কলকাতা, 9 নভেম্বর: খাস কলকাতায় উদ্ধার প্রায় 12 লক্ষ টাকার জাল নোট। সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃতের নাম আফজল শেখ। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগরে। কলকাতার নারকেলডাঙা থানা এলাকা থেকে তাকে গতকাল রাতে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ গোপন সূত্রের খবর পেয়ে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তার কাছ থেকে 500 টাকার মোট দুই হাজার 400 টি আধুনিক নোট উদ্ধার করা হয়েছে। পরে সেগুলি পরীক্ষার মাধ্যমে জানা যায় প্রত্যেকটিই নকল। জাল নোট নিয়ে এই ব্যক্তি মালদা থেকে কী কারণে কলকাতায় এসেছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷
পাশাপাশি কলকাতা পুলিশের স্পেশাল ট্রাস্ক ফোর্স-এর আধিকারিকদের প্রাথমিক অনুমান, আফজল শেখ আন্তর্জাতিক জাল নোট পাচারকারী দলের সঙ্গে যুক্ত রয়েছে। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা প্রতিনিয়ত কলকাতা পুলিশ, পার্শ্ববর্তী জেলা এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করি। এছাড়াও একাধিক সোর্স মারফৎ আমাদের কাছে আগাম খবর থাকে যে কোনও ব্যক্তি জাল নোট নিয়ে কোন জায়গায় কী করতে যাচ্ছে।"
ওই আধিকারিকের দাবি, "সেই মতো আফজলের গতিবিধির আগাম খবর ছিল পুলিশের কাছে। ঠিক সেই মতোই জাল বিছানো হয়েছিল।" জানা গিয়েছে, মূলত গোয়েন্দারা আফজলের কাছ থেকে জানতে চাইছে, সে ওই বিপুল পরিমাণের জাল নোট কোথা থেকে পেয়েছে ? এর পাশাপাশি, ওই টাকা নিয়ে কী উদ্দেশে মালদা থেকে কলকাতায় সে এসেছিল, তার সঙ্গে আর কারা কারা এই চক্রে যুক্ত রয়েছে, তাও জানতে চায় গোয়েন্দারা ৷
আরও পড়ুন: আপাতত কমান্ডেই হবে জ্যোতিপ্রিয়র চিকিৎসা, বিকল্প হাসপাতাল খুঁজতে ইডি-কে নির্দেশ হাইকোর্টের
তবে 12 লক্ষ টাকার জাল নোট উদ্ধার কলকাতা শহরে এই প্রথম নয়। এর আগে কলকাতার স্ট্রেন রোড, ব্রেবোর্ন রোড এবং ধর্মতলা, বাবুঘাট চত্বর থেকে একাধিক ব্যক্তিকে একাধিক সময় কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্স-এর গোয়েন্দারা জাল নোট সহ গ্রেফতার করেছে ৷