ETV Bharat / state

লাইভ : কোথাও মিছিল, কোথাও ট্রেন-বাস অবরোধ, বনধ সমর্থনে পথে বাম থেকে তৃণমূল

Bharat Bandh
ধর্মতলায় পোড়ানো হল মোদির কুশপুত্তলিকা
author img

By

Published : Dec 8, 2020, 9:38 AM IST

Updated : Dec 8, 2020, 11:37 AM IST

11:18 December 08

কলকাতা , 8 ডিসেম্বর : কৃষক সংগঠনের ডাকা ভারত বনধের মিশ্র প্রভাব পশ্চিমবঙ্গে । যাদবপুর, ধর্মতলা , হাওড়া থেকে শুরু করে রাজ্যের নানা প্রান্তে বনধের প্রভাব চোখে পড়েছে । যাদবপুর 8 বি স্ট্যান্ডের পাশাপাশি রেল অবরোধ করেন বনধ সমর্থকরা । রেল অবরোধ হয় কাঁচড়াপাড়া , বালুরঘাট , হাওড়া , উলুবেড়িয়া-সহ একাধিক জায়গায় । বাম সংগঠনের প্রতিনিধিরা সকাল থেকেই রাস্তায় নেমে পতাকা হাতে অবরোধ করেন ।

বনধের মিশ্র প্রভাব হাওড়ায়
  • নদিয়ার কৃষ্ণনগর স্টেশনের কাছে যানবাহন আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে দেখা গেল সিপিআইএম কর্মী-সমর্থকদের । এছাড়াও রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা ।
  • দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে নয় নম্বর রাজ্য সড়ক অবরোধ করল বামপন্থী সংগঠনগুলি । রাস্তায় টায়ার  জ্বালিয়ে এবং প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা ।

10:25 December 08

  • দিঘা-নন্দকুমার 116 বি জাতীয় সড়ক মারিশদা থানা এলাকার দইসাই বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বনধ সমর্থনকারীরা । সরকারি বাসের পরিষেবা স্বাভাবিক রয়েছে । কোনও জায়গায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে , তার জন্য মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে ।
  • বনধের আংশিক প্রভাব পড়েছে জঙ্গলমহলে । মেদিনীপুর , ঝাড়গ্রামের কয়েকটি দোকানপাট বন্ধ ছাড়া প্রায় সবকিছুই স্বাভাবিক ছিল ।

10:19 December 08

Bharat Bandh
বাম সংগঠনের প্রতিনিধিদের বিক্ষোভ
  • বহরমপুরে দোকানপাট অধিকাংশই বন্ধ রয়েছে ।
  • মুর্শিদাবাদে বনধের মিশ্র প্রভাব পড়েছে । রাস্তায় সরকারি বাস নামতে দেখা গেছে । 34 নম্বর জাতীয় সড়কে পণ্য পরিবহন কার্যত স্বাভাবিক রয়েছে ।  এদিকে শিয়ালদা-লালগোলা শাখায় ট্রেন চলাচলও সকাল থেকে স্বাভাবিক রয়েছে ।

10:16 December 08

Bharat Bandh
পুরুলিয়ায় বনধের মিশ্র প্রভাব।
  • আজ সকালে এয়ারপোর্ট এক নম্বর গেট অবরোধ করে বামপন্থী কর্মীরা ।
  • ভারত বনধের সমর্থনে ভিআইপি রোড এবং যশোর রোডের সংযোগস্থল এয়ারপোর্ট এক নম্বর গেট অবরোধ করে সিপিএম , সিটু-সহ বিভিন্ন বামপন্থী সংগঠনের কর্মীরা । প্রায় আধ ঘণ্টা পথ অবরোধ করেন তাঁরা ।
  • কৃষক বনধের সমর্থনে যাদবপুরে বামেদের মিছিলে হাঁটলেন বামপন্থী দলনেতা সুজন চক্রবর্তী ।

10:02 December 08

Bharat Bandh
পূর্ব মেদিনীপুরে পথ অবরোধ বনধ সমর্থনকারীদের
  • বনধের সমর্থনে ডোমজুড়ে রেল অবরোধ বাম কর্মীদের ।
  • শানপুরে আটকানো হয়েছে লরি ।

09:19 December 08

Bharat Bandh
উত্তর 24 পরগনায় পথ অবরোধ
  • পুরুলিয়ায় বনধের মিশ্র প্রভাব । বেসরকারি বাসের দেখা মেলেনি ।
  • দুর্গাপুর শিল্পাঞ্চলে অধিকাংশ দোকান বন্ধ ।
  • উত্তর দিনাজপুর জেলায় বনধের মিশ্র প্রভাব । বিক্ষিপ্ত বিক্ষোভ অবরোধ ।
  • আসানসোলে সরকারি ও বেসরকারি বাস বন্ধ করে রাস্তায় আন্দোলনকারীরা ।

09:09 December 08

হুগলির পাণ্ডুয়ায় বিক্ষোভ বনধ সমর্থকদের
  • শিয়ালদা-বনগাঁ শাখায় মধ্যমগ্রামে রেল অবরোধ ।
  • রিষড়ার ওয়েলিংটন জুটমিলের সামনে বিক্ষোভ ।
  • হাওড়া-ব্যান্ডেল শাখা রিষড়া স্টেশনে রেল অবরোধ ।

11:18 December 08

কলকাতা , 8 ডিসেম্বর : কৃষক সংগঠনের ডাকা ভারত বনধের মিশ্র প্রভাব পশ্চিমবঙ্গে । যাদবপুর, ধর্মতলা , হাওড়া থেকে শুরু করে রাজ্যের নানা প্রান্তে বনধের প্রভাব চোখে পড়েছে । যাদবপুর 8 বি স্ট্যান্ডের পাশাপাশি রেল অবরোধ করেন বনধ সমর্থকরা । রেল অবরোধ হয় কাঁচড়াপাড়া , বালুরঘাট , হাওড়া , উলুবেড়িয়া-সহ একাধিক জায়গায় । বাম সংগঠনের প্রতিনিধিরা সকাল থেকেই রাস্তায় নেমে পতাকা হাতে অবরোধ করেন ।

বনধের মিশ্র প্রভাব হাওড়ায়
  • নদিয়ার কৃষ্ণনগর স্টেশনের কাছে যানবাহন আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে দেখা গেল সিপিআইএম কর্মী-সমর্থকদের । এছাড়াও রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা ।
  • দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে নয় নম্বর রাজ্য সড়ক অবরোধ করল বামপন্থী সংগঠনগুলি । রাস্তায় টায়ার  জ্বালিয়ে এবং প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা ।

10:25 December 08

  • দিঘা-নন্দকুমার 116 বি জাতীয় সড়ক মারিশদা থানা এলাকার দইসাই বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বনধ সমর্থনকারীরা । সরকারি বাসের পরিষেবা স্বাভাবিক রয়েছে । কোনও জায়গায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে , তার জন্য মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে ।
  • বনধের আংশিক প্রভাব পড়েছে জঙ্গলমহলে । মেদিনীপুর , ঝাড়গ্রামের কয়েকটি দোকানপাট বন্ধ ছাড়া প্রায় সবকিছুই স্বাভাবিক ছিল ।

10:19 December 08

Bharat Bandh
বাম সংগঠনের প্রতিনিধিদের বিক্ষোভ
  • বহরমপুরে দোকানপাট অধিকাংশই বন্ধ রয়েছে ।
  • মুর্শিদাবাদে বনধের মিশ্র প্রভাব পড়েছে । রাস্তায় সরকারি বাস নামতে দেখা গেছে । 34 নম্বর জাতীয় সড়কে পণ্য পরিবহন কার্যত স্বাভাবিক রয়েছে ।  এদিকে শিয়ালদা-লালগোলা শাখায় ট্রেন চলাচলও সকাল থেকে স্বাভাবিক রয়েছে ।

10:16 December 08

Bharat Bandh
পুরুলিয়ায় বনধের মিশ্র প্রভাব।
  • আজ সকালে এয়ারপোর্ট এক নম্বর গেট অবরোধ করে বামপন্থী কর্মীরা ।
  • ভারত বনধের সমর্থনে ভিআইপি রোড এবং যশোর রোডের সংযোগস্থল এয়ারপোর্ট এক নম্বর গেট অবরোধ করে সিপিএম , সিটু-সহ বিভিন্ন বামপন্থী সংগঠনের কর্মীরা । প্রায় আধ ঘণ্টা পথ অবরোধ করেন তাঁরা ।
  • কৃষক বনধের সমর্থনে যাদবপুরে বামেদের মিছিলে হাঁটলেন বামপন্থী দলনেতা সুজন চক্রবর্তী ।

10:02 December 08

Bharat Bandh
পূর্ব মেদিনীপুরে পথ অবরোধ বনধ সমর্থনকারীদের
  • বনধের সমর্থনে ডোমজুড়ে রেল অবরোধ বাম কর্মীদের ।
  • শানপুরে আটকানো হয়েছে লরি ।

09:19 December 08

Bharat Bandh
উত্তর 24 পরগনায় পথ অবরোধ
  • পুরুলিয়ায় বনধের মিশ্র প্রভাব । বেসরকারি বাসের দেখা মেলেনি ।
  • দুর্গাপুর শিল্পাঞ্চলে অধিকাংশ দোকান বন্ধ ।
  • উত্তর দিনাজপুর জেলায় বনধের মিশ্র প্রভাব । বিক্ষিপ্ত বিক্ষোভ অবরোধ ।
  • আসানসোলে সরকারি ও বেসরকারি বাস বন্ধ করে রাস্তায় আন্দোলনকারীরা ।

09:09 December 08

হুগলির পাণ্ডুয়ায় বিক্ষোভ বনধ সমর্থকদের
  • শিয়ালদা-বনগাঁ শাখায় মধ্যমগ্রামে রেল অবরোধ ।
  • রিষড়ার ওয়েলিংটন জুটমিলের সামনে বিক্ষোভ ।
  • হাওড়া-ব্যান্ডেল শাখা রিষড়া স্টেশনে রেল অবরোধ ।
Last Updated : Dec 8, 2020, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.