ETV Bharat / state

ফের চালু হল চুঁচুড়া-এসপ্ল্যানেড সরকারি বাস পরিষেবা

author img

By

Published : Jun 3, 2020, 6:32 AM IST

ফের চালু হল SBSTC সরকারি বাস পরিষেবা । চুঁচুড়া-এসপ্ল্যানেড রুটটিতে পরিষেবা আবার শুরু করা হল ।

ছবি
ছবি

কলকাতা, 3 মে : চলতি সপ্তাহে থেকে পথে নামানো হতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (SBSTC)-র আরও বাস । আগামীকাল থেকে এই রুটে ফের চালু হচ্ছে পরিষেবা।

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গণপরিবহন । মে মাস থেকেই শুরু হয়েছে আন্ত:রাজ্য সরকারি বাস পরিষেবা। জেলাগুলির মধ্যেও চলছে বাস । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে কনটেইনমেন্ট জো়নের বাইরে, ধাপে ধাপে লকডাউন শিথিল করা হচ্ছে । তবে প্রতিটি বাস ছাড়ার আগে স্বাস্থ্য-বিধি মেনে করা হচ্ছে থার্মাল স্ক্রিনিং । পাশাপাশি ফেস মাস্ক পরাও বাধ্যতামূলক । চালক ও বাসের অন্যান্য কর্মীদের দেওয়া হয়েছে PPE কিট । হাত স্যানিটাইজ় করেই ওঠা যাবে বাসে ।

3 জুন থেকে যে রুটে বাস চলাচল পুনরায় শুরু হচ্ছে সেগুলির তালিকা এক নজরে :

চুঁচুড়া থেকে এসপ্ল্যানেড-চুঁচুড়া থেকে বাসটি ছাড়বে সকাল 8:30 টার সময়।

এসপ্ল্যানেড থেকে চুঁচুড়া বাসটি এসপ্ল্যানেড থেকে ছাড়বে বিকেল 4:30 টের সময়।

এই বাসটি চন্দননগর, শ্রীরামপুর, বালি ও ডানলপ হয়ে যাতায়াত করবে । বাসেই পাওয়া যাবে টিকিট।

চুঁচুড়া থেকে বাসটি ঘড়ির মোড় থেকে ছাড়বে। বাসটি প্রতিদিন যাতায়াত করবে।

কলকাতা, 3 মে : চলতি সপ্তাহে থেকে পথে নামানো হতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (SBSTC)-র আরও বাস । আগামীকাল থেকে এই রুটে ফের চালু হচ্ছে পরিষেবা।

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গণপরিবহন । মে মাস থেকেই শুরু হয়েছে আন্ত:রাজ্য সরকারি বাস পরিষেবা। জেলাগুলির মধ্যেও চলছে বাস । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে কনটেইনমেন্ট জো়নের বাইরে, ধাপে ধাপে লকডাউন শিথিল করা হচ্ছে । তবে প্রতিটি বাস ছাড়ার আগে স্বাস্থ্য-বিধি মেনে করা হচ্ছে থার্মাল স্ক্রিনিং । পাশাপাশি ফেস মাস্ক পরাও বাধ্যতামূলক । চালক ও বাসের অন্যান্য কর্মীদের দেওয়া হয়েছে PPE কিট । হাত স্যানিটাইজ় করেই ওঠা যাবে বাসে ।

3 জুন থেকে যে রুটে বাস চলাচল পুনরায় শুরু হচ্ছে সেগুলির তালিকা এক নজরে :

চুঁচুড়া থেকে এসপ্ল্যানেড-চুঁচুড়া থেকে বাসটি ছাড়বে সকাল 8:30 টার সময়।

এসপ্ল্যানেড থেকে চুঁচুড়া বাসটি এসপ্ল্যানেড থেকে ছাড়বে বিকেল 4:30 টের সময়।

এই বাসটি চন্দননগর, শ্রীরামপুর, বালি ও ডানলপ হয়ে যাতায়াত করবে । বাসেই পাওয়া যাবে টিকিট।

চুঁচুড়া থেকে বাসটি ঘড়ির মোড় থেকে ছাড়বে। বাসটি প্রতিদিন যাতায়াত করবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.