কলকাতা, 3 জুলাই : BJP-তে যোগ দিলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়ক অনির্বাণ চট্টোপাধ্যায় । আজ BJP-র রাজ্য অফিসে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন মুকুল রায় । উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় ।
অনির্বাণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতা পৌরনিগমের 78 ও 82 নম্বর ওয়ার্ড থেকে 200 জন BJP-তে যোগ দিয়েছেন । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর মুকুল বলেন, "কলকাতা পৌরনিগমের দুটি ওয়ার্ড তৃণমূলের হাতে চলে আসবে । আজ বনগাঁ পৌরসভার 12 জন কাউন্সিলরকে নিয়ে আমরা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করব। আমরা রাজ্যপালের কাছে দাবি জানাব যে, আমাদের কাছে প্রয়োজনীয় সংখ্যক কাউন্সিলর থাকা সত্ত্বেও BDO ও SDO আমাদের বোর্ড গঠন করতে দিচ্ছে না । "
সাংবাদিক বৈঠকে IB-র একটি রিপোর্ট দেখিয়ে মুকুল রায় বলেন, "20 জন BJP-র শীর্ষ নেতার বিরুদ্ধে নতুন করে মামলা করতে চাইছে রাজ্য সরকার ।" তালিকায় মুকুল নিজে ছাড়াও কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ, রূপা গাঙ্গুলি, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, সায়ন্তন বসু সহ কয়েকজন রয়েছেন । মুকুলের আরও দাবি, ওই নেতাদের উপর কী কী মামলা রয়েছে এবং সেগুলির স্ট্যাটাস রিপোর্ট জানতে চেয়ে জেলার SP-দের কাছে রিপোর্ট চেয়েছে IB।
যদিও রিপোর্টটি BJP-র তরফ থেকে দেখানো হলেও ETV ভারত এর সত্যতা যাচাই করেনি ।