ETV Bharat / state

11 অগাস্ট হচ্ছে না ICDS সুপারভাইজ়ার নিয়োগের প্রিলিমিনারি - কর্মক্ষেত্র

পূর্ব নির্ধারিত 11 অগাস্ট প্রিলিমিনারি পরীক্ষাটি হবে না । বদলে পরীক্ষা নেওয়া হবে 1 সেপ্টেম্বর, রবিবার ।

exam
author img

By

Published : Jun 14, 2019, 8:35 PM IST

Updated : Jun 14, 2019, 9:07 PM IST

ICDS সুপারভাইজ়ার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি আগেই প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । প্রকাশিত হয়েছিল পরীক্ষার সিলেবাস সহ খুঁটিনাটিও । তবে এবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়ে দিল পূর্ব নির্ধারিত 11 অগাস্ট প্রিলিমিনারি পরীক্ষাটি হবে না । বদলে পরীক্ষা নেওয়া হবে 1 সেপ্টেম্বর, রবিবার ।

ICDS সুপারভাইজ়ার হিসেবে শুধুমাত্র নিয়োগ করা হবে মহিলাদের । পরীক্ষাটি হবে তিনটি ধাপে । প্রিলিমিনারি, মেন এবং ভাইভা । তিনটি ধাপ মিলিয়ে পরীক্ষা মোট ৫৫০ নম্বরের । প্রিলিমিনারিটি হবে 100 নম্বরের । মেন পরীক্ষার পূর্ণমান 400 । ভাইভা হবে 50 নম্বরের । প্রিলিমিনারিতে প্রতি প্রশ্নের মান 1 । MCQ ধাঁচে থাকবে প্রশ্ন । পরীক্ষার সময় 1 ঘণ্টা । নেগেটিভ মার্কিং থাকবে । প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল চূড়ান্ত মেধাতালিকা তৈরির ক্ষেত্রে গণ্য হবে না । মেন পরীক্ষায় যাঁরা নির্বাচিত হবেন তাঁরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন ।

প্রিলিমিনারির সিলেবাস

ক. সাধারণ জ্ঞান
খ. অঙ্ক
গ. টেস্ট অফ রিজ়নিং (ভার্বাল ও নন-ভার্বাল)

Disclaimer : চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু না । প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।

ICDS সুপারভাইজ়ার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি আগেই প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । প্রকাশিত হয়েছিল পরীক্ষার সিলেবাস সহ খুঁটিনাটিও । তবে এবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়ে দিল পূর্ব নির্ধারিত 11 অগাস্ট প্রিলিমিনারি পরীক্ষাটি হবে না । বদলে পরীক্ষা নেওয়া হবে 1 সেপ্টেম্বর, রবিবার ।

ICDS সুপারভাইজ়ার হিসেবে শুধুমাত্র নিয়োগ করা হবে মহিলাদের । পরীক্ষাটি হবে তিনটি ধাপে । প্রিলিমিনারি, মেন এবং ভাইভা । তিনটি ধাপ মিলিয়ে পরীক্ষা মোট ৫৫০ নম্বরের । প্রিলিমিনারিটি হবে 100 নম্বরের । মেন পরীক্ষার পূর্ণমান 400 । ভাইভা হবে 50 নম্বরের । প্রিলিমিনারিতে প্রতি প্রশ্নের মান 1 । MCQ ধাঁচে থাকবে প্রশ্ন । পরীক্ষার সময় 1 ঘণ্টা । নেগেটিভ মার্কিং থাকবে । প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল চূড়ান্ত মেধাতালিকা তৈরির ক্ষেত্রে গণ্য হবে না । মেন পরীক্ষায় যাঁরা নির্বাচিত হবেন তাঁরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন ।

প্রিলিমিনারির সিলেবাস

ক. সাধারণ জ্ঞান
খ. অঙ্ক
গ. টেস্ট অফ রিজ়নিং (ভার্বাল ও নন-ভার্বাল)

Disclaimer : চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু না । প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।

Intro:ICDS সুপারভাইজ়ার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি আগেই প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রকাশিত হয়েছিল পরীক্ষার সিলেবাস সহ খুঁটিনাটিও। তবে এবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়ে দিল পূর্ব নির্ধারিত ১১ অগাস্ট প্রিলিমিনারি পরীক্ষাটি হবে না। বদলে পরীক্ষা নেওয়া হবে ১ সেপ্টেম্বর, রবিবার।Body:ICDS সুপারভাইজ়ার হিসেবে শুধুমাত্র নিয়োগ করা হবে মহিলাদের। পরীক্ষাটি হবে তিনটি ধাপে। প্রিলিমিনারি, মেন এবং ভাইভা। তিনটি ধাপ মিলিয়ে পরীক্ষা মোট ৫৫০ নম্বরের। প্রিলিমিনারিটি হবে ১০০ নম্বরের। মেন পরীক্ষার পূর্ণমান ৪০০। ভাইভা হবে ৫০ নম্বরের। প্রিলিমিনারিতে প্রতি প্রশ্নের মান ১। MCQ ধাঁচে থাকবে প্রশ্ন। পরীক্ষার সময় ১ ঘণ্টা। নেগেটিভ মার্কিং থাকবে। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল চূড়ান্ত মেধাতালিকা তৈরির ক্ষেত্রে গণ্য হবে না। মেন পরীক্ষায় যাঁরা নির্বাচিত হবেন তাঁরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন।

প্রিলিমিনারির সিলেবাস

ক. সাধারণ জ্ঞান
খ. অঙ্ক
গ. টেস্ট অফ রিজ়নিং (ভার্বাল ও নন-ভার্বাল)Conclusion:Disclaimer : চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ইটিভি ভারত বাংলা। এর বেশি কিছু না। প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।
Last Updated : Jun 14, 2019, 9:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.