কলকাতা, 16 মার্চ : কয়লা, গোরু পাচারের পর এবার মেট্রো ডেয়ারি কাণ্ডে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে নোটিস পাঠাল ইডি । সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যেই তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ।
ইডি সূত্রের খবর, মেট্রো ডেয়ারি যখন হস্তান্তরিত হয়, সেই সময় এখনকার স্বরাষ্ট্রসচিব অর্থনীতি বিভাগে ছিলেন । ফলে ইডির গোয়েন্দারা মূলত জানতে চান, মেট্রো ডেয়ারি হস্তান্তরিত হওয়ার সময় কী কী বিষয়গুলি মেনে তা করা হয়েছিল । পাশাপাশি, কীভাবে গোটা পক্রিয়াটি সম্পন্ন হয়েছিল তাও বিশদে জানতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ।
আরও পড়ুন : আন্তর্জাতিক পশুপাচার তদন্তে হাওড়ার বেলিলিয়াস রোডে হানা ইডি’র
এছাড়াও মোট কতবার এই সংক্রান্ত বিষয় বৈঠক হয়েছিল, কোথায় কোথায় বৈঠক হয়েছিল, বৈঠকগুলি আইন মেনে করা হয়েছিল কিনা, সেখানে কারা কারা উপস্থিত ছিলেন... সেই সব বিষয়গুলিই খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা ৷ সেই কারণেই ওই বৈঠকগুলির কোনও রেকর্ড আছে কিনা এবং কারা কারা ওই বৈঠকগুলিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, সেগুলি জানার জন্যই রাজ্যের স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদীকে তলব করেছে ইডি।