ETV Bharat / state

Fake Vaccination Case : আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবি বিমান বসুর

author img

By

Published : Jun 29, 2021, 10:59 PM IST

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সুর চড়ালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷

Biman Basu
Biman Basu

কলকাতা, 29 জুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার প্রতিক্রিয়া জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন বর্ষীয়ান সিপিএম নেতা ৷ পুরো বিষয়টি শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি ৷

করোনা টিকাকরণের ভুয়ো শিবির ঘিরে প্রতিদিনই নতুন তথ্য সামনে আসছে । অভিযুক্ত দেবাঞ্জন দেবকে জেরা করে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে । মুখ্যমন্ত্রী স্বয়ং এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন । দোষীদের রেয়াত না করার কথাও তার মুখে শোনা গিয়েছে । আর বিরোধীরা শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ৷ বাম যুব সংগঠন পথে নেমে আন্দোলন শুরু করেছে । সুজন চক্রবর্তীর মত সিনিয়র বাম নেতা শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ।

এবার বামফ্রন্ট চেয়ারম্যানও সমালোচনার সুর চড়ালেন । বামফ্রন্টের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । প্রবীণ বাম নেতা বলেছেন, "কসবা, সোনারপুর সহ বিভিন্ন এলাকায় টিকাকরণ শিবিরকে কেন্দ্র করে কেলেঙ্কারি সামনে এসেছে । একজন ব্যক্তি কলকাতা পৌরসভার লোগো সাইনবোর্ড ব্যবহার করল, নিজেকে আইএএস অফিসার বলে পরিচয় দিল অথচ পুলিশ তার কোনও খবরই জানত না । অথচ ওই ব্যক্তির নাম পুলিশের খাতায় ছিল । অথচ শাসকদলের মন্ত্রী, সাংসদ, পৌরসভার প্রশাসনিক কর্তাদের সঙ্গে অবাধ যাতায়াত ছিল ।"

আরও পড়ুন : Kasba Vaccination Controversy : সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা গ্রহণ হাইকোর্টের, কাল শুনানি

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রকৃত দোষী এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিমান বসু । ইতিমধ্যে শাসক দলের বহু প্রভাবশালী এবং উচ্চপদস্থ ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগের প্রাথমিক তথ্য সামনে এসেছে । আদালতে মামলা দায়ের হয়েছে । তাই বামফ্রন্টের দাবি, আদালতের তত্ত্বাবধানে উচ্চপর্যায়ে নিরপেক্ষ তদন্ত হোক ।

কলকাতা, 29 জুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার প্রতিক্রিয়া জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন বর্ষীয়ান সিপিএম নেতা ৷ পুরো বিষয়টি শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি ৷

করোনা টিকাকরণের ভুয়ো শিবির ঘিরে প্রতিদিনই নতুন তথ্য সামনে আসছে । অভিযুক্ত দেবাঞ্জন দেবকে জেরা করে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে । মুখ্যমন্ত্রী স্বয়ং এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন । দোষীদের রেয়াত না করার কথাও তার মুখে শোনা গিয়েছে । আর বিরোধীরা শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ৷ বাম যুব সংগঠন পথে নেমে আন্দোলন শুরু করেছে । সুজন চক্রবর্তীর মত সিনিয়র বাম নেতা শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ।

এবার বামফ্রন্ট চেয়ারম্যানও সমালোচনার সুর চড়ালেন । বামফ্রন্টের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । প্রবীণ বাম নেতা বলেছেন, "কসবা, সোনারপুর সহ বিভিন্ন এলাকায় টিকাকরণ শিবিরকে কেন্দ্র করে কেলেঙ্কারি সামনে এসেছে । একজন ব্যক্তি কলকাতা পৌরসভার লোগো সাইনবোর্ড ব্যবহার করল, নিজেকে আইএএস অফিসার বলে পরিচয় দিল অথচ পুলিশ তার কোনও খবরই জানত না । অথচ ওই ব্যক্তির নাম পুলিশের খাতায় ছিল । অথচ শাসকদলের মন্ত্রী, সাংসদ, পৌরসভার প্রশাসনিক কর্তাদের সঙ্গে অবাধ যাতায়াত ছিল ।"

আরও পড়ুন : Kasba Vaccination Controversy : সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা গ্রহণ হাইকোর্টের, কাল শুনানি

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রকৃত দোষী এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিমান বসু । ইতিমধ্যে শাসক দলের বহু প্রভাবশালী এবং উচ্চপদস্থ ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগের প্রাথমিক তথ্য সামনে এসেছে । আদালতে মামলা দায়ের হয়েছে । তাই বামফ্রন্টের দাবি, আদালতের তত্ত্বাবধানে উচ্চপর্যায়ে নিরপেক্ষ তদন্ত হোক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.