কলকাতা, 25 জুন : করোনার ভুয়ো টিকাকরণ কাণ্ডে এবার তালতলার রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচ থেকে সরিয়ে দেওয়া হল নামের ফলক ৷ 26 ফেব্রুয়ারি তালতলার একটি লাইব্রেরিতে ভুয়ো আইএএস ও কলকাতা পৌরনিগমের যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশিস কুমার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে দেবাঞ্জন দেব নিজের নামের একটি ফলক বসায় ।
কসবায় ভুয়ো টিকাকরণ কাণ্ডের পর বিষয়টি নজরে আসে । সেই নিয়ে শুরু হয় নতুন বিতর্ক । এরপর আজ কলকাতা পৌরনিগম রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসানো ফলকটি ভেঙে ফেলে ।
এলাকার স্থানীয় কাউন্সিলর তথা কো-অর্ডিনেটর ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘটনাটি আগে নজরে আসেনি । ঘটনাটা নজরে আসার পরেই কলকাতা পৌরনিগম সিদ্ধান্ত নেয় ফলকটি ভেঙে ফেলা হবে । যেদিন এই ফলকটি বসানো হয়েছিল, সেদিন ফলকে যাঁদের নাম আছে তাঁরা কেউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ।
আরও পড়ুন : Fake IAS : একাধিক মহিলা সাগরেদ থাকার অনুমান, কত বড় চক্র ছিল দেবাঞ্জনের ?
কাউন্সিলর জানিয়েছেন, তিনি নিজেও সেদিন এই অনুষ্ঠানে ছিলেন না । তাই এই ফলক বসানোর বিষয়ে তিনি কিছু জানতেন না । শহরে বিভিন্ন জায়গায় অনেকেই বিভিন্ন রকম মূর্তি তৈরি করে বসায় । তার নিচে বসানো হয় বিভিন্ন ফলক । প্রত্যেকটি ফলক নজরে রাখা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি ।
তবে এই নিয়ে শাসকদলকে আক্রমণ করেছে বিজেপি ৷ রাজ্যে বিজেপির মিডিয়া সেলের প্রধান সপ্তর্ষি চৌধুরী অভিযোগ করেন, এই ফলক ভাঙার অর্থ তথ্য প্রমাণ লোপাট করা ৷
-
ভেঙে ফেলা হলো তালতলায় রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচনের ফলক।
— Saptarshi Chowdhury (@saptarshiOFC) June 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
স্থানীয় সাংসদ, বিধায়ক, মন্ত্রী, মেয়র জনাব ফিরাদ হাকিম সাহেবদের সাথে উজ্জ্বল উপস্থিতি ছিল ভ্যাকসিন কেলেঙ্কারির নায়কের।
এই ফলক ভাঙার অর্থ তথ্য প্রমাণ লোপাট করা।ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসছে??@AITCofficial pic.twitter.com/Zm3ZNhDk2g
">ভেঙে ফেলা হলো তালতলায় রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচনের ফলক।
— Saptarshi Chowdhury (@saptarshiOFC) June 25, 2021
স্থানীয় সাংসদ, বিধায়ক, মন্ত্রী, মেয়র জনাব ফিরাদ হাকিম সাহেবদের সাথে উজ্জ্বল উপস্থিতি ছিল ভ্যাকসিন কেলেঙ্কারির নায়কের।
এই ফলক ভাঙার অর্থ তথ্য প্রমাণ লোপাট করা।ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসছে??@AITCofficial pic.twitter.com/Zm3ZNhDk2gভেঙে ফেলা হলো তালতলায় রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচনের ফলক।
— Saptarshi Chowdhury (@saptarshiOFC) June 25, 2021
স্থানীয় সাংসদ, বিধায়ক, মন্ত্রী, মেয়র জনাব ফিরাদ হাকিম সাহেবদের সাথে উজ্জ্বল উপস্থিতি ছিল ভ্যাকসিন কেলেঙ্কারির নায়কের।
এই ফলক ভাঙার অর্থ তথ্য প্রমাণ লোপাট করা।ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসছে??@AITCofficial pic.twitter.com/Zm3ZNhDk2g