সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করবে । বিদ্যুৎ সাশ্রয়ে রাজ্যের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনে পৌর ও নগরোন্নয় দপ্তর ও ECL-কে তাদের নিরবচ্ছিন্ন প্রয়াস ও একটানা কাজের জন্য অভিনন্দন জানাচ্ছি ।"

গ্রিন সিটি মিশনের যুগ্ম সচিব পাপিয়া ঘোষ চৌধুরি বলেন, "মহিলা, শিশু ও বয়স্কদের জন্য এই প্রকল্পের সামাজিক প্রভাব হবে বিরাট । তাঁরা আরও অনেক বেশি সময় নিরাপদে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবেন । যেহেতু CCMS প্রযুক্তিতে আলোগুলির 7 বছর রক্ষণাবেক্ষণ হবে, তাই নাগরিকেরা আরও ভালো পরিষেবা পাবেন ।"

Paris (France), Aug 22 (ANI): Prime Minister Narendra Modi welcomed by Indian community at Charles de Gaulle Airport in Paris. PM Modi is on a two-day visit to the nation. Prime Minister will hold bilateral meetings with President of France Emmanuel Macron and Prime Minister Edouard Philippe.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.