ETV Bharat / state

Municipality Recruitment Scam: পৌর নিয়োগ দুর্নীতি মামলায় 12 পৌরসভাকে নোটিশ ইডির - ইডি

ED Issues Notice to 12 Municipalities: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে পৌরসভাতে বেআইনিভাবে নিয়োগের বিষয়টি সামনে আসে ৷ এই নিয়ে তদন্ত করছে সিবিআই ও ইডি ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে রাজ্যের 12টি পৌরসভাকে এই নিয়ে নোটিশ দেওয়া হয়েছে ৷

Enforcement Directorate
Enforcement Directorate
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 12:56 PM IST

কলকাতা, 31 অগস্ট: পৌর নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার উত্তর ও দক্ষিণ দমদম, পানিহাটি, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার-সহ মোট 12টি পৌরসভাকে এবার নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ইতিমধ্যেই সংশ্লিষ্ট পৌরসভায় এই নোটিশগুলি পৌঁছে দেওয়া হয়েছে । কীভাবে পৌরসভাগুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফ থেকে । বিশেষ করে 2012 সাল থেকে 2021 সাল পর্যন্ত নিয়োগের তথ্যই চাওয়া হয়েছে ৷

সল্টলেকে অয়ন শীলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছিল ইডি । পরে অয়ন শীলকে গ্রেফতার করা হয় । তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জেরার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন যে শুধুমাত্র শিক্ষা দুর্নীতি কাণ্ডে যে নিয়োগ বেআইনিভাবে হয়েছিল, তা নয় । বরং শিক্ষা দুর্নীতির সঙ্গে সমানভাবে দুর্নীতি হয়েছিল ব্যারাকপুর, ডায়মন্ড হারবার-সহ একাধিক পৌরসভায় ।

তার পরই আদালতের সামনে বিষয়টি পেশ করা হয় ইডির তরফে ৷ এই নিয়ে সিবিআই ও ইডি তদন্ত করতে নির্দেশ দেয় আদালত ৷ তার পর থেকে দুই কেন্দ্রীয় এজেন্সি এই নিয়ে তদন্ত চালাচ্ছে ৷ বেশ কিছু পৌরসভায় অভিযানও চালান তদন্তকারীরা ৷ এবার রাজ্যের 12টি পৌরসভাকে নোটিশ দেওয়া হল ৷

যদিও এই বিষয়ে গতকাল বুধবার ডায়মন্ড হারবার পৌরসভার তরফ থেকে জানানো হয়েছিল যে তারা একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল । সেই নিয়োগের বিজ্ঞপ্তি দেখে একটি সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ করে । সংশ্লিষ্ট সংস্থাটি কি অয়ন শীলের ? এবার সেই উত্তর খুঁজতে চাইছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন: সিবিআই দফতরে আজ হাজিরা, নিজাম প্যালেসে সুজিতের আসা নিয়ে সংশয়

তাছাড়া নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা জানতে পেরেছিলেন, একাধিক ভুয়ো কোম্পানি খুলে সেখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল । জানা গিয়েছিল, মূলত কোটি কোটি কালো টাকা সাদা টাকায় রূপান্তরিত করার জন্যই এই ভুয়ো বা নকল কোম্পানিগুলি খুলেছিল অয়ন শীল । সেই নিয়েও কোনও তথ্য পৌরসভা থেকে পাওয়া যায় কি না, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

কলকাতা, 31 অগস্ট: পৌর নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার উত্তর ও দক্ষিণ দমদম, পানিহাটি, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার-সহ মোট 12টি পৌরসভাকে এবার নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ইতিমধ্যেই সংশ্লিষ্ট পৌরসভায় এই নোটিশগুলি পৌঁছে দেওয়া হয়েছে । কীভাবে পৌরসভাগুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফ থেকে । বিশেষ করে 2012 সাল থেকে 2021 সাল পর্যন্ত নিয়োগের তথ্যই চাওয়া হয়েছে ৷

সল্টলেকে অয়ন শীলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছিল ইডি । পরে অয়ন শীলকে গ্রেফতার করা হয় । তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জেরার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন যে শুধুমাত্র শিক্ষা দুর্নীতি কাণ্ডে যে নিয়োগ বেআইনিভাবে হয়েছিল, তা নয় । বরং শিক্ষা দুর্নীতির সঙ্গে সমানভাবে দুর্নীতি হয়েছিল ব্যারাকপুর, ডায়মন্ড হারবার-সহ একাধিক পৌরসভায় ।

তার পরই আদালতের সামনে বিষয়টি পেশ করা হয় ইডির তরফে ৷ এই নিয়ে সিবিআই ও ইডি তদন্ত করতে নির্দেশ দেয় আদালত ৷ তার পর থেকে দুই কেন্দ্রীয় এজেন্সি এই নিয়ে তদন্ত চালাচ্ছে ৷ বেশ কিছু পৌরসভায় অভিযানও চালান তদন্তকারীরা ৷ এবার রাজ্যের 12টি পৌরসভাকে নোটিশ দেওয়া হল ৷

যদিও এই বিষয়ে গতকাল বুধবার ডায়মন্ড হারবার পৌরসভার তরফ থেকে জানানো হয়েছিল যে তারা একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল । সেই নিয়োগের বিজ্ঞপ্তি দেখে একটি সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ করে । সংশ্লিষ্ট সংস্থাটি কি অয়ন শীলের ? এবার সেই উত্তর খুঁজতে চাইছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন: সিবিআই দফতরে আজ হাজিরা, নিজাম প্যালেসে সুজিতের আসা নিয়ে সংশয়

তাছাড়া নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা জানতে পেরেছিলেন, একাধিক ভুয়ো কোম্পানি খুলে সেখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল । জানা গিয়েছিল, মূলত কোটি কোটি কালো টাকা সাদা টাকায় রূপান্তরিত করার জন্যই এই ভুয়ো বা নকল কোম্পানিগুলি খুলেছিল অয়ন শীল । সেই নিয়েও কোনও তথ্য পৌরসভা থেকে পাওয়া যায় কি না, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.