ETV Bharat / state

Control Room for Citizen: শব্দবাজির দাপাদাপি রুখতে কন্ট্রোল রুম পরিবেশ কর্মীদের, জানানো যাবে অভিযোগ - কন্ট্রোল রুম

Environmentalist open Control room to prevent noise pollution: শব্দবাজির দাপাদাপি রুখতে এবার কন্ট্রোল রুম খুললেন পরিবেশ কর্মীরা ৷ হেল্পলাইন নম্বার দেওয়া হয়েছে যেখানে ফোন কর জানানো যাবে অভিযোগ ৷

environmentalist open Control room
কন্ট্রোল রুম পরিবেশ কর্মীদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 6:42 PM IST

কলকাতা, 12 নভেম্বর: বাজির শব্দের দাপাদাপি রুখতে আমজনতার জন্য পরিবেশ কর্মীরা খুলেছেন কন্ট্রোল রুম ৷ কালীপুজোর আগের দিন থেকেই রাজ্যে শুরু হয়েছে বাজির শব্দের দাপট । এ বছর আবার 90 ডেসিবেল শব্দমাত্রা বাড়িয়ে 125 ডেসিবেল করে দিয়েছে রাজ্য সরকার । ফলে শিশু থেকে বয়স্ক, বাড়ির পোষ্যদের নিয়ে আশঙ্কা বাড়ছে । শব্দ তাণ্ডবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে পরিবেশ সংগঠন । তারা আমজনতার প্রতি আবেদন করেছেন, এমন শব্দবাজির নিয়ে তাণ্ডবে থাকতে না পারলে পুলিশকে জানান । তারা কোনও সুরাহা না দিতে পারলে আমাদের জানান । অর্থাৎ পরিবেশ কর্মীরাও খুলেছেন কন্ট্রোল রুম । যেখানে আমজনতা অভিযোগ করতে পারবেন ।

এই কন্ট্রোল রুম 12 নভেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত চালু থাকবে । শুধু তাই নয়, একটি স্থায়ী নম্বর চালু করা হয়েছে ৷ যেখানে সারা বছরই সচেতন মানুজন পরিবেশ দূষণ সংক্রান্ত যেকোনও ধরনের অভিযোগ দায়ের করতে পারবেন । তাদের একাধিক প্রতিনিধি দল কলকাতা ও বিভিন্ন জেলার একাধিক জায়গায় ঘুরবেন কালীপুজো ও পরের দিন সন্ধ্যা থাকে রাত পর্যন্ত । দেখবেন পুলিশ প্রশাসন কতটা তৎপর দূষণ রুখতে । বছর ভোর যেকোনও পরিবেশ সংক্রান্ত অভিযোগ জানাতে ফোন করতে পারেন, সবুজ মঞ্চের 6290901862 এই নম্বরে । কালীপুজোর দিনগুলোতেও অভিযোগ জানাতে পারবেন মানুষজন । পাশাপশি 12 থেকে 14 নভেম্বর এই তিনদিন উপরের নম্বর ছাড়াও 9830268902 ও 9230568902 এই দুই নম্বর চালু থাকবে ।

এই দিনগুলোতে বেশ কিছু জেলায় পরিবেশ কর্মীরা সক্রিয় ভাবে নজরদারি চালাবেন । সেখানেও খোলা হচ্ছে কন্ট্রোল রুম । হুগলি, হাওড়া, নদিয়া, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরের কন্ট্রোল রুম খোলা হচ্ছে । পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের পক্ষে নব দত্ত বলেন, "সাধারণ মানুষের কাছে অনুরোধ সারা বছর সজাগ থাকুন পরিবেশ রক্ষায় । আপনার প্রতিবেশীর উৎপীড়নের কারণ হবেন না । পরিবারের বয়স্ক সদস্য ও শিশুদের বিশেষ করে শব্দ তাণ্ডবের বিরুদ্ধে সচেতন করে তুলুন । সমস্যায় পড়লে নীরব না থেকে পুলিশে অভিযোগ করুন । পুলিশ সুরাহা না দিলে আমরা এই অভিযোগগুলো আরও উচ্চ মহলে নিয়ে যাব ।"

এ দিকে আরও এক বিজ্ঞান কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে বাজি পোরানোকে বর্জন করতে আহ্বান জানানো হয়েছে । তাদের তরফে বলা হয়েছে, বাজির ক্ষেত্রে শব্দমাত্রা বাড়ানো উদ্বেগের । এই পদক্ষেপের বিরোধীতা করা হচ্ছে । বাজি সংক্রান্ত নিয়ম ও আইন এগুলো যাতে মানা হয়, সেটা পুলিশ প্রশাসন যেন দেখে । শীত পড়ার আগেই দূষণ যেভাবে বেড়েছে সেখানে শব্দ বা আতশবাজি সবটাই দূষণ ত্বরান্বিত করবে । দূষণ থেকে প্রাণী, উদ্ভিদ রক্ষা করতে তারা আহ্বান করে ৷ নিজে বাজি পড়াবেন না অন্যদের বাজি পড়ানো বর্জন করতে বলবেন বলে বিজ্ঞান মঞ্চের ডাক ।

আরও পড়ুন:

  1. শব্দবাজির ঊর্ধ্বসীমা 125 ডেসিবেল, বাজার শুরুর আগে বাজি পরীক্ষা টালা পার্কে
  2. রাজধানীর মাত্রাতিরিক্ত দূষণে লাগাম টানতে এবারও দীপাবলিতে বাজিতে নিষেধাজ্ঞা
  3. আলোর উৎসবে কেন্দ্রীয় সংস্থার অ্যাপেই স্ক্যান করে কিনুন সবুজ বাজি

কলকাতা, 12 নভেম্বর: বাজির শব্দের দাপাদাপি রুখতে আমজনতার জন্য পরিবেশ কর্মীরা খুলেছেন কন্ট্রোল রুম ৷ কালীপুজোর আগের দিন থেকেই রাজ্যে শুরু হয়েছে বাজির শব্দের দাপট । এ বছর আবার 90 ডেসিবেল শব্দমাত্রা বাড়িয়ে 125 ডেসিবেল করে দিয়েছে রাজ্য সরকার । ফলে শিশু থেকে বয়স্ক, বাড়ির পোষ্যদের নিয়ে আশঙ্কা বাড়ছে । শব্দ তাণ্ডবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে পরিবেশ সংগঠন । তারা আমজনতার প্রতি আবেদন করেছেন, এমন শব্দবাজির নিয়ে তাণ্ডবে থাকতে না পারলে পুলিশকে জানান । তারা কোনও সুরাহা না দিতে পারলে আমাদের জানান । অর্থাৎ পরিবেশ কর্মীরাও খুলেছেন কন্ট্রোল রুম । যেখানে আমজনতা অভিযোগ করতে পারবেন ।

এই কন্ট্রোল রুম 12 নভেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত চালু থাকবে । শুধু তাই নয়, একটি স্থায়ী নম্বর চালু করা হয়েছে ৷ যেখানে সারা বছরই সচেতন মানুজন পরিবেশ দূষণ সংক্রান্ত যেকোনও ধরনের অভিযোগ দায়ের করতে পারবেন । তাদের একাধিক প্রতিনিধি দল কলকাতা ও বিভিন্ন জেলার একাধিক জায়গায় ঘুরবেন কালীপুজো ও পরের দিন সন্ধ্যা থাকে রাত পর্যন্ত । দেখবেন পুলিশ প্রশাসন কতটা তৎপর দূষণ রুখতে । বছর ভোর যেকোনও পরিবেশ সংক্রান্ত অভিযোগ জানাতে ফোন করতে পারেন, সবুজ মঞ্চের 6290901862 এই নম্বরে । কালীপুজোর দিনগুলোতেও অভিযোগ জানাতে পারবেন মানুষজন । পাশাপশি 12 থেকে 14 নভেম্বর এই তিনদিন উপরের নম্বর ছাড়াও 9830268902 ও 9230568902 এই দুই নম্বর চালু থাকবে ।

এই দিনগুলোতে বেশ কিছু জেলায় পরিবেশ কর্মীরা সক্রিয় ভাবে নজরদারি চালাবেন । সেখানেও খোলা হচ্ছে কন্ট্রোল রুম । হুগলি, হাওড়া, নদিয়া, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরের কন্ট্রোল রুম খোলা হচ্ছে । পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের পক্ষে নব দত্ত বলেন, "সাধারণ মানুষের কাছে অনুরোধ সারা বছর সজাগ থাকুন পরিবেশ রক্ষায় । আপনার প্রতিবেশীর উৎপীড়নের কারণ হবেন না । পরিবারের বয়স্ক সদস্য ও শিশুদের বিশেষ করে শব্দ তাণ্ডবের বিরুদ্ধে সচেতন করে তুলুন । সমস্যায় পড়লে নীরব না থেকে পুলিশে অভিযোগ করুন । পুলিশ সুরাহা না দিলে আমরা এই অভিযোগগুলো আরও উচ্চ মহলে নিয়ে যাব ।"

এ দিকে আরও এক বিজ্ঞান কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে বাজি পোরানোকে বর্জন করতে আহ্বান জানানো হয়েছে । তাদের তরফে বলা হয়েছে, বাজির ক্ষেত্রে শব্দমাত্রা বাড়ানো উদ্বেগের । এই পদক্ষেপের বিরোধীতা করা হচ্ছে । বাজি সংক্রান্ত নিয়ম ও আইন এগুলো যাতে মানা হয়, সেটা পুলিশ প্রশাসন যেন দেখে । শীত পড়ার আগেই দূষণ যেভাবে বেড়েছে সেখানে শব্দ বা আতশবাজি সবটাই দূষণ ত্বরান্বিত করবে । দূষণ থেকে প্রাণী, উদ্ভিদ রক্ষা করতে তারা আহ্বান করে ৷ নিজে বাজি পড়াবেন না অন্যদের বাজি পড়ানো বর্জন করতে বলবেন বলে বিজ্ঞান মঞ্চের ডাক ।

আরও পড়ুন:

  1. শব্দবাজির ঊর্ধ্বসীমা 125 ডেসিবেল, বাজার শুরুর আগে বাজি পরীক্ষা টালা পার্কে
  2. রাজধানীর মাত্রাতিরিক্ত দূষণে লাগাম টানতে এবারও দীপাবলিতে বাজিতে নিষেধাজ্ঞা
  3. আলোর উৎসবে কেন্দ্রীয় সংস্থার অ্যাপেই স্ক্যান করে কিনুন সবুজ বাজি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.