কলকাতা, 23 ডিসেম্বর : কোভিড-19-এ আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন সাংসদ সুচারুরঞ্জন হালদার । তিনি নাম করা একজন চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন । কল্যাণীর এক কোভিড হাসপাতালে এই চিকিৎসক-সাংসদের মৃত্যু হয় । বয়স হয়েছিল 80 বছর ।
2009 সালে নদিয়ার রানাঘাট থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন সুচারুরঞ্জন হালদার । এই চিকিৎসক-সাংসদ নদিয়ার কল্যাণীতে বসবাস করতেন । এ রাজ্যের চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (ডবলুবিডিএফ)-এর এক যুগ্ম সম্পাদক, চিকিৎসক রাজীব পান্ডে জানিয়েছেন, কোরোনায় আক্রান্ত হওয়ার কারণে গত সপ্তাহে কল্যাণীর একটি হাসপাতালে প্রথমে সুচারুরঞ্জন হালদারকে ভরতি করানো হয়েছিল । এর পরে তাঁকে কল্যাণীর এনএসএস টিবি হাসপাতালে ভরতি করা হয় । নদিয়ার এই হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে চিহ্নিত করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ।
আরও পড়ুন : বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, 24 ঘণ্টায় মৃত 333
গতকাল দুপুর দুটো নাগাদ তাঁর মৃত্যু হয় । ডবলুবিডিএফ-এর এই যুগ্ম সম্পাদক জানিয়েছেন, কোরোনায় আক্রান্ত হওয়ার পরে সাত দিন ধরে চিকিৎসার সুযোগ পেয়েছিলেন এই চর্মরোগ বিশেষজ্ঞ । কিন্তু শেষ পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল, যে এই চিকিৎসককে আর বাঁচানো সম্ভব হয়নি ।