ETV Bharat / state

Presidency University: প্রবেশিকায় পাশ করেই ভরতি, পুরনো ব্যবস্থা ফিরছে প্রেসিডেন্সিতে - Entrance Exam in Presidency University

করোনাকালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) হয়নি স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা পরীক্ষা । তবে আগামী বছর থেকেই স্নাতক এবং স্নাতক স্তরে ভর্তির জন্য নেওয়া হবে প্রবেশিকা ।

Presidency University
প্রেসিডেন্সিতে ফের চালু হতে চলেছে স্নাতকোত্তরে প্রবেশিকা
author img

By

Published : Nov 20, 2022, 9:36 AM IST

Updated : Nov 20, 2022, 9:43 AM IST

কলকাতা, 20 নভেম্বর: টানা তিন বছর বন্ধ থাকার পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আবারও চালু হতে চলেছে প্রবেশিকা পরীক্ষা ৷ আগামী বছর থেকেই স্নাতক এবং স্নাতক স্তরে ভর্তির জন্য নেওয়া হবে প্রবেশিকা ।

করোনাকালে টানা তিনবছর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) হয়নি স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা পরীক্ষা । তবে এবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে । তাই আবারও স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা ফেরাতে আর্জি ওঠে পড়ুয়াদের পক্ষ থেকে । তবে কর্তৃপক্ষের তরফে বারে বারে জানানো হয় যে পরিকাঠামোগত সমস্যার কারণে পুনরায় শুরু করা যাবে না এন্ট্রান্স পরীক্ষা । এরপর চারদিন লাগাতার অবস্থান বিক্ষোভের পর এক্সামিনেশন বোর্ডের বৈঠকে আগামী বছর থেকে এন্ট্রান্স নেওয়া সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের ইউনিটের সভাপতি আনন্দরূপা ধর বলেন, "প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের দীর্ঘ অবস্থানের পর 2023 সালে প্রবেশিকা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানাতে বাধ্য হল কর্তৃপক্ষ । অনেক টালবাহানার পর অবশেষে আমরা এই মর্মে লিখিত আশ্বাস দিতে বাধ্য করি কর্তৃপক্ষকে, যে কোনও মূল্যে প্রবেশিকা পরীক্ষা পুনরায় চালু করা হবে 2023-24-এর শিক্ষাবর্ষে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রে । এরপরেও আমরা কর্তৃপক্ষের কাছে বারবার নোটিশ জারির কথা বলে এসেছি, যাতে পরিকাঠামোগত সমস্যার দোহাই না দিতে পারে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কর্তৃপক্ষের আশ্বাস নিয়েই শুধুমাত্র সন্তুষ্ট না হয়ে আমরা পরবর্তীকালে নিশ্চিত করব যাতে এই প্রক্রিয়া সফলভাবে শুরু হয়, অবিলম্বে নোটিশ জারি হয় এবং স্বচ্ছ পরীক্ষা ও মেরিট লিস্টের ভিত্তিতে আগামী শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয় ।"

আরও পড়ুন: আইডি কার্ড না-পাওয়ায় সমস্যায় প্রেসিডেন্সির পড়ুয়ারা

গত তিন বছর বোর্ডের পাওয়া নম্বরের ভিত্তিতেই ভর্তি হয়েছে ছাত্রছাত্রীরা । তাঁদের অনলাইনে আবেদন করতে হয়েছে । এই বিষয়ে আনন্দরূপা ধর জানিয়েছেন, অনেকের ক্ষেত্রেই অনলাইনে আবেদন করা সম্ভব হয় না । আবার বহু মেধাবী ছাত্রছাত্রী হয়ত কোনও কারণে বোর্ডের পরীক্ষায় ভালো ফল করতে পারে না । কিন্তু প্রেসিডেন্সিতে পড়ার স্বপ্ন থাকে সবারই ৷ তাঁরা প্রবেশিকা জন্য জান প্রাণ লড়িয়ে প্রস্তুতি করে । অন্যদিকে গত তিন বছর জেলার ছেলেমেয়েদের সংখ্যা অনেকটাই কমে গেছে ।

কলকাতা, 20 নভেম্বর: টানা তিন বছর বন্ধ থাকার পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আবারও চালু হতে চলেছে প্রবেশিকা পরীক্ষা ৷ আগামী বছর থেকেই স্নাতক এবং স্নাতক স্তরে ভর্তির জন্য নেওয়া হবে প্রবেশিকা ।

করোনাকালে টানা তিনবছর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) হয়নি স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা পরীক্ষা । তবে এবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে । তাই আবারও স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা ফেরাতে আর্জি ওঠে পড়ুয়াদের পক্ষ থেকে । তবে কর্তৃপক্ষের তরফে বারে বারে জানানো হয় যে পরিকাঠামোগত সমস্যার কারণে পুনরায় শুরু করা যাবে না এন্ট্রান্স পরীক্ষা । এরপর চারদিন লাগাতার অবস্থান বিক্ষোভের পর এক্সামিনেশন বোর্ডের বৈঠকে আগামী বছর থেকে এন্ট্রান্স নেওয়া সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের ইউনিটের সভাপতি আনন্দরূপা ধর বলেন, "প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের দীর্ঘ অবস্থানের পর 2023 সালে প্রবেশিকা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানাতে বাধ্য হল কর্তৃপক্ষ । অনেক টালবাহানার পর অবশেষে আমরা এই মর্মে লিখিত আশ্বাস দিতে বাধ্য করি কর্তৃপক্ষকে, যে কোনও মূল্যে প্রবেশিকা পরীক্ষা পুনরায় চালু করা হবে 2023-24-এর শিক্ষাবর্ষে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রে । এরপরেও আমরা কর্তৃপক্ষের কাছে বারবার নোটিশ জারির কথা বলে এসেছি, যাতে পরিকাঠামোগত সমস্যার দোহাই না দিতে পারে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কর্তৃপক্ষের আশ্বাস নিয়েই শুধুমাত্র সন্তুষ্ট না হয়ে আমরা পরবর্তীকালে নিশ্চিত করব যাতে এই প্রক্রিয়া সফলভাবে শুরু হয়, অবিলম্বে নোটিশ জারি হয় এবং স্বচ্ছ পরীক্ষা ও মেরিট লিস্টের ভিত্তিতে আগামী শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয় ।"

আরও পড়ুন: আইডি কার্ড না-পাওয়ায় সমস্যায় প্রেসিডেন্সির পড়ুয়ারা

গত তিন বছর বোর্ডের পাওয়া নম্বরের ভিত্তিতেই ভর্তি হয়েছে ছাত্রছাত্রীরা । তাঁদের অনলাইনে আবেদন করতে হয়েছে । এই বিষয়ে আনন্দরূপা ধর জানিয়েছেন, অনেকের ক্ষেত্রেই অনলাইনে আবেদন করা সম্ভব হয় না । আবার বহু মেধাবী ছাত্রছাত্রী হয়ত কোনও কারণে বোর্ডের পরীক্ষায় ভালো ফল করতে পারে না । কিন্তু প্রেসিডেন্সিতে পড়ার স্বপ্ন থাকে সবারই ৷ তাঁরা প্রবেশিকা জন্য জান প্রাণ লড়িয়ে প্রস্তুতি করে । অন্যদিকে গত তিন বছর জেলার ছেলেমেয়েদের সংখ্যা অনেকটাই কমে গেছে ।

Last Updated : Nov 20, 2022, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.