ETV Bharat / state

Lover Stabbed Young Woman: তরুণীকে রাস্তায় ফেলে কোপাচ্ছে প্রেমিক ! ফিল্মি কায়দায় এসে উদ্ধার প্রাক্তন স্বামীর

Ex-Husband Saved Young Woman from Her Lover: তরুণীকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপ মারছেন তাঁর প্রেমিক ৷ দেখে ফিল্মি কায়দায় ছুটে এসে উদ্ধার করলেন প্রাক্তন স্বামী ৷ পুলিশের সহযোগিতায় তরুণী এখন হাসপাতালে ভরতি ৷ অভিযুক্ত প্রেমিক গ্রেফতার হয়েছে ৷ তাঁকে আদালতে পেশ করবে গল্ফগ্রিন থানার পুলিশ ৷

Lover Stabbed Young Woman in Kolkata
প্রেমিকের হাত থেকে তরুণীকে রক্ষা প্রাক্তন স্বামীর
author img

By

Published : Aug 12, 2023, 2:29 PM IST

কলকাতা, 12 অগস্ট: পাওয়ার ব্যাংক এবং টাকা চুরির অভিযোগে তরুণীকে রাস্তায় ফেলে কোপাচ্ছে তাঁর প্রেমিক ! এই দৃশ্য দেখে ছুটে এসে ফিল্মি কায়দায় তাঁকে বাঁচালেন তরুণীর প্রাক্তন স্বামী ৷ বর্তমানে তরুণী এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ৷ শনিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে গল্ফগ্রিন থানার অন্তর্গত রিজেন্ট কলোনিতে । অভিযুক্তকে গ্রেফতার করেছে গল্ফগ্রিন থানার পুলিশ ৷ অভিযুক্ত প্রেমিকের নাম অভিজিৎ সরকার । তাঁকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে । তবে সাতসকালে এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ।

জানা গিয়েছে, ওই তরুণী বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন ৷ প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর প্রেমিকের সঙ্গেই থাকতেন তিনি ৷ শনিবার সকালে গল্ফগ্রিন থানা এলাকার লর্ডসের মোড়ে ওই যুবতী কাজে যাচ্ছিলেন ৷ অভিযোগ, সেসময় তাঁর ওপর হামলা চালান প্রেমিক । প্রথমে এ দিন সকালে রাস্তায় আচমকাই ওই তরুণীর হাত ধরে টানতে থাকেন অভিযুক্ত । তারপরেই ওই তরুণীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন অভিজিৎ সরকার বলে অভিযোগ । সেসময় ঘটনাক্রমে ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন তরুণীর প্রাক্তন স্বামী । বিষয়টি চোখে পড়ে তাঁর ৷ চোখের সামনে প্রাক্তন স্ত্রীকে তাঁর প্রেমিক কোপাচ্ছে দেখে ছুটে আসেন তিনি ৷

আরও পড়ুন: হোটেলের ঘরে ছুরির আঘাতে তরুণীর মৃত্যু ! গ্রেফতার বন্ধু

এরপর রীতিমতো ফিল্মি কায়দায় ঘটনাস্থলে অভিযুক্তের হাত থেকে তরুণীকে বাঁচান তিনি ৷ অভিজিতকে ধরতে তাড়া করেন যুবক । কিন্তু ঘটনাস্থল থেকে কোনওক্রমে পালিয়ে যেতে সক্ষম হন অভিযুক্ত । এরপরেই খবর দেওয়া হয় গল্ফগ্রিন থানায় । পুলিশ এসে প্রাক্তন স্বামীর সহযোগিতায় রক্তাক্ত তরুণীকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে ভরতি করে । এই ঘটনায় ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে গল্ফগ্রিন থানার পুলিশ ।

কলকাতা, 12 অগস্ট: পাওয়ার ব্যাংক এবং টাকা চুরির অভিযোগে তরুণীকে রাস্তায় ফেলে কোপাচ্ছে তাঁর প্রেমিক ! এই দৃশ্য দেখে ছুটে এসে ফিল্মি কায়দায় তাঁকে বাঁচালেন তরুণীর প্রাক্তন স্বামী ৷ বর্তমানে তরুণী এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ৷ শনিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে গল্ফগ্রিন থানার অন্তর্গত রিজেন্ট কলোনিতে । অভিযুক্তকে গ্রেফতার করেছে গল্ফগ্রিন থানার পুলিশ ৷ অভিযুক্ত প্রেমিকের নাম অভিজিৎ সরকার । তাঁকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে । তবে সাতসকালে এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ।

জানা গিয়েছে, ওই তরুণী বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন ৷ প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর প্রেমিকের সঙ্গেই থাকতেন তিনি ৷ শনিবার সকালে গল্ফগ্রিন থানা এলাকার লর্ডসের মোড়ে ওই যুবতী কাজে যাচ্ছিলেন ৷ অভিযোগ, সেসময় তাঁর ওপর হামলা চালান প্রেমিক । প্রথমে এ দিন সকালে রাস্তায় আচমকাই ওই তরুণীর হাত ধরে টানতে থাকেন অভিযুক্ত । তারপরেই ওই তরুণীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন অভিজিৎ সরকার বলে অভিযোগ । সেসময় ঘটনাক্রমে ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন তরুণীর প্রাক্তন স্বামী । বিষয়টি চোখে পড়ে তাঁর ৷ চোখের সামনে প্রাক্তন স্ত্রীকে তাঁর প্রেমিক কোপাচ্ছে দেখে ছুটে আসেন তিনি ৷

আরও পড়ুন: হোটেলের ঘরে ছুরির আঘাতে তরুণীর মৃত্যু ! গ্রেফতার বন্ধু

এরপর রীতিমতো ফিল্মি কায়দায় ঘটনাস্থলে অভিযুক্তের হাত থেকে তরুণীকে বাঁচান তিনি ৷ অভিজিতকে ধরতে তাড়া করেন যুবক । কিন্তু ঘটনাস্থল থেকে কোনওক্রমে পালিয়ে যেতে সক্ষম হন অভিযুক্ত । এরপরেই খবর দেওয়া হয় গল্ফগ্রিন থানায় । পুলিশ এসে প্রাক্তন স্বামীর সহযোগিতায় রক্তাক্ত তরুণীকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে ভরতি করে । এই ঘটনায় ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে গল্ফগ্রিন থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.