ETV Bharat / state

ব্যাঙ্কে 7 হাজার টাকা, সেকেন্ড ডিভিশনের ক্লাব কেনার স্বপ্ন দেখত দেবাঞ্জন

author img

By

Published : Jun 25, 2021, 11:05 PM IST

পৌরনিগমের ঠিকাদারদের সঙ্গে আলাপ জমাতে শুরু করে দেবাঞ্জন । ঠিকাদারদের বলত, তাঁরা যেন সমস্ত কাজ দেবাঞ্জনের মারফত করে । তাতে সে ঠিকাদারদের কমিশন দেবে ।

দেবাঞ্জন দেব
দেবাঞ্জন দেব

কলকাতা, 25 জুন : ব্যাঙ্কের ব্যক্তিগত অ্যাকাউন্টে পড়ে রয়েছে 7 হাজার টাকা। আর চিন্তা ভাবনা ছিল একেবারে আকাশছোঁয়া । ইচ্ছা ছিল একাধিক কম্পানি গঠন করা এবং সেকেন্ড ডিভিশন খেলে এমন কোনও ক্লাবকে কিনে নেওয়া । অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে 7 হাজার টাকা । এমনই কীর্তি ধৃত দেবাঞ্জন দেবের ৷ রাতভর পুলিশি জেরায় ইতিমধ্যেই এই কথাগুলি গোয়েন্দাদের জানিয়েছে সে ৷

পরিবারকে বলত, সে একাধিক সমাজ সংস্কারমূলক কাজে নিজেকে নিয়োজিত করেছে । বর্তমানে সে একজন আইএএস ৷ দক্ষ আমলা ৷ এদিকে দেবাঞ্জন যে গাড়িটি ব্যবহার করছিল, সেটি ভাড়া করা । এই সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত তদন্তের জন্য গাড়ির মালিককে জেরা করতে পারেন তদন্তকারীরা ।

দেবাঞ্জন দেব
দেবাঞ্জন দেবের ভুয়ো পরিচয়পত্র

মূলত দেবাঞ্জন নিজেকে অতিথিরূপে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সেবামূলক অনুষ্ঠানে দেখে খুবই খুশি হত । পরে ধীরে ধীরে পৌরনিগমের ঠিকাদারদের সঙ্গে আলাপ জমাতে শুরু করে দেবাঞ্জন । ঠিকাদারদের বলত, তাঁরা যেন সমস্ত কাজ দেবাঞ্জনের মারফত করে । তাতে সে ঠিকাদারদের কমিশন দেবে ।

দেবাঞ্জন দেব
এই গাড়িটিই ভাড়া নিয়ে ব্যবহার করত দেবাঞ্জন

আরও পড়ুন : Fake IAS : মুচিপাড়া থানায় দেবাঞ্জনের বিরুদ্ধে অভিযোগ আইএমএ-র রাজ্য শাখার

ইতিমধ্যেই বেহালার এক ব্যবসায়ীর থেকে 10 লাখ টাকা এবং ট্যাংরার এক ব্যবসায়ীর থেকে 90 লাখ টাকা আত্মসাৎ করে ফেলেছে দেবাঞ্জন ।

এদিকে লকডাউন চলাকালীন রাস্তার কুকুরদের দায়িত্ব নিয়ে দু'বেলা খেতে দিত দেবাঞ্জন । পুলিশকে এমনই জানিয়েছে সে ৷

দেবাঞ্জনের অফিস থেকে উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র । তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । তাছাড়াও দেবাঞ্জনের কম্পিউটার থেকে নকল স্টিকার বানানোর গ্রাফিক্স পেয়েছেন গোয়েন্দারা । শিয়ালদহের একটি ছাপাখানা থেকে সে ভ্যাকসিনের নকল স্টিকার ছাপাত । সেই ছাপাখানার মালিকের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা ।

কলকাতা, 25 জুন : ব্যাঙ্কের ব্যক্তিগত অ্যাকাউন্টে পড়ে রয়েছে 7 হাজার টাকা। আর চিন্তা ভাবনা ছিল একেবারে আকাশছোঁয়া । ইচ্ছা ছিল একাধিক কম্পানি গঠন করা এবং সেকেন্ড ডিভিশন খেলে এমন কোনও ক্লাবকে কিনে নেওয়া । অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে 7 হাজার টাকা । এমনই কীর্তি ধৃত দেবাঞ্জন দেবের ৷ রাতভর পুলিশি জেরায় ইতিমধ্যেই এই কথাগুলি গোয়েন্দাদের জানিয়েছে সে ৷

পরিবারকে বলত, সে একাধিক সমাজ সংস্কারমূলক কাজে নিজেকে নিয়োজিত করেছে । বর্তমানে সে একজন আইএএস ৷ দক্ষ আমলা ৷ এদিকে দেবাঞ্জন যে গাড়িটি ব্যবহার করছিল, সেটি ভাড়া করা । এই সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত তদন্তের জন্য গাড়ির মালিককে জেরা করতে পারেন তদন্তকারীরা ।

দেবাঞ্জন দেব
দেবাঞ্জন দেবের ভুয়ো পরিচয়পত্র

মূলত দেবাঞ্জন নিজেকে অতিথিরূপে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সেবামূলক অনুষ্ঠানে দেখে খুবই খুশি হত । পরে ধীরে ধীরে পৌরনিগমের ঠিকাদারদের সঙ্গে আলাপ জমাতে শুরু করে দেবাঞ্জন । ঠিকাদারদের বলত, তাঁরা যেন সমস্ত কাজ দেবাঞ্জনের মারফত করে । তাতে সে ঠিকাদারদের কমিশন দেবে ।

দেবাঞ্জন দেব
এই গাড়িটিই ভাড়া নিয়ে ব্যবহার করত দেবাঞ্জন

আরও পড়ুন : Fake IAS : মুচিপাড়া থানায় দেবাঞ্জনের বিরুদ্ধে অভিযোগ আইএমএ-র রাজ্য শাখার

ইতিমধ্যেই বেহালার এক ব্যবসায়ীর থেকে 10 লাখ টাকা এবং ট্যাংরার এক ব্যবসায়ীর থেকে 90 লাখ টাকা আত্মসাৎ করে ফেলেছে দেবাঞ্জন ।

এদিকে লকডাউন চলাকালীন রাস্তার কুকুরদের দায়িত্ব নিয়ে দু'বেলা খেতে দিত দেবাঞ্জন । পুলিশকে এমনই জানিয়েছে সে ৷

দেবাঞ্জনের অফিস থেকে উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র । তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । তাছাড়াও দেবাঞ্জনের কম্পিউটার থেকে নকল স্টিকার বানানোর গ্রাফিক্স পেয়েছেন গোয়েন্দারা । শিয়ালদহের একটি ছাপাখানা থেকে সে ভ্যাকসিনের নকল স্টিকার ছাপাত । সেই ছাপাখানার মালিকের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.