ETV Bharat / state

করোনার শিখরে ভারত, স্থলসীমান্ত দু'সপ্তাহ বন্ধ করলেন হাসিনা

author img

By

Published : Apr 25, 2021, 11:00 PM IST

এই মুহূর্তে যে ভারতীয়রা বাংলাদেশে রয়েছেন, তাঁরা যদি ভারতে ফিরতে চান, তবে তাঁদের সবরকমভাবে সাহায্য করা হবে বলে আশ্বস্ত করেছে বাংলাদেশের বিদেশমন্ত্রক ৷

স্থলসীমান্ত দু'সপ্তাহ বন্ধ করল বাংলাদেশ
ছবি

কলকাতা, 25 এপ্রিল : দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ দৈনিক সংক্রমণ প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে ৷ পশ্চিমবঙ্গেও দৈনিক সংক্রমণ 16 হাজারের কাছাকাছি ৷ এই পরিস্থিতিতে আগামী 14 দিনের জন্য ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ করল বাংলাদেশ ৷

বাংলাদেশের উপস্থিত ভারতের দূতাবাসের তরফে আজ এ-কথা জানানো হয়েছে ৷ তবে বাংলাদেশ প্রশাসন থেকে ভারতীয় দূতাবাসকে আশ্বস্ত করা হয়েছে, যে ভারতীয় নাগরিকরা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন, তাঁরা যদি ভারতে ফিরতে চান, তবে তাঁদের সবরকমভাবে সাহায্য করা হবে ৷ একইসঙ্গে ছাড় দেওয়া হয়েছে পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রেও ৷

আরও পড়ুন : রাজ্যে গড়ে প্রতি 5 সেকেন্ডে 1 জনের করোনা, দৈনিক সংক্রমণ 16 হাজার ছুঁইছুঁই

বাংলাদেশের বিদেশমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছেন, "কিছু সময়ের জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ভারতে যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ "

কলকাতা, 25 এপ্রিল : দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ দৈনিক সংক্রমণ প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে ৷ পশ্চিমবঙ্গেও দৈনিক সংক্রমণ 16 হাজারের কাছাকাছি ৷ এই পরিস্থিতিতে আগামী 14 দিনের জন্য ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ করল বাংলাদেশ ৷

বাংলাদেশের উপস্থিত ভারতের দূতাবাসের তরফে আজ এ-কথা জানানো হয়েছে ৷ তবে বাংলাদেশ প্রশাসন থেকে ভারতীয় দূতাবাসকে আশ্বস্ত করা হয়েছে, যে ভারতীয় নাগরিকরা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন, তাঁরা যদি ভারতে ফিরতে চান, তবে তাঁদের সবরকমভাবে সাহায্য করা হবে ৷ একইসঙ্গে ছাড় দেওয়া হয়েছে পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রেও ৷

আরও পড়ুন : রাজ্যে গড়ে প্রতি 5 সেকেন্ডে 1 জনের করোনা, দৈনিক সংক্রমণ 16 হাজার ছুঁইছুঁই

বাংলাদেশের বিদেশমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছেন, "কিছু সময়ের জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ভারতে যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.