ETV Bharat / state

পেট না কেটে শিশুর পাকস্থলী থেকে বের হল প্রায় 8 সেমি লম্বা চুম্বক - child

7 বছরের শিশুর পেট থেকে প্রায় 8 সেন্টিমিটার লম্বা একটি চুম্বক বের করল নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রো-এন্টেরোলজি ইউনিটের চিকিৎসকরা । এন্ডোস্কোপির মাধ্যমে তাঁরা চুম্বকটি বার করেন ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jun 6, 2019, 10:51 PM IST

কলকাতা, 6 জুন : এন্ডোস্কোপির মাধ্যমে প্রায় 8 সেন্টিমিটার লম্বা একটি চুম্বক বের করল চিকিৎসকরা । নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রো-এন্টেরোলজি ইউনিটের ঘটনা । চুম্বকটির ওজন 50 গ্রামের বেশি বলে জানায় চিকিৎসকরা । শিশুটি ভালো আছে বলেও জানিয়েছেন তাঁরা ।

শিশুটির নাম উৎসবকুমার সিনহা । বয়স সাত । সে ধানবাদের বাসিন্দা । জানা যায়, খেলতে গিয়ে চুম্বকটি গিলে ফেলেছিল শিশুটি । আজ তাকে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রো-এন্টেরোলজি ইউনিটের বহির্বিভাগে নিয়ে আসেন পরিজনরা । এই ইউনিটে রয়েছেন চিকিৎসক পিনাকি রায় এবং চিকিৎসক মানসকুমার মণ্ডল । পরীক্ষা-নিরীক্ষা করে এবং রোগীর সঙ্গে থাকা এক্সরে প্লেট দেখে দ্রুত এন্ডোসকপি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । শেষ পর্যন্ত 15-20 মিনিটের চেষ্টায় পাকস্থলী থেকে ওই চুম্বকটি বের করতে সমর্থ হন তাঁরা ।

magnet in stomach child
পাকস্থলী থেকে বের হওয়া প্রায় ৮ সেমি লম্বা চুম্বক

চিকিৎসক পিনাকি রায় বলেন, "এই ধরনের ফরেন বডি পেট থেকে বের করা না হলে ভবিষ্যতে নাড়িভুঁড়ির পথ বন্ধ করে দেয় । এক্ষেত্রে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হয় । পেট কেটে বড় ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে তখন বের করতে হয় ফরেন বডি । এক্ষেত্রে রোগীর মৃত্যুর আশঙ্কাও থেকে যায় ।" 7 বছর বয়সি এই শিশুর পেট থেকে চুম্বকটি বের করার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল । তবে, অস্ত্রোপচার না করে এন্ডোস্কপির মাধ্যমে চুম্বকটি বের করা হয়েছে । এই বিষয়ে চিকিৎসক পিনাকি রায় বলেন, "রোগীকে অজ্ঞান করে এন্ডোসকপির মাধ্যমে কাটাছেঁড়া না করে এবং রক্তপাতহীন ভাবে চুম্বকটি বের করা হয়েছে । রোগী এখন ভালো আছে । বাড়ি ফিরে গেছে ।"

পেট কেটে বড় ধরনের অস্ত্রোপচার না করে যে পদ্ধতিতে চুম্বকটি বের করা হয়েছে ডাক্তারি ভাষায় তার নাম এন্ডোস্কপিক থেরাপিউটিক প্রসিডিওর । এই পদ্ধতি ব্যবহারের ফলে রোগীর সুরক্ষার বিষয়ে একপ্রকার নিশ্চিত থাকতে পারেন চিকিৎসকরা । চিকিৎসকরা জানিয়েছেন, এই পদ্ধতিটি রোগীর পক্ষে উপকারী । তবে, এই পদ্ধতি ব্যবহারের বিষয়টি কঠিন অর্থাৎ, টেকনিক্যালি ডিফিকাল্ট । যে চুম্বকটি গিলে ফেলেছিল এই শিশুটি, তা নিউরোলজিক্যাল সমস্যায় মেডিটেশনের জন্য ব্যবহৃত হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

কলকাতা, 6 জুন : এন্ডোস্কোপির মাধ্যমে প্রায় 8 সেন্টিমিটার লম্বা একটি চুম্বক বের করল চিকিৎসকরা । নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রো-এন্টেরোলজি ইউনিটের ঘটনা । চুম্বকটির ওজন 50 গ্রামের বেশি বলে জানায় চিকিৎসকরা । শিশুটি ভালো আছে বলেও জানিয়েছেন তাঁরা ।

শিশুটির নাম উৎসবকুমার সিনহা । বয়স সাত । সে ধানবাদের বাসিন্দা । জানা যায়, খেলতে গিয়ে চুম্বকটি গিলে ফেলেছিল শিশুটি । আজ তাকে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রো-এন্টেরোলজি ইউনিটের বহির্বিভাগে নিয়ে আসেন পরিজনরা । এই ইউনিটে রয়েছেন চিকিৎসক পিনাকি রায় এবং চিকিৎসক মানসকুমার মণ্ডল । পরীক্ষা-নিরীক্ষা করে এবং রোগীর সঙ্গে থাকা এক্সরে প্লেট দেখে দ্রুত এন্ডোসকপি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । শেষ পর্যন্ত 15-20 মিনিটের চেষ্টায় পাকস্থলী থেকে ওই চুম্বকটি বের করতে সমর্থ হন তাঁরা ।

magnet in stomach child
পাকস্থলী থেকে বের হওয়া প্রায় ৮ সেমি লম্বা চুম্বক

চিকিৎসক পিনাকি রায় বলেন, "এই ধরনের ফরেন বডি পেট থেকে বের করা না হলে ভবিষ্যতে নাড়িভুঁড়ির পথ বন্ধ করে দেয় । এক্ষেত্রে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হয় । পেট কেটে বড় ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে তখন বের করতে হয় ফরেন বডি । এক্ষেত্রে রোগীর মৃত্যুর আশঙ্কাও থেকে যায় ।" 7 বছর বয়সি এই শিশুর পেট থেকে চুম্বকটি বের করার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল । তবে, অস্ত্রোপচার না করে এন্ডোস্কপির মাধ্যমে চুম্বকটি বের করা হয়েছে । এই বিষয়ে চিকিৎসক পিনাকি রায় বলেন, "রোগীকে অজ্ঞান করে এন্ডোসকপির মাধ্যমে কাটাছেঁড়া না করে এবং রক্তপাতহীন ভাবে চুম্বকটি বের করা হয়েছে । রোগী এখন ভালো আছে । বাড়ি ফিরে গেছে ।"

পেট কেটে বড় ধরনের অস্ত্রোপচার না করে যে পদ্ধতিতে চুম্বকটি বের করা হয়েছে ডাক্তারি ভাষায় তার নাম এন্ডোস্কপিক থেরাপিউটিক প্রসিডিওর । এই পদ্ধতি ব্যবহারের ফলে রোগীর সুরক্ষার বিষয়ে একপ্রকার নিশ্চিত থাকতে পারেন চিকিৎসকরা । চিকিৎসকরা জানিয়েছেন, এই পদ্ধতিটি রোগীর পক্ষে উপকারী । তবে, এই পদ্ধতি ব্যবহারের বিষয়টি কঠিন অর্থাৎ, টেকনিক্যালি ডিফিকাল্ট । যে চুম্বকটি গিলে ফেলেছিল এই শিশুটি, তা নিউরোলজিক্যাল সমস্যায় মেডিটেশনের জন্য ব্যবহৃত হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

Intro:কলকাতা, ৬ জুন: পেট কেটে বড় ধরনের অস্ত্রোপচার না করে, এন্ডোস্কোপির মাধ্যমে প্রায় ৮ সেন্টিমিটার লম্বা একটি চুম্বক বের করা হল ৭ বছর বয়সি এক শিশুর পাকস্থলী থেকে। চুম্বকটির ওজন ৫০ গ্রামের বেশি। এই চুম্বকটি নিয়ে খেলতে গিয়ে গিলে ফেলেছিল এই শিশুটি। বৃহস্পতিবারের এই ঘটনা নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রো এন্টেরোলজি ইউনিটের। শিশুটি ভালো আছে বলে জানিয়েছেন এই ইউনিটের চিকিৎসকরা।
Body:ধানবাদের বাসিন্দা ওই শিশুর নাম উৎসবকুমার সিনহা। তাকে নিয়ে এদিনই নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রো এন্টেরোলজি ইউনিটের বহির্বিভাগে আসেন পরিজনরা। এই ইউনিটে রয়েছেন চিকিৎসক পিনাকি রায় এবং চিকিৎসক মানসকুমার মণ্ডল। চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করে এবং রোগীর সঙ্গে থাকা এক্সরে প্লেট দেখে দ্রুত এন্ডোসকপি করার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত ১৫-২০ মিনিটের চেষ্টায় পাকস্থলী থেকে ওই চুম্বকটি বের করতে সমর্থ হন তাঁরা।

চিকিৎসক পিনাকি রায় বলেন, "এই ধরনের ফরেন বডি পেট থেকে বের করা না হলে ভবিষ্যতে নাড়িভুঁড়ির পথ বন্ধ করে দেয়। এ ক্ষেত্রে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয়। পেট কেটে বড় ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে তখন বের করতে হয় ফরেন বডি। এক্ষেত্রে রোগীর মৃত্যুর আশঙ্কাও থেকে যায়।" ৭ বছর বয়সি এই শিশুর পেট থেকে চুম্বকটি বের করার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। তবে, অস্ত্রোপচার না করে এন্ডোস্কপির মাধ্যমে চুম্বকটি বের করা হয়েছে। চিকিৎসক পিনাকি রায় বলেন, "রোগীকে অজ্ঞান করে এন্ডোসকপির মাধ্যমে কাটাছেঁড়া না করে এবং রক্তপাতহীন ভাবে চুম্বকটি বের করা হয়েছে। রোগী এখন ভালো আছে। বাড়িতে ফিরে গিয়েছে।"
Conclusion:পেট কেটে বড় ধরনের অস্ত্রোপচার না করে যে পদ্ধতিতে এদিন চুম্বকটি বের করা হয়েছে ডাক্তারি ভাষায় তার নাম এন্ডোস্কপিক থেরাপিউটিক প্রসিডিওর। এই পদ্ধতি ব্যবহারের ফলে রোগীর সুরক্ষার বিষয়ে একপ্রকার নিশ্চিত থাকতে পারেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, এই পদ্ধতিটি রোগীর পক্ষে উপকারী। তবে, এই পদ্ধতির ব্যবহারের বিষয়টি কঠিন অর্থাৎ, টেকনিক্যালি ডিফিকাল্ট। যে চুম্বকটি গিলে ফেলেছিল এই শিশুটি, তা নিউরোলজিক্যাল সমস্যায় মেডিটেশনের জন্য ব্যবহৃত হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

_______

ছবি:
wb_kol_june 6 magnet in stomach child pic1_7203421


ভিস্যুয়াল:
wb_kol_june 6 magnet in stomach child vis_7203421

______





For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.