ETV Bharat / state

Farmers Protest against Budget: বাজেট বিরোধিতায় আজ দেশজুড়ে কালা দিবস পালন কৃষক সংগঠনগুলির

বাজেট (Union Budget 2023) বিরোধিতায় দেশজুড়ে আজ কালা দিবস (Kala Divas) পালন করছে কৃষক সংগঠনগুলি (Farmers Protest against Budget)৷ এই বাজেটের ফলে গরিব চাষিদের দুরবস্থা আরও বাড়বে বলে অভিযোগ করেছে তারা ৷

Farmers organisations observes Kala Divas ETV Bharat ETV Bharat
কালা দিবস পালন কৃষক সংগঠনগুলির
author img

By

Published : Feb 9, 2023, 12:57 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: 2023-24-এর কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2023) বিরোধিতায় আজ দেশজুড়ে কালা দিবস (Kala Divas) পালন করছে কৃষক সংগঠনগুলি (Farmers Protest against Budget)। তাদের অভিযোগ, বাজেটে দেশের গরিব মানুষকে ভাতে মারার ব্যবস্থা করা হয়েছে ৷ এর ফলে গরিব চাষিদের দুরবস্থা আরও বৃদ্ধি পাবে বলে দাবি তাদের ৷

কালা দিবসে কৃষক সংগঠনগুলির কর্মসূচি: কৃষক সংগঠনগুলির (Farmers organisations observes Kala Divas) সর্বভারতীয় নেতৃত্ব জানিয়েছে, আজ দিনভর দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হবে । 2023-24 আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপিও পোড়ানো হবে । একইসঙ্গে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ হবে । চলবে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলির ধরনা ও সমাবেশ ।

কী দাবিতে আন্দোলন ? আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির দাবি, মনরেগার আওতায় 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজের বন্দোবস্ত করতে হবে । দৈনিক 600 টাকা মজুরি দিতে হবে । বারবার এই দাবি করা হলেও তাতে কেন্দ্রীয় সরকার কর্ণপাত করছে না বলে অভিযোগ সংগঠনগুলির । তাই বাধ্য হয়েই আন্দোলনের পথে যাচ্ছেন বলে জানিয়েছেন কৃষকরা ।

কৃষক সংগঠনগুলির আরও অভিযোগ, বিশেষ করে এ বারের বাজেটে যেভাবে খাদ্যে ভর্তুকি, 100 দিনের কাজে বরাদ্দের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, তা চরম আর্থিক বিড়ম্বনায় ফেলতে চলেছে দেশের গরিব মানুষ ও সাধারণ খেটে খাওয়া মানুষকে ।

আরও পড়ুন: বাজেট কত ভালো ! তা বোঝাতে মানুষের দুয়ারে যাবে বিজেপি

'এই বাজেট ভাতে মারবে গরিবদের': সারা ভারত কিষান সভার সহ-সভাপতি হান্নান মোল্লা বলেন, "নতুন 2023-24 আর্থিক বছরের বাজেটে দেশের গরিব মানুষকে ভাতে মারার ব্যবস্থা করা হয়েছে ৷ বিশেষ করে এর ফলে গরিব চাষিদের দুরবস্থা আরও বৃদ্ধি পাবে ৷ কিছু কর্পোরেট বন্ধুর স্বার্থে মোদি সরকার এ সব করছে ।"

রাজ্যে আসছেন কেরলের মুখ্যমন্ত্রী: এ দিকে, বুধবার সিপিআইএম রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । সেখানে তিনি বলেন, আগামী 17 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন । ওই দিন সারা ভারত খেত মজুর ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলন রয়েছে । সেই উপলক্ষে হাওড়ায় বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে । সেই সমাবেশের প্রধান বক্তা হিসেবে থাকবেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ।"

কলকাতা, 9 ফেব্রুয়ারি: 2023-24-এর কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2023) বিরোধিতায় আজ দেশজুড়ে কালা দিবস (Kala Divas) পালন করছে কৃষক সংগঠনগুলি (Farmers Protest against Budget)। তাদের অভিযোগ, বাজেটে দেশের গরিব মানুষকে ভাতে মারার ব্যবস্থা করা হয়েছে ৷ এর ফলে গরিব চাষিদের দুরবস্থা আরও বৃদ্ধি পাবে বলে দাবি তাদের ৷

কালা দিবসে কৃষক সংগঠনগুলির কর্মসূচি: কৃষক সংগঠনগুলির (Farmers organisations observes Kala Divas) সর্বভারতীয় নেতৃত্ব জানিয়েছে, আজ দিনভর দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হবে । 2023-24 আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপিও পোড়ানো হবে । একইসঙ্গে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ হবে । চলবে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলির ধরনা ও সমাবেশ ।

কী দাবিতে আন্দোলন ? আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির দাবি, মনরেগার আওতায় 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজের বন্দোবস্ত করতে হবে । দৈনিক 600 টাকা মজুরি দিতে হবে । বারবার এই দাবি করা হলেও তাতে কেন্দ্রীয় সরকার কর্ণপাত করছে না বলে অভিযোগ সংগঠনগুলির । তাই বাধ্য হয়েই আন্দোলনের পথে যাচ্ছেন বলে জানিয়েছেন কৃষকরা ।

কৃষক সংগঠনগুলির আরও অভিযোগ, বিশেষ করে এ বারের বাজেটে যেভাবে খাদ্যে ভর্তুকি, 100 দিনের কাজে বরাদ্দের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, তা চরম আর্থিক বিড়ম্বনায় ফেলতে চলেছে দেশের গরিব মানুষ ও সাধারণ খেটে খাওয়া মানুষকে ।

আরও পড়ুন: বাজেট কত ভালো ! তা বোঝাতে মানুষের দুয়ারে যাবে বিজেপি

'এই বাজেট ভাতে মারবে গরিবদের': সারা ভারত কিষান সভার সহ-সভাপতি হান্নান মোল্লা বলেন, "নতুন 2023-24 আর্থিক বছরের বাজেটে দেশের গরিব মানুষকে ভাতে মারার ব্যবস্থা করা হয়েছে ৷ বিশেষ করে এর ফলে গরিব চাষিদের দুরবস্থা আরও বৃদ্ধি পাবে ৷ কিছু কর্পোরেট বন্ধুর স্বার্থে মোদি সরকার এ সব করছে ।"

রাজ্যে আসছেন কেরলের মুখ্যমন্ত্রী: এ দিকে, বুধবার সিপিআইএম রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । সেখানে তিনি বলেন, আগামী 17 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন । ওই দিন সারা ভারত খেত মজুর ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলন রয়েছে । সেই উপলক্ষে হাওড়ায় বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে । সেই সমাবেশের প্রধান বক্তা হিসেবে থাকবেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.