ETV Bharat / state

International Kolkata Book Fair 2023: বইমেলা নিয়ে পরিবেশ দফতর ও তিন সংস্থাকে চিঠি পরিবেশবিদদের

46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হবে আগামী 30 জানুয়ারি (Kolkata Book Fair 2023) ৷ বইমেলায় যাতে শব্দ, বায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হয় তা নিয়ে সবুজ মঞ্চের তরফে কলকাতা বইমেলা আয়োজক সংস্থা চিঠি দিলেন সাধারণ সম্পাদক নব দত্ত। কী লেখা রয়েছে ওই চিঠিতে ?

author img

By

Published : Jan 23, 2023, 9:47 PM IST

International Kolkata Book Fair 2023
পরিবেশ দফতর সহ তিন সংস্থাকে চিঠি পরিবেশবিদদের

কলকাতা, 23 জানুয়ারি: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হচ্ছে 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (46th Kolkata Book Fair)। সেখানে এবার একের পর এক নতুন চমক। আর সেই চমকের মাঝে বইমেলা কর্তৃপক্ষকে কড়া চিঠি পরিবেশ কর্মীদের। শব্দ, বায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। সবুজ মঞ্চের তরফে কলকাতা বইমেলা আয়োজক সংস্থা তথা গিল্ড, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও বিধাননগর পৌরসভাকে চিঠি দিয়েছেন সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত।

চিঠিতে নব দত্ত লিখেছেন, "দূষণমুক্ত কলকাতা বইমেলা 2023 নিশ্চিত করুন। এটি বিশ্বের বৃহত্তম বইমেলাগুলির মধ্যে একটি। যে মেলায় লক্ষাধিক দর্শক উপস্থিত হন। মেলাকে দূষণমুক্ত করতে, আগের বছরগুলির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বড় সংখ্যক লাউড স্পিকার এবং অডিয়ো-ভিডিয়ো সিস্টেমের শব্দ নিয়ন্ত্রণ করুন। সাউন্ড লিমিটার-সহ সমস্ত মাইক্রোফোন ব্যবহার করার জন্য অনুরোধ করছি। প্লাস্টিক ক্যারি ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে এবং স্টল হোল্ডারদের কাগজ, কাপড়ের তৈরি ক্যারিব্যাগ ব্যবহার করতে উৎসাহিত করতে হবে।"

তিনি চিঠিতে আরও লেখেন, "যে কোনও ক্ষেত্রে যদি প্লাস্টিক বহনকারী ব্যাগ ব্যবহার করা হয়, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা (সংশোধন) বিধিমালা 2022 অনুযায়ী 120 মাইক্রনের কম পুরুত্বের তাহলে এই ধরনের যেকোনও ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। অভিজ্ঞতা অনুযায়ী পুরো বইমেলায় বর্জ্য পড়ে থাকে। ডাস্টবিনের সংখ্যা খুবই অপ্রতুল এবং দর্শনার্থীরাও সেগুলো ব্যবহার করতে উৎসাহিত হচ্ছে না। শুকনো ও ভেজা বর্জ্য পৃথকীকরণের কোনও ব্যবস্থাও অনুপস্থিত। বেশির ভাগ বর্জ্য ডাম্পসাইটে পাঠানো হয় বলে বোঝা যায়। আমরা আপনাকে অনুরোধ করছি অনুগ্রহ করে একটি উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করুন, পর্যাপ্ত সংখ্যক রঙিন কোডেড ডাস্টবিন রাখুন এবং দর্শনার্থীদের নিয়ম অনুসরণ করার জন্য সংবেদনশীল করুন।"

46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হবে আগামী 30 জানুয়ারি ৷ দুপুর দু'টো নাগাদ মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পেনের ক্রীড়া ও সংস্কৃতি জগতের মন্ত্রী মারিয়া খোসে গালবেজ সালভাদর। এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় । ওই উদ্বোধন মঞ্চ থেকেই সিইএসসি সৃষ্টি সম্মান 2023 দেওয়া হবে বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন: এবার বইমেলায় রেকর্ড সংখ্যক স্টল, আর কী কী থাকছে ?

এবছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ফুড স্টলের ক্ষেত্রেও থাকছে বিশেষ চমক। পরিবেশ বান্ধব বইমেলার জন্য মেলা প্রাঙ্গণে কোনওরকম আগুন জ্বেলে রান্না করার ব্যবস্থা রাখা যাবে না বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। ফুড কোর্টে যাতে সাধারণ মানুষের খেতে কোনও অসুবিধা না হয়, এবং বিক্রেতাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণে বইমেলা চত্বর থেকে 100 মিটার দূরে আলাদা একটা ব্যবস্থা করা হয়েছে রান্নার জন্য। সেখান থেকে খাবার নিয়ে এসে নিজস্ব স্টলে বিক্রি করতে পারবেন বিক্রেতারা ।

কলকাতা, 23 জানুয়ারি: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হচ্ছে 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (46th Kolkata Book Fair)। সেখানে এবার একের পর এক নতুন চমক। আর সেই চমকের মাঝে বইমেলা কর্তৃপক্ষকে কড়া চিঠি পরিবেশ কর্মীদের। শব্দ, বায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। সবুজ মঞ্চের তরফে কলকাতা বইমেলা আয়োজক সংস্থা তথা গিল্ড, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও বিধাননগর পৌরসভাকে চিঠি দিয়েছেন সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত।

চিঠিতে নব দত্ত লিখেছেন, "দূষণমুক্ত কলকাতা বইমেলা 2023 নিশ্চিত করুন। এটি বিশ্বের বৃহত্তম বইমেলাগুলির মধ্যে একটি। যে মেলায় লক্ষাধিক দর্শক উপস্থিত হন। মেলাকে দূষণমুক্ত করতে, আগের বছরগুলির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বড় সংখ্যক লাউড স্পিকার এবং অডিয়ো-ভিডিয়ো সিস্টেমের শব্দ নিয়ন্ত্রণ করুন। সাউন্ড লিমিটার-সহ সমস্ত মাইক্রোফোন ব্যবহার করার জন্য অনুরোধ করছি। প্লাস্টিক ক্যারি ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে এবং স্টল হোল্ডারদের কাগজ, কাপড়ের তৈরি ক্যারিব্যাগ ব্যবহার করতে উৎসাহিত করতে হবে।"

তিনি চিঠিতে আরও লেখেন, "যে কোনও ক্ষেত্রে যদি প্লাস্টিক বহনকারী ব্যাগ ব্যবহার করা হয়, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা (সংশোধন) বিধিমালা 2022 অনুযায়ী 120 মাইক্রনের কম পুরুত্বের তাহলে এই ধরনের যেকোনও ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। অভিজ্ঞতা অনুযায়ী পুরো বইমেলায় বর্জ্য পড়ে থাকে। ডাস্টবিনের সংখ্যা খুবই অপ্রতুল এবং দর্শনার্থীরাও সেগুলো ব্যবহার করতে উৎসাহিত হচ্ছে না। শুকনো ও ভেজা বর্জ্য পৃথকীকরণের কোনও ব্যবস্থাও অনুপস্থিত। বেশির ভাগ বর্জ্য ডাম্পসাইটে পাঠানো হয় বলে বোঝা যায়। আমরা আপনাকে অনুরোধ করছি অনুগ্রহ করে একটি উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করুন, পর্যাপ্ত সংখ্যক রঙিন কোডেড ডাস্টবিন রাখুন এবং দর্শনার্থীদের নিয়ম অনুসরণ করার জন্য সংবেদনশীল করুন।"

46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হবে আগামী 30 জানুয়ারি ৷ দুপুর দু'টো নাগাদ মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পেনের ক্রীড়া ও সংস্কৃতি জগতের মন্ত্রী মারিয়া খোসে গালবেজ সালভাদর। এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় । ওই উদ্বোধন মঞ্চ থেকেই সিইএসসি সৃষ্টি সম্মান 2023 দেওয়া হবে বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন: এবার বইমেলায় রেকর্ড সংখ্যক স্টল, আর কী কী থাকছে ?

এবছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ফুড স্টলের ক্ষেত্রেও থাকছে বিশেষ চমক। পরিবেশ বান্ধব বইমেলার জন্য মেলা প্রাঙ্গণে কোনওরকম আগুন জ্বেলে রান্না করার ব্যবস্থা রাখা যাবে না বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। ফুড কোর্টে যাতে সাধারণ মানুষের খেতে কোনও অসুবিধা না হয়, এবং বিক্রেতাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণে বইমেলা চত্বর থেকে 100 মিটার দূরে আলাদা একটা ব্যবস্থা করা হয়েছে রান্নার জন্য। সেখান থেকে খাবার নিয়ে এসে নিজস্ব স্টলে বিক্রি করতে পারবেন বিক্রেতারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.