কলকাতা, 13 জুন : কয়লা পাচার কাণ্ডে 13 কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর গোয়েন্দাদের হাতে এসেছে (ED On Coal Scam)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, লভ্যাংশের একটা মোটা অঙ্কের টাকা পৌঁছে গিয়েছিল প্রভাবশালীদের ব্যাংক অ্যাকাউন্টে । হাওয়ালা মারফত ওই টাকা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল ।
সেই মামলাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । কয়লা পাচার মামলায় কবে হাজিরা দিতে পারবেন, নোটিশ দিয়ে তা রুজিরার কাছ থেকে জানতে চাইল ইডি । এর আগে রুজিরা ও অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । যদিও এখনও ইডি তাঁকে জেরা করার সুযোগ পায়নি । সেই প্রেক্ষিতেই এবার অভিষেক-জায়াকে নোটিশ পাঠাল ইডি ।
দেড় বছর আগে কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকে একাধিকবার দিল্লিতে ডেকে পাঠানো হয় । করোনা পরিস্থিতিতে রুজিরা জানিয়েছিলেন, সন্তানকে ফেলে তাঁর পক্ষে বাইরে যাওয়া সম্ভব নয় । তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে দু'বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন ।
আরও পড়ুন : 10 পয়সার দুর্নীতি প্রমাণ হলেও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি অভিষেক
এরপরই দিল্লির পরিবর্তে কলকাতার কোনও অফিসে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হোক, এই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ । কিন্তু দিল্লি হাইকোর্ট তাঁদের সেই আবেদন খারিজ করে দেয় । একই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলে তাঁরা ।