কলকাতা, 18 অক্টোবর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন জিয়াগঞ্জের নিহত বন্ধুপ্রকাশ পাল ও তাঁর স্ত্রী বিউটি পালের পরিবারের সদস্যরা ৷ আজ বিকেলে নবান্নে পৌঁছেছেন তাঁরা ৷ এর আগে ভবানী ভবনে CID আধিকারিকদের সঙ্গেও দেখা করেন তাঁরা ৷
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সন্তুষ্টি প্রকাশ করলেন তাঁরা । বন্ধুপ্রকাশ পালের মামাতো ভাই রাজেশ ঘোষ জানান, পুলিশের ভূমিকায় তারা অত্যন্ত খুশি । ঘটনার সঙ্গে রাজনীতির কোনও প্রকার সম্পর্ক নেই ।
আজ প্রথমে ভবানী ভবনে যান জিয়াগঞ্জের নিহতদের পরিবারের সদস্যরা । সেখানে CID আধিকারিকদের সঙ্গে দেখা করেন । এরপরে নিহত শিক্ষকের পরিবারের কয়েকজন সদস্য নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন । পুলিশি নিরাপত্তায় তাঁরা মুখ্যমন্ত্রীর ঘরে যান ।
নবান্ন ছাড়ার সময় রাজেশ ঘোষ বলেন, "ঘটনা ঘটার পর থেকেই প্রত্যেকটি মুহূর্তে পুলিশ পরিবারের সকলের সঙ্গে যোগাযোগ রেখেছে । মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে আসিনি । মুখ্যমন্ত্রী আমদের ডেকে পাঠিয়েছিলেন তাই আমরা এসেছি । আমরা রাজ্য সরকারের কাছ থেকে কোনওরকম ক্ষতিপূরণ দাবি করিনি । মুখ্যমন্ত্রী আমাদের সমবেদনা জানিয়েছেন । দোষীদের যথাযথ শাস্তি হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি । আমরা খুশি । এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷"