কলকাতা, 20 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন সিএবি সচিব বিশ্বরূপ দে । দলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুখেন্দুশেখর রায়ের উপস্থিতিতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় ৷ বিশ্বরূপবাবুর পাশাপাশি 125 জন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন ।
বিধানসভা নির্বাচনের মুখে চলছে দলবদলের পালা । লাগাতার দলে যোগদান করিয়ে শক্তি প্রদর্শনের পথে নেমেছে তৃণমূল ও বিজেপি । এবারে রাজনৈতিক অলিন্দের বাইরের এক মানুষকে দলে টেনে কার্যত মাস্টার স্ট্রোক দিল তৃণমূল কংগ্রেস । ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দে যোগ দিলেন দলে ৷ তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিরিট দেখেই তিনি তৃণমূলে যোগ দিলেন ৷
আরও পড়ুন, কালকা মেলের নাম বদলে হচ্ছে নেতাজি এক্সপ্রেস
এদিকে, তৃণমূল কেন ক্রিকেট প্রশাসককে দলে নিল, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে । এর আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছিল । বিজেপিতে যোগ দিতে পারেন বলেও জল্পনা চলছিল । যদিও সৌরভের তরফ থেকে কোনওপ্রকার ইতিবাচক সাড়া মেলেনি । তাহলে তৃণমূল কংগ্রেস কি সৌরভের পালটা আগেভাগেই ক্রিকেট প্রশাসককে যোগদান করিয়ে ঘর গুছিয়ে রাখতে তৎপর হল ? এই নিয়ে উঠছে প্রশ্ন । তবে আজ রাজনৈতিক দলের বাইরে তপসিয়ার তৃণমূল ভবনে উপস্থিত হয়ে শতাধিক সাধারণ মানুষও যোগদান করেন তৃণমূলে ।