ETV Bharat / state

পশ্চিমবঙ্গে 1 লাখ কোরোনা আক্রান্তের গুজব সোশাল মিডিয়ায়, তদন্তে পুলিশ - Coronavirus

রাজ্যে অনেক গুজব উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ নবান্নের । ঠিক যেমনটা ওই চিকিৎসক এবং ব্যাঙ্ক অফিসারের কথোপকথন । অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে চিকিৎসক বলছেন, "এ রাজ্যে প্রায় এক লাখ লোক কোরোনা আক্রান্ত । সরকার সব তথ্য চেপে দেওয়ার চেষ্টা করছে ।" এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 20, 2020, 6:35 PM IST

কলকাতা, 20 এপ্রিল : ফোনে এক চিকিৎসক ও একজন ব্যাঙ্ক অফিসার কথা বলছেন ৷ বর্তমানে সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই কথোপকথন ৷ চিকিৎসককে বলতে শোনা যায়, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এক লাখ কোরোনা আক্রান্ত রয়েছে ৷ সরকার সব তথ্য গোপন করছে ৷ হোয়াটসঅ্যাপে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে অডিয়ো ক্লিপটি ৷ বিষয়টি নজরে এসেছে পুলিশের ৷ এই গুজব কে কী উদ্দেশ্যে ছড়িয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফেও জানানো হয়, ওই কথোপকথন সম্পূর্ণ মিথ্যে ৷

দিন কয়েক আগে হুগলির এক ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । এমন কী, রাজ্য BJP-র একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেটি শেয়ারও করা হয় । ভাইরাল এই ভিডিয়োটিতে দেখা যায়, এক ব্যক্তি লকডাউনে রেশন সামগ্রী পাচ্ছেন না বলে রীতিমতো কাঁপা গলায় অভিযোগ করছেন । ভিডিয়োটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজ্য প্রশাসনের অন্দরমহলে । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যে ব্যক্তি ওই অভিযোগ তুলেছেন, তিনি এক প্রাক্তন যাত্রাশিল্পী । বসিরহাটের বেগমপুরের বাসিন্দা মোবারক মণ্ডল । এখন আদতে তিনি ভ্যান চালান । ভ্যান চালিয়ে বাড়ি ফেরার সময় কয়েকজন যুবক তাঁকে এক বাগানের মধ্যে নিয়ে গিয়ে অভিনয় করতে বলে । তিনি সেটাই করেছিলেন । অন্তত পুলিশের কাছে মোবারক তেমনই দাবি করেছেন । মোবারকের এই অভিনয়ের ভিডিয়োই ছড়িয়ে দেওয়া হয় সোশাল মিডিয়ায় । ঘটনার জেরে মোবারককে গ্রেপ্তার করা হয়েছে । পাশাপাশি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কে ওই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে ।

রাজ্যে অনেক গুজব উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ নবান্নের । ঠিক যেমনটা ওই চিকিৎসক এবং ব্যাঙ্ক অফিসারের কথোপকথন । অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে চিকিৎসক বলছেন, "তুষারশৃঙ্গের চূড়াটা শুধুমাত্র দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে । এ রাজ্যে প্রায় এক লাখ লোক কোরোনা আক্রান্ত । সরকার সব তথ্য চেপে দেওয়ার চেষ্টা করছে ।" ওই অডিয়ো ক্লিপে চিকিৎসকের নানা আশঙ্কার কথাও শোনা যায় । বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই অডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় ।

19 এপ্রিল পর্যন্ত 198জন সক্রিয় কোরোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছে এ রাজ্যে । রাজ্য সরকার রোজ নিয়ম করে কোরোনা আক্রান্তের সংখ্যা জানাচ্ছে । স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফে রোজ নিয়ম করে বুলেটিন প্রকাশ করা হচ্ছে । রাজ্য সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে । তবে, ওই অডিয়ো ক্লিপ কে ছড়াল? তা নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম বিভাগকে । পুলিশ সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে ওই গলা আদৌ কোনও চিকিৎসকের কিনা । একইসঙ্গে পুলিশের অনুরোধ, "এই পরিস্থিতিতে গুজব ছড়াবেন না । নিজে নিশ্চিত না হয়ে কোনও বিষয় নিয়ে মেসেজ ফরওয়ার্ড করবেন না । এতে বিপদ ঘটতে পারে আপনারও ।"

কলকাতা, 20 এপ্রিল : ফোনে এক চিকিৎসক ও একজন ব্যাঙ্ক অফিসার কথা বলছেন ৷ বর্তমানে সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই কথোপকথন ৷ চিকিৎসককে বলতে শোনা যায়, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এক লাখ কোরোনা আক্রান্ত রয়েছে ৷ সরকার সব তথ্য গোপন করছে ৷ হোয়াটসঅ্যাপে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে অডিয়ো ক্লিপটি ৷ বিষয়টি নজরে এসেছে পুলিশের ৷ এই গুজব কে কী উদ্দেশ্যে ছড়িয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফেও জানানো হয়, ওই কথোপকথন সম্পূর্ণ মিথ্যে ৷

দিন কয়েক আগে হুগলির এক ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । এমন কী, রাজ্য BJP-র একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেটি শেয়ারও করা হয় । ভাইরাল এই ভিডিয়োটিতে দেখা যায়, এক ব্যক্তি লকডাউনে রেশন সামগ্রী পাচ্ছেন না বলে রীতিমতো কাঁপা গলায় অভিযোগ করছেন । ভিডিয়োটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজ্য প্রশাসনের অন্দরমহলে । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যে ব্যক্তি ওই অভিযোগ তুলেছেন, তিনি এক প্রাক্তন যাত্রাশিল্পী । বসিরহাটের বেগমপুরের বাসিন্দা মোবারক মণ্ডল । এখন আদতে তিনি ভ্যান চালান । ভ্যান চালিয়ে বাড়ি ফেরার সময় কয়েকজন যুবক তাঁকে এক বাগানের মধ্যে নিয়ে গিয়ে অভিনয় করতে বলে । তিনি সেটাই করেছিলেন । অন্তত পুলিশের কাছে মোবারক তেমনই দাবি করেছেন । মোবারকের এই অভিনয়ের ভিডিয়োই ছড়িয়ে দেওয়া হয় সোশাল মিডিয়ায় । ঘটনার জেরে মোবারককে গ্রেপ্তার করা হয়েছে । পাশাপাশি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কে ওই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে ।

রাজ্যে অনেক গুজব উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ নবান্নের । ঠিক যেমনটা ওই চিকিৎসক এবং ব্যাঙ্ক অফিসারের কথোপকথন । অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে চিকিৎসক বলছেন, "তুষারশৃঙ্গের চূড়াটা শুধুমাত্র দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে । এ রাজ্যে প্রায় এক লাখ লোক কোরোনা আক্রান্ত । সরকার সব তথ্য চেপে দেওয়ার চেষ্টা করছে ।" ওই অডিয়ো ক্লিপে চিকিৎসকের নানা আশঙ্কার কথাও শোনা যায় । বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই অডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় ।

19 এপ্রিল পর্যন্ত 198জন সক্রিয় কোরোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছে এ রাজ্যে । রাজ্য সরকার রোজ নিয়ম করে কোরোনা আক্রান্তের সংখ্যা জানাচ্ছে । স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফে রোজ নিয়ম করে বুলেটিন প্রকাশ করা হচ্ছে । রাজ্য সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে । তবে, ওই অডিয়ো ক্লিপ কে ছড়াল? তা নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম বিভাগকে । পুলিশ সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে ওই গলা আদৌ কোনও চিকিৎসকের কিনা । একইসঙ্গে পুলিশের অনুরোধ, "এই পরিস্থিতিতে গুজব ছড়াবেন না । নিজে নিশ্চিত না হয়ে কোনও বিষয় নিয়ে মেসেজ ফরওয়ার্ড করবেন না । এতে বিপদ ঘটতে পারে আপনারও ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.