কলকাতা, 12 ডিসেম্বর: জাঁকিয়ে শীত না-পড়লেও ক্যালেন্ডারে আজ ডিসেম্বরের বারো ৷ এই মরশুমে শীত সেভাবে দরজায় কড়া না-নাড়লেও ছুটির দিনকে কোনওভাবেই মিস করতে চান না ভ্রমপিপাসু বাঙালি ৷ গতকাল ছিল রবিবার, বাঙালিকে আর দেখে কে...দিনের শেষে তিলোত্তমার পর্যটন স্থলগুলি ঘুরে দেখল ইটিভি ভারত ৷ আর তাতে দৃশ্যবন্দি হল উপচে পড়া ভিড় (Festive Mood of Kolkata) ৷
দেখা গেল, প্রায় সবকয়টি পর্যটন স্থলে ভিড় ঠাসা ঠাসা। ভিড়ে ঘুরে-বেড়াতে কষ্ট হলেও করোনা আর লকডাউনে গত দুই বছর শীতে ঘরবন্দি থাকার পর এবার বেরতে পেরে তাঁরা খুশি। শহর কলকাতা ছাড়াও কলকাতা লাগোয়া জেলা থেকেও বহু মানুষ পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে এসেছেন। কচিকাঁচারাও বাবা-মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে খুশি। চিড়িয়াখানায় আগত দর্শকরাও পশু, পাখি, জীব-জন্তু দেখেছেন।
সব মিলিয়ে ডিসেম্বরের শুরুতে ভিড়ের যা ঢল নেমেছে তাতে আগামী জানুয়ারির মধ্যে রেকর্ড ভিড় হবে বলেই মনে করছেন আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo) কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, "শীতের শুরুতেই চিড়িয়াখানায় পর্যটকদের আসার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে 2016 সালের সংখ্যা ছাপিয়ে যাবে বলে মনে হচ্ছে। সেবার শীতে 22 লক্ষ পর্যটক এসেছিলেন। ছয় বছর পর ফের রেকর্ড ভিড়ের আশা।"
আরও পড়ুন: করোনা কাটতেই রেকর্ড ভিড়ের আশায় আলিপুর চিড়িয়াখানা
তিনি আরও জানান, এবার 22 লাখের বেশি মানুষ আলিপুর চিড়িয়াখানায় আসবেন বলেই মনে হচ্ছে। এবারের শীতে চিড়িয়াখানায় আকর্ষণীয় কী কী আছে? চিড়িয়াখানার এক আধিকারিককে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, শিম্পাঞ্জি, বাঘ, জিরাফ, জেব্রা তো রয়েছেই। রয়েছে কুমির, অ্যানাকন্ডা-সহ নানান প্রজাতির সাপ। জেব্রা, জিরাফ ও সাপের বাচ্চা হওয়ায় তাঁদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গতকালের ভিড়ের পরিসংখ্যান 45 হাজার 818 ৷ যা এ বছরে সর্বাধিক ৷