ETV Bharat / state

Sadat Hossain Interview: ঢাকার পর প্রিয় শহর কলকাতা, বইমেলায় খোলামেলা আড্ডায় বাংলাদেশের সাহিত্যিক সাদাত হোসাইন

কলকাতা বইমেলায় এসে ইটিভি ভারতের সাংবাদিক সৌমিতা ভট্টাচার্যের সঙ্গে খোলামেলা আড্ডায় মাতলেন বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক সাদাত হোসাইন (Sadat Hossain Interview)৷ জানালেন কলকাতার প্রতি তাঁর ভালোবাসার কথা ৷

Sadat Hossain ETV Bharat
সাদাত হোসাইন
author img

By

Published : Feb 13, 2023, 12:55 PM IST

Updated : Feb 13, 2023, 2:07 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: "বাংলার আবার এপার ওপার কী ? বাংলা একটাই ৷" এই কথা আজ থেকে প্রায় বহু যুগ আগে বলেছিলেন কিংবদন্তি চিত্র পরিচালক ঋত্বিক ঘটক । সেই কথাই আরও একবার প্রমাণিত হল 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় । এ বছর থিম কান্ট্রি না হয়েও সবার উপরে যেন বাংলাদেশের স্টল । তাদের স্টল থেকে প্রায় 1 কোটি টাকার বই বিক্রি হয়েছে এ বছরের বইমেলায় । সর্বক্ষণ স্টলে পাঠকদের ভিড় ।

বইমেলায় (Kolkata Book Fair 2023) ঢুকেই সবার চোখ বাংলাদেশের দিকে । সেখান থেকে পছন্দের সাহিত্যিকের বই সংগ্রহ করে নিয়েছেন অনেকেই । অনেকেরই হাতে উঠেছে বাংলাদেশের জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের বই । নব্য প্রজন্মের এই সাহিত্যিকের কলম আজও বেঁধে রেখেছে দুই বাংলার মানুষকে । তাঁর প্রতি এপারের মানুষের ভালোবাসা চাক্ষুস করতে এ বারও বইমেলায় দেখা মিলল সাদাতের (Sadat Hossain Interview)৷ ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা গল্পে মাতলেন সাহিত্যিক ।

নিজেকে বারবার স্পন্টেনিয়াস লেখক বলে থাকেন সাদাত হোসাইন ৷ বলেন, যা জীবন দিয়ে শিখেছেন তা-ই চলে আসে কলমের আগায় ৷ সেই কারণেই তাঁর লেখা এত টানে পাঠকদের ৷ আরশিনগর, মানবজনম, আমার আর কোথাও যাওয়ার নেই, নির্বাসন - এমন বহু লেখা খুব অল্প সময়ের মধ্যেই তাঁকে জনপ্রিয় করে তুলেছে দুই বাংলার পাঠকের কাছে ৷ তবে এই মানুষটিই ছেলেবেলায় নিজের নাম সংবাদপত্রে তোলার স্বপ্ন দেখতেন ৷

Sadat Hossain ETV Bharat
ভক্তদের সই দিচ্ছেন সাদাত

তাঁর কথায়, "ছোট থেকে ইচ্ছা ছিল সংবাদপত্রে নাম তোলার । তবে ইচ্ছা থাকলেও উপায় কী ?" সংবাদপত্র জোগাড় করে সেখান থেকেই অক্ষর কেটে কেটে তিনি লিখেছিলেন সংবাদমাধ্যমের অক্ষরে 'সাদাত হোসাইন'। তারপর কবিতা-গল্প লিখে সেগুলো পড়িয়ে ছিলেন স্কুলের বন্ধুদের । সেই থেকে আজ, লেখার প্রতি ভালোবাসায় এখন তিনি জনপ্রিয়তার শিখরে । হাসিমুখে সকাল-বিকেল পাঠকদের আবদার মিটিয়ে যাচ্ছেন ।

আরও পড়ুন: সার্থক বাঙালির বই প্রেম, বইমেলায় 25 কোটির রেকর্ড বিক্রি

বছরে সাদাত একবারই আসেন কলকাতায় । তবে বইমেলা ছাড়া তাঁর কিছুই দেখা হয়নি । তাঁর কথায়, "বহু শহর ঘুরেছি ৷ তবে যদি ঢাকার পর যদি কোনও শহর ভালো লাগে তবে সেটা কলকাতা । 2017 সালে যখন আমি প্রথম এই শহরে আসি, তখন বেশ কিছু জায়গা ঘুরে দেখেছিলাম । তবে এখন বইমেলার কারণে একবারই আমার আসা হয় এখানে । কিন্ত দুর্ভাগ্যজনকভাবে কোথাও ঘোরা হয় না ।"

শুধু ওপার বাংলা নয়, এ পারেও এই তরুণ সাহিত্যিকের লেখার প্রেমে পড়েছেন বহু পাঠক । তাই বইমেলায় বাংলাদেশের এই খ্যাতনামা সাহিত্যিককে দেখতে পেয়েই মুঠোফোনে আবদ্ধ করে রেখেছেন অনেকে ৷ কেউ আবার পছন্দের বইয়ে করেছেন সই সংগ্রহ । তবে তাতে কোনও ক্লান্তি নেই সাদাতের ৷

সাহিত্যিকের ভাষায়, "একজন লেখকের কাছে তাঁর লেখা এতটাই ভালোবাসার জিনিস যে, কেউ যদি সেটা গ্রহণ করেন, তখন আর তাঁকে পরিশ্রম বলে মনে হয় না, বরং আনন্দ লাগে । আমি দেখছি এই শহরে বহু পাঠক দূর-দূরান্ত থেকে বইমেলায় এসে আমার বই সংগ্রহ করে গিয়েছেন । এমনকী সেটা পড়েও শেষ করে ফেলেছেন । আজ এসেছেন তার দ্বিতীয় খণ্ড নিতে । পাঠকরা আমায় ভালোবেসে বই কিনছেন । আমি না হয় ভালোবেসে হাসিমুখে একটা ছবিই তুললাম । ক্ষতি কী ?"

এ বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সাদাত হোসাইনের পুরোনোর পাশাপাশি নতুন দুটি বইও এসেছিল । একটি হল 'শঙ্খচূড়' ও দ্বিতীয়টি 'সে এসে বসুক পাশে'। তবে এই দুটোরই এমন চাহিদা যে, যোগান দিতে হিমশিম খাচ্ছেন প্রকাশকেরা । এমনকী শেষ শুনেও ফিরে যেতে হয়েছে বহু পাঠককে । পছন্দের লেখককে সামনে পেয়েও তাই সই করানো বাকিই থেকে গিয়েছে অনেকের । তবে লেখক জানান, "এই শহর আমায় ভালোবাসা দিয়েছে । সব কিছুকে উপেক্ষা করা যায় ভালোবাসা ছাড়া । তাই যতবার তাঁরা আমায় ডাকবেন আমি বারবার ডাকে সাড়া দেব ।"

কলকাতা, 13 ফেব্রুয়ারি: "বাংলার আবার এপার ওপার কী ? বাংলা একটাই ৷" এই কথা আজ থেকে প্রায় বহু যুগ আগে বলেছিলেন কিংবদন্তি চিত্র পরিচালক ঋত্বিক ঘটক । সেই কথাই আরও একবার প্রমাণিত হল 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় । এ বছর থিম কান্ট্রি না হয়েও সবার উপরে যেন বাংলাদেশের স্টল । তাদের স্টল থেকে প্রায় 1 কোটি টাকার বই বিক্রি হয়েছে এ বছরের বইমেলায় । সর্বক্ষণ স্টলে পাঠকদের ভিড় ।

বইমেলায় (Kolkata Book Fair 2023) ঢুকেই সবার চোখ বাংলাদেশের দিকে । সেখান থেকে পছন্দের সাহিত্যিকের বই সংগ্রহ করে নিয়েছেন অনেকেই । অনেকেরই হাতে উঠেছে বাংলাদেশের জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের বই । নব্য প্রজন্মের এই সাহিত্যিকের কলম আজও বেঁধে রেখেছে দুই বাংলার মানুষকে । তাঁর প্রতি এপারের মানুষের ভালোবাসা চাক্ষুস করতে এ বারও বইমেলায় দেখা মিলল সাদাতের (Sadat Hossain Interview)৷ ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা গল্পে মাতলেন সাহিত্যিক ।

নিজেকে বারবার স্পন্টেনিয়াস লেখক বলে থাকেন সাদাত হোসাইন ৷ বলেন, যা জীবন দিয়ে শিখেছেন তা-ই চলে আসে কলমের আগায় ৷ সেই কারণেই তাঁর লেখা এত টানে পাঠকদের ৷ আরশিনগর, মানবজনম, আমার আর কোথাও যাওয়ার নেই, নির্বাসন - এমন বহু লেখা খুব অল্প সময়ের মধ্যেই তাঁকে জনপ্রিয় করে তুলেছে দুই বাংলার পাঠকের কাছে ৷ তবে এই মানুষটিই ছেলেবেলায় নিজের নাম সংবাদপত্রে তোলার স্বপ্ন দেখতেন ৷

Sadat Hossain ETV Bharat
ভক্তদের সই দিচ্ছেন সাদাত

তাঁর কথায়, "ছোট থেকে ইচ্ছা ছিল সংবাদপত্রে নাম তোলার । তবে ইচ্ছা থাকলেও উপায় কী ?" সংবাদপত্র জোগাড় করে সেখান থেকেই অক্ষর কেটে কেটে তিনি লিখেছিলেন সংবাদমাধ্যমের অক্ষরে 'সাদাত হোসাইন'। তারপর কবিতা-গল্প লিখে সেগুলো পড়িয়ে ছিলেন স্কুলের বন্ধুদের । সেই থেকে আজ, লেখার প্রতি ভালোবাসায় এখন তিনি জনপ্রিয়তার শিখরে । হাসিমুখে সকাল-বিকেল পাঠকদের আবদার মিটিয়ে যাচ্ছেন ।

আরও পড়ুন: সার্থক বাঙালির বই প্রেম, বইমেলায় 25 কোটির রেকর্ড বিক্রি

বছরে সাদাত একবারই আসেন কলকাতায় । তবে বইমেলা ছাড়া তাঁর কিছুই দেখা হয়নি । তাঁর কথায়, "বহু শহর ঘুরেছি ৷ তবে যদি ঢাকার পর যদি কোনও শহর ভালো লাগে তবে সেটা কলকাতা । 2017 সালে যখন আমি প্রথম এই শহরে আসি, তখন বেশ কিছু জায়গা ঘুরে দেখেছিলাম । তবে এখন বইমেলার কারণে একবারই আমার আসা হয় এখানে । কিন্ত দুর্ভাগ্যজনকভাবে কোথাও ঘোরা হয় না ।"

শুধু ওপার বাংলা নয়, এ পারেও এই তরুণ সাহিত্যিকের লেখার প্রেমে পড়েছেন বহু পাঠক । তাই বইমেলায় বাংলাদেশের এই খ্যাতনামা সাহিত্যিককে দেখতে পেয়েই মুঠোফোনে আবদ্ধ করে রেখেছেন অনেকে ৷ কেউ আবার পছন্দের বইয়ে করেছেন সই সংগ্রহ । তবে তাতে কোনও ক্লান্তি নেই সাদাতের ৷

সাহিত্যিকের ভাষায়, "একজন লেখকের কাছে তাঁর লেখা এতটাই ভালোবাসার জিনিস যে, কেউ যদি সেটা গ্রহণ করেন, তখন আর তাঁকে পরিশ্রম বলে মনে হয় না, বরং আনন্দ লাগে । আমি দেখছি এই শহরে বহু পাঠক দূর-দূরান্ত থেকে বইমেলায় এসে আমার বই সংগ্রহ করে গিয়েছেন । এমনকী সেটা পড়েও শেষ করে ফেলেছেন । আজ এসেছেন তার দ্বিতীয় খণ্ড নিতে । পাঠকরা আমায় ভালোবেসে বই কিনছেন । আমি না হয় ভালোবেসে হাসিমুখে একটা ছবিই তুললাম । ক্ষতি কী ?"

এ বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সাদাত হোসাইনের পুরোনোর পাশাপাশি নতুন দুটি বইও এসেছিল । একটি হল 'শঙ্খচূড়' ও দ্বিতীয়টি 'সে এসে বসুক পাশে'। তবে এই দুটোরই এমন চাহিদা যে, যোগান দিতে হিমশিম খাচ্ছেন প্রকাশকেরা । এমনকী শেষ শুনেও ফিরে যেতে হয়েছে বহু পাঠককে । পছন্দের লেখককে সামনে পেয়েও তাই সই করানো বাকিই থেকে গিয়েছে অনেকের । তবে লেখক জানান, "এই শহর আমায় ভালোবাসা দিয়েছে । সব কিছুকে উপেক্ষা করা যায় ভালোবাসা ছাড়া । তাই যতবার তাঁরা আমায় ডাকবেন আমি বারবার ডাকে সাড়া দেব ।"

Last Updated : Feb 13, 2023, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.