ETV Bharat / state

TET Agitation: হয় নিয়োগ, নয় মৃত্যু ! প্রিজন ভ্যানের নিচে শুয়ে প্রতিবাদ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের - টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলন

চাকরিপ্রার্থীদের আন্দোলনে ফের অবরুদ্ধ তিলোত্তমার একাংশ(TET Agitation)৷ বুধবার টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েতে বন্ধ হয়ে এক্সাইড মোড় ৷ পুলিশ ও চাকরিপ্রার্থীদের খণ্ডযুদ্ধে উত্তেজনা ছড়ায় ৷

ETV Bharat
টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েতে অবরুদ্ধ রাস্তা
author img

By

Published : Nov 9, 2022, 4:07 PM IST

Updated : Nov 9, 2022, 5:59 PM IST

কলকাতা, 9 নভেম্বর: সকাল থেকেই 2014 টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে 'চোর পুলিশ' খেলা চলছিল । বুধবার শিয়ালদা স্টেশন-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কাউকে আটক করা হয় তো, কাউকে ধমক দিয়ে ফেরত পাঠানো হয় । তারপরও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি বানচাল করতে বাধ্য হয় কলকাতা পুলিশ । ধরপাকড়ের খবর পেয়ে বিক্ষোভ কর্মসূচির রুট ও জায়গা পরিবর্তন করেন চাকরিপ্রার্থীরা(Exide More Blocked by Agitation of TET Passed Candidates)।

এক্সাইড মোড়ে পুলিশ ও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে খণ্ডযুদ্ধ

50-60 শব্দের হোয়াটসঅ্যাপ বার্তায় সহ যোদ্ধাদের খবর পাঠানো হয়, "আজ আমাদের জমায়েত এক্সাইড মোড়ে হবে । আমরা সবাই 15 মিনিটের মধ্যে এক্সাইড মোড়ে পৌঁছে যাচ্ছি । কেউ যদি বাইরে থাকো গাড়ি ধরে বা মেট্রো ধরে কুইক রবীন্দ্র সদন বা এক্সাইড মোড়ে চলে এসো ।" এই বার্তার আধঘণ্টার মধ্যেই চাকরিপ্রার্থীদের ভিড়ে অবরুদ্ধ হয়ে যায় রবীন্দ্র সদন এক্সাইড মোড় । কয়েকশো চাকরিপ্রার্থী রাস্তায় বসে দ্রুত নিয়োগের দাবিতে স্লোগান দিতে থাকেন ।

কলকাতা পুলিশের বিশেষ বাহিনী জোরপূর্বক চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তুলতে থাকে । তা দেখে সহযোদ্ধারা অনেকেই প্রিজন ভ্যানের নিচে ও সামনে শুয়ে পড়েন। টেনে হিঁচড়ে তাঁদেরকে বের করার চেষ্টা করে কলকাতা পুলিশ। পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের এই খণ্ডযুদ্ধে দু'জন বিক্ষোভকারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রক্তাক্ত হওয়ার ছবিও ধরা পড়ে ।

আরও পড়ুন : গুরু নানকের জন্মদিনে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, ফের ধরনা মঞ্চে বসার নিষেধাজ্ঞা পুলিশের

কলকাতা, 9 নভেম্বর: সকাল থেকেই 2014 টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে 'চোর পুলিশ' খেলা চলছিল । বুধবার শিয়ালদা স্টেশন-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কাউকে আটক করা হয় তো, কাউকে ধমক দিয়ে ফেরত পাঠানো হয় । তারপরও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি বানচাল করতে বাধ্য হয় কলকাতা পুলিশ । ধরপাকড়ের খবর পেয়ে বিক্ষোভ কর্মসূচির রুট ও জায়গা পরিবর্তন করেন চাকরিপ্রার্থীরা(Exide More Blocked by Agitation of TET Passed Candidates)।

এক্সাইড মোড়ে পুলিশ ও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে খণ্ডযুদ্ধ

50-60 শব্দের হোয়াটসঅ্যাপ বার্তায় সহ যোদ্ধাদের খবর পাঠানো হয়, "আজ আমাদের জমায়েত এক্সাইড মোড়ে হবে । আমরা সবাই 15 মিনিটের মধ্যে এক্সাইড মোড়ে পৌঁছে যাচ্ছি । কেউ যদি বাইরে থাকো গাড়ি ধরে বা মেট্রো ধরে কুইক রবীন্দ্র সদন বা এক্সাইড মোড়ে চলে এসো ।" এই বার্তার আধঘণ্টার মধ্যেই চাকরিপ্রার্থীদের ভিড়ে অবরুদ্ধ হয়ে যায় রবীন্দ্র সদন এক্সাইড মোড় । কয়েকশো চাকরিপ্রার্থী রাস্তায় বসে দ্রুত নিয়োগের দাবিতে স্লোগান দিতে থাকেন ।

কলকাতা পুলিশের বিশেষ বাহিনী জোরপূর্বক চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তুলতে থাকে । তা দেখে সহযোদ্ধারা অনেকেই প্রিজন ভ্যানের নিচে ও সামনে শুয়ে পড়েন। টেনে হিঁচড়ে তাঁদেরকে বের করার চেষ্টা করে কলকাতা পুলিশ। পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের এই খণ্ডযুদ্ধে দু'জন বিক্ষোভকারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রক্তাক্ত হওয়ার ছবিও ধরা পড়ে ।

আরও পড়ুন : গুরু নানকের জন্মদিনে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, ফের ধরনা মঞ্চে বসার নিষেধাজ্ঞা পুলিশের

Last Updated : Nov 9, 2022, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.