কলকাতা, 28 মার্চ : লকডাউনের মাঝে কোনওভাবেই জরুরি পরিষেবা বিঘ্নিত হোক চায় না কলকাতা পুলিশ । সেই সূত্রেই চালু হয় জরুরি পরিষেবা প্রদানকারী বিশেষ পাস । যা নিয়ে রীতিমতো বিভ্রান্তি ছড়ানোয় এবার সেই পাস অনলাইনে আনল কলকাতা পুলিশ । উদ্বোধন করলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা ।
জরুরি পরিষেবা বন্ধ করা চলবে না । এমন নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানিয়েছিলেন এখন থেকে প্রশাসনের তরফে দেওয়া হবে পাস । সেই পাসের মাধ্যমেই পাবেন জরুরি পরিষেবা । একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কোনওভাবেই যাতে খাবারের হোম ডেলিভারি বন্ধ না হয় সেটাও দেখতে হবে । যারা খাবারের হোম ডেলিভারি করেন তাদেরও দেওয়া হবে এই ধরনের পাস । প্রশাসনের তরফে একটি পাস ইশু হলে গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটি বৈধ ।
পাস পেলে লকডাউনের মধ্যে যাতায়াতের কোনও অসুবিধা নেই । বৈধ রাজ্যের সর্বত্র । আর এই পাস বণ্টন নিয়েই কলকাতায় তৈরি হয়েছিল বিভ্রান্তি । মানুষ নানা কারণে থানায় আসছিলেন । দাবি করছিলেন এই পাসের । সেই সব কারণেই সমস্যা এড়াতে এবার অনলাইনে আনা হল এটিকে ।
http://coronapass.kolkatapolice.org এই ওয়েবসাইটে পাসের জন্য আবেদন করা যাবে । আবেদনকারীর যদি বৈধভাবে আবেদন করেন তবে তার ইমেইলে চলে যাবে সেই পাস ।