কলকাতা, 12 নভেম্বর: বাজির শব্দের দাপাদাপি রুখতে আমজনতার জন্য পরিবেশ কর্মীরা খুলেছেন কন্ট্রোল রুম ৷ কালীপুজোর আগের দিন থেকেই রাজ্যে শুরু হয়েছে বাজির শব্দের দাপট । এ বছর আবার 90 ডেসিবেল শব্দমাত্রা বাড়িয়ে 125 ডেসিবেল করে দিয়েছে রাজ্য সরকার । ফলে শিশু থেকে বয়স্ক, বাড়ির পোষ্যদের নিয়ে আশঙ্কা বাড়ছে । শব্দ তাণ্ডবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে পরিবেশ সংগঠন । তারা আমজনতার প্রতি আবেদন করেছেন, এমন শব্দবাজির নিয়ে তাণ্ডবে থাকতে না পারলে পুলিশকে জানান । তারা কোনও সুরাহা না দিতে পারলে আমাদের জানান । অর্থাৎ পরিবেশ কর্মীরাও খুলেছেন কন্ট্রোল রুম । যেখানে আমজনতা অভিযোগ করতে পারবেন ।
এই কন্ট্রোল রুম 12 নভেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত চালু থাকবে । শুধু তাই নয়, একটি স্থায়ী নম্বর চালু করা হয়েছে ৷ যেখানে সারা বছরই সচেতন মানুজন পরিবেশ দূষণ সংক্রান্ত যেকোনও ধরনের অভিযোগ দায়ের করতে পারবেন । তাদের একাধিক প্রতিনিধি দল কলকাতা ও বিভিন্ন জেলার একাধিক জায়গায় ঘুরবেন কালীপুজো ও পরের দিন সন্ধ্যা থাকে রাত পর্যন্ত । দেখবেন পুলিশ প্রশাসন কতটা তৎপর দূষণ রুখতে । বছর ভোর যেকোনও পরিবেশ সংক্রান্ত অভিযোগ জানাতে ফোন করতে পারেন, সবুজ মঞ্চের 6290901862 এই নম্বরে । কালীপুজোর দিনগুলোতেও অভিযোগ জানাতে পারবেন মানুষজন । পাশাপশি 12 থেকে 14 নভেম্বর এই তিনদিন উপরের নম্বর ছাড়াও 9830268902 ও 9230568902 এই দুই নম্বর চালু থাকবে ।
এই দিনগুলোতে বেশ কিছু জেলায় পরিবেশ কর্মীরা সক্রিয় ভাবে নজরদারি চালাবেন । সেখানেও খোলা হচ্ছে কন্ট্রোল রুম । হুগলি, হাওড়া, নদিয়া, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরের কন্ট্রোল রুম খোলা হচ্ছে । পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের পক্ষে নব দত্ত বলেন, "সাধারণ মানুষের কাছে অনুরোধ সারা বছর সজাগ থাকুন পরিবেশ রক্ষায় । আপনার প্রতিবেশীর উৎপীড়নের কারণ হবেন না । পরিবারের বয়স্ক সদস্য ও শিশুদের বিশেষ করে শব্দ তাণ্ডবের বিরুদ্ধে সচেতন করে তুলুন । সমস্যায় পড়লে নীরব না থেকে পুলিশে অভিযোগ করুন । পুলিশ সুরাহা না দিলে আমরা এই অভিযোগগুলো আরও উচ্চ মহলে নিয়ে যাব ।"
এ দিকে আরও এক বিজ্ঞান কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে বাজি পোরানোকে বর্জন করতে আহ্বান জানানো হয়েছে । তাদের তরফে বলা হয়েছে, বাজির ক্ষেত্রে শব্দমাত্রা বাড়ানো উদ্বেগের । এই পদক্ষেপের বিরোধীতা করা হচ্ছে । বাজি সংক্রান্ত নিয়ম ও আইন এগুলো যাতে মানা হয়, সেটা পুলিশ প্রশাসন যেন দেখে । শীত পড়ার আগেই দূষণ যেভাবে বেড়েছে সেখানে শব্দ বা আতশবাজি সবটাই দূষণ ত্বরান্বিত করবে । দূষণ থেকে প্রাণী, উদ্ভিদ রক্ষা করতে তারা আহ্বান করে ৷ নিজে বাজি পড়াবেন না অন্যদের বাজি পড়ানো বর্জন করতে বলবেন বলে বিজ্ঞান মঞ্চের ডাক ।
আরও পড়ুন: