ETV Bharat / state

BJP-তে যোগ দিলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়ক

মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়ক অনির্বাণ চট্টোপাধ্যায় BJP-তে যোগ দিলেন । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন মুকুল রায় ।

অনির্বাণ চট্টোপাধ্যায়ের bjp-তে যোগ
author img

By

Published : Jul 3, 2019, 6:41 PM IST

Updated : Jul 3, 2019, 8:17 PM IST

কলকাতা, 3 জুলাই : BJP-তে যোগ দিলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়ক অনির্বাণ চট্টোপাধ্যায় । আজ BJP-র রাজ্য অফিসে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন মুকুল রায় । উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় ।

অনির্বাণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতা পৌরনিগমের 78 ও 82 নম্বর ওয়ার্ড থেকে 200 জন BJP-তে যোগ দিয়েছেন । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর মুকুল বলেন, "কলকাতা পৌরনিগমের দুটি ওয়ার্ড তৃণমূলের হাতে চলে আসবে । আজ বনগাঁ পৌরসভার 12 জন কাউন্সিলরকে নিয়ে আমরা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করব। আমরা রাজ্যপালের কাছে দাবি জানাব যে, আমাদের কাছে প্রয়োজনীয় সংখ্যক কাউন্সিলর থাকা সত্ত্বেও BDO ও SDO আমাদের বোর্ড গঠন করতে দিচ্ছে না । "

মুকুল রায় কী বললেন

সাংবাদিক বৈঠকে IB-র একটি রিপোর্ট দেখিয়ে মুকুল রায় বলেন, "20 জন BJP-র শীর্ষ নেতার বিরুদ্ধে নতুন করে মামলা করতে চাইছে রাজ্য সরকার ।" তালিকায় মুকুল নিজে ছাড়াও কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ, রূপা গাঙ্গুলি, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, সায়ন্তন বসু সহ কয়েকজন রয়েছেন । মুকুলের আরও দাবি, ওই নেতাদের উপর কী কী মামলা রয়েছে এবং সেগুলির স্ট্যাটাস রিপোর্ট জানতে চেয়ে জেলার SP-দের কাছে রিপোর্ট চেয়েছে IB।

যদিও রিপোর্টটি BJP-র তরফ থেকে দেখানো হলেও ETV ভারত এর সত্যতা যাচাই করেনি ।

কলকাতা, 3 জুলাই : BJP-তে যোগ দিলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়ক অনির্বাণ চট্টোপাধ্যায় । আজ BJP-র রাজ্য অফিসে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন মুকুল রায় । উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় ।

অনির্বাণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতা পৌরনিগমের 78 ও 82 নম্বর ওয়ার্ড থেকে 200 জন BJP-তে যোগ দিয়েছেন । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর মুকুল বলেন, "কলকাতা পৌরনিগমের দুটি ওয়ার্ড তৃণমূলের হাতে চলে আসবে । আজ বনগাঁ পৌরসভার 12 জন কাউন্সিলরকে নিয়ে আমরা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করব। আমরা রাজ্যপালের কাছে দাবি জানাব যে, আমাদের কাছে প্রয়োজনীয় সংখ্যক কাউন্সিলর থাকা সত্ত্বেও BDO ও SDO আমাদের বোর্ড গঠন করতে দিচ্ছে না । "

মুকুল রায় কী বললেন

সাংবাদিক বৈঠকে IB-র একটি রিপোর্ট দেখিয়ে মুকুল রায় বলেন, "20 জন BJP-র শীর্ষ নেতার বিরুদ্ধে নতুন করে মামলা করতে চাইছে রাজ্য সরকার ।" তালিকায় মুকুল নিজে ছাড়াও কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ, রূপা গাঙ্গুলি, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, সায়ন্তন বসু সহ কয়েকজন রয়েছেন । মুকুলের আরও দাবি, ওই নেতাদের উপর কী কী মামলা রয়েছে এবং সেগুলির স্ট্যাটাস রিপোর্ট জানতে চেয়ে জেলার SP-দের কাছে রিপোর্ট চেয়েছে IB।

যদিও রিপোর্টটি BJP-র তরফ থেকে দেখানো হলেও ETV ভারত এর সত্যতা যাচাই করেনি ।

Intro:

03-07-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের প্রাক্তণ আপ্ত সহায়ক অনির্বান চট্টোপাধ্যায় মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদিলেন। আজ রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক প্রাতাপ বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে তার হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়ক অনির্বান চট্টোপাধ্যায় এর নেতৃত্বে কলকাতা পুরসভার ৭৪ ও ৮২ নম্বর ওয়ার্ড থেকে ২০০ জন বিজেপিতে যোগ দিলেন মুকুল রায়ের উপস্থিতিতে।

আজ অনির্বাণ চট্টোপাধ্যায় কে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে দেওয়ার পর মুকুল রায় বলেন, " কলকাতা পুরসভার দুটি ওয়ার্ড তৃণমূলের হাতে চলে আসবে। আজ বনগা পুরসভার ১২ জন কাউন্সিরাদের নিয়ে আমরা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করবো। আজ ৫ টা ৩০ মিনিটে। আমরা রাজ্যপালের কাছে দাবী করবো। আমাদের কাছে প্রয়োজনীয় সংখ্যাধিক্য কাউন্সির থাকা সত্বেও BDO ও SDO আমাদের বোর্ড গঠন থেকে বিরত রাখছে।"

আজ সাংবাদিক বৈঠকে মুকুল রায় বলেন, শীর্ষ স্থানীয় ২০ জন বিজেপি নেতার বিরুদ্ধে নতুন করে মামলা দিতে চাইছে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে রাজ্য আইবি-র একটি রিপোর্ট দেখিয়ে এমনই অভিযোগ করলেন। ওই তালিকায় মুকুল ছাড়াও কৈলাশ, বাবুল, দিলীপ ঘোষ, রূপা, লকেট, অর্জুন, সায়ন্তন সহ অন্যান্যরা রয়েছেন বলে ওই চিঠি দেখিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মুকুল।
যদিও চিঠিটি বিজেপির তরফ থেকে দেখানো হয়েছে। সংবাদ মাধ্যম এর সত্যতা যাচাই করেনি। মুকুলের বক্তব্য, ওই নেতাদের উপর কি কি মামলা রয়েছে। কি অবস্থায় আছে। সেগুলো জানতে চেয়ে জেলার এসপি দের পাঠিয়েছে আইবি।



তৃণমূলের ২১ জুলাই এর পাল্টা সভা এবার বিজেপির। কলকাতাতেই সেই সভা হবে। তৃণমূলের ২১ জুলাই এর সভা নিয়ে মন্তব্য মুকুল রায় এর। বিজেপির সেই সভায় তৃণমূলের হামলায় দলের যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানানো হবে ও তাদের পরিবারকে সেই সভায় আনা হবে। তবে তৃণমূলের ২১ জুলাই এর পাল্টা বিজেপির সভা কলকাতায় কবে হবে সেই দিনটা ঠিক হয়নি। আগস্ট মাসেই সম্ভবত হতে পারে ২১ জুলাই এর পাল্টা সভা। সূত্রের খবর, কলকাতায় সেই সভায় অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থাকতে পারেন। মুকুল রায়ের দাবি, তৃণমূলের ২১ জুলাই এর পাল্টা বিজেপির সভায় তিনগুন বেশি জন সমাগম হবে।Body:কপিConclusion:
Last Updated : Jul 3, 2019, 8:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.