ETV Bharat / state

School Student Mystery Death: ছাত্রের ময়নাতদন্তের রিপোর্ট পেল লালবাজার, স্থানীয়দের বিক্ষোভে উত্তাল রাতের কসবা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 7:47 AM IST

Updated : Sep 6, 2023, 8:04 AM IST

কসবার রথতলায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রের রহস্য মৃত্যুতে বিক্ষোভ দেখাল পরিবার ও এলাকাবাসী ৷ অন্যদিকে, এই ঘটনায় লালবাজারের হাতে এল মৃতদেহের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট ৷ আত্মহত্যার দাবি মানতে নারাজ পরিবার ৷

ETV Bharat
ছাত্র মৃত্যুতে কসবায় বিক্ষোভ

কলকাতা, 6 সেপ্টেম্বর: পড়ুয়ার মৃত্যুতে উত্তাল কসবা ৷ কসবার একটি স্কুলে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হয় সোমবার ৷ পুলিশের প্রাথমিক অনুমান, কোনও উঁচু জায়গা থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার ৷ এদিকে তার পরিবার থেকে শুরু করে স্থানীয়দের একটি বড় অংশের অনুমান, ছাত্রের মৃত্যুর নেপথ্যে রহস্য আছে। তাঁদের অভিযোগ, ছাত্রকে খুন করেছেন স্কুলের কয়েকজন শিক্ষক-শিক্ষিকা। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার না করায় মঙ্গলবার বেশি রাতে কসবা এলাকায় বিক্ষোভ দেখালেন মৃত পড়ুয়ার পরিবারের সদস্যরা। এই বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসীও ৷ উন্মত্ত জনতাকে সামলাতে হিমশিম খেয়ে যায় পুলিশ ৷ পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘক্ষণ লেগে গেল। অন্যদিকে,ছাত্র-মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট পেল লালবাজার।

মঙ্গলবার রাতের বিক্ষোভের জেরে রাসবিহারী অ্যাভিনিউ থেকে গড়িয়া এবং গড়িয়াহাট থেকে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যান চলাচল ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায় ৷ বিক্ষুব্ধ জনতা রাস্তায় বসে পড়ে ৷ বিক্ষোভে অংশ নেওয়া মহিলাদের কেউ কেউ পুলিশকে সরিয়ে দিয়ে কসবা থানার ভিতরেও ঢুকে পড়েন। পরিস্থিতি সামাল দিতে আসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ তাঁরাও বিক্ষোভের মুখে পড়েন ৷ স্থানীয়দের প্রশ্ন, পড়ুয়ার মৃত্যুর পর এতটা সময় পেরিয়ে গিয়েছে। তবু পুলিশ কেন অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের পুলিশ গ্রেফতার করল না ?

এদিকে, লালবাজার সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, মৃত পড়ুয়ার দেহের ডান দিকের হাড় ভেঙেছে ৷ গত সোমবার বিকালে ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ ওই ছাত্রের বাবার অভিযোগ, স্কুলের শিক্ষিকা ও কয়েকজন শিক্ষক মিলে ছেলেকে খুন করেছেন ৷ ঘটনার দিন স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল ৷ তবে দশম শ্রেণির পড়ুয়া সেটি জমা দেয়নি ৷ বাবার অভিযোগ, পড়ুয়াকে স্কুলের পাঁচতলায় ছাদে নিয়ে যাওয়া হয়েছিল ৷ সঙ্গে এক সহপাঠীও ছিল ৷ ওই সহপাঠীকে নীচে চলে যেতে বলেন অভিযুক্ত শিক্ষিকা ৷ তারপরই এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: কসবায় দশম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু! কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ

স্কুল কর্তৃপক্ষের ছাত্রের বাবাকে ফোন করে জানায়, সিঁড়ি থেকে পড়ে গিয়ে তাঁর ছেলের মৃত্যু হয়েছে ৷ কর্তৃপক্ষের আরও দাবি, ছেলেটি আত্মহত্যা করেছে ৷ তবে পরিবারের সদস্যরা তা মানতে চাননি ৷ সোমবার রাতেই পড়ুয়ার পরিবার স্থানীয় কসবা থানায় স্কুলের কয়েকজন শিক্ষিকার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেন ৷ এরপর মঙ্গলবার রাতের দিকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এমতাবস্থায় পুলিশি তদন্ত কোন দিকে এগোয় সেটাই এখন দেখার।

কলকাতা, 6 সেপ্টেম্বর: পড়ুয়ার মৃত্যুতে উত্তাল কসবা ৷ কসবার একটি স্কুলে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হয় সোমবার ৷ পুলিশের প্রাথমিক অনুমান, কোনও উঁচু জায়গা থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার ৷ এদিকে তার পরিবার থেকে শুরু করে স্থানীয়দের একটি বড় অংশের অনুমান, ছাত্রের মৃত্যুর নেপথ্যে রহস্য আছে। তাঁদের অভিযোগ, ছাত্রকে খুন করেছেন স্কুলের কয়েকজন শিক্ষক-শিক্ষিকা। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার না করায় মঙ্গলবার বেশি রাতে কসবা এলাকায় বিক্ষোভ দেখালেন মৃত পড়ুয়ার পরিবারের সদস্যরা। এই বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসীও ৷ উন্মত্ত জনতাকে সামলাতে হিমশিম খেয়ে যায় পুলিশ ৷ পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘক্ষণ লেগে গেল। অন্যদিকে,ছাত্র-মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট পেল লালবাজার।

মঙ্গলবার রাতের বিক্ষোভের জেরে রাসবিহারী অ্যাভিনিউ থেকে গড়িয়া এবং গড়িয়াহাট থেকে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যান চলাচল ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায় ৷ বিক্ষুব্ধ জনতা রাস্তায় বসে পড়ে ৷ বিক্ষোভে অংশ নেওয়া মহিলাদের কেউ কেউ পুলিশকে সরিয়ে দিয়ে কসবা থানার ভিতরেও ঢুকে পড়েন। পরিস্থিতি সামাল দিতে আসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ তাঁরাও বিক্ষোভের মুখে পড়েন ৷ স্থানীয়দের প্রশ্ন, পড়ুয়ার মৃত্যুর পর এতটা সময় পেরিয়ে গিয়েছে। তবু পুলিশ কেন অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের পুলিশ গ্রেফতার করল না ?

এদিকে, লালবাজার সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, মৃত পড়ুয়ার দেহের ডান দিকের হাড় ভেঙেছে ৷ গত সোমবার বিকালে ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ ওই ছাত্রের বাবার অভিযোগ, স্কুলের শিক্ষিকা ও কয়েকজন শিক্ষক মিলে ছেলেকে খুন করেছেন ৷ ঘটনার দিন স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল ৷ তবে দশম শ্রেণির পড়ুয়া সেটি জমা দেয়নি ৷ বাবার অভিযোগ, পড়ুয়াকে স্কুলের পাঁচতলায় ছাদে নিয়ে যাওয়া হয়েছিল ৷ সঙ্গে এক সহপাঠীও ছিল ৷ ওই সহপাঠীকে নীচে চলে যেতে বলেন অভিযুক্ত শিক্ষিকা ৷ তারপরই এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: কসবায় দশম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু! কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ

স্কুল কর্তৃপক্ষের ছাত্রের বাবাকে ফোন করে জানায়, সিঁড়ি থেকে পড়ে গিয়ে তাঁর ছেলের মৃত্যু হয়েছে ৷ কর্তৃপক্ষের আরও দাবি, ছেলেটি আত্মহত্যা করেছে ৷ তবে পরিবারের সদস্যরা তা মানতে চাননি ৷ সোমবার রাতেই পড়ুয়ার পরিবার স্থানীয় কসবা থানায় স্কুলের কয়েকজন শিক্ষিকার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেন ৷ এরপর মঙ্গলবার রাতের দিকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এমতাবস্থায় পুলিশি তদন্ত কোন দিকে এগোয় সেটাই এখন দেখার।

Last Updated : Sep 6, 2023, 8:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.