ETV Bharat / state

বিহারের থেকেও বাংলার ভোট করা কঠিন ছিল : অজয় নায়েক - bjp

ভোটের কাজ শেষ হয়ে গেছে। রাজ্য ছাড়ছেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ।

ফাইল ফোটো
author img

By

Published : May 25, 2019, 3:15 AM IST

কলকাতা, 25 মে : শেষ ভোটের কাজ । আজই বাংলা ছাড়ছেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । কেমন ছিল তাঁদের অভিজ্ঞতা ? এই বিষয়ে অজয় নায়েক বলেন, "বিহারের থেকেও বাংলার ভোট করা কঠিন ছিল । আমার কাছে এটা একটি বড় চ্যালেঞ্জ ছিল । আজকের পশ্চিমবঙ্গ 15 বছর আগের বিহারের জায়গায় দাঁড়িয়ে আছে ।"

অজয় নায়েক আরও বলেন, "বিশেষ করে ব্যারাকপুরের ভোট করা খুব কঠিন ছিল । কোনওভাবেই ভোট সন্ত্রাস থেকে মুক্ত হতে বাংলা । খুব চিন্তা হচ্ছিল । পশ্চিমবঙ্গের নির্বাচন আমার জীবনের এক ঐতিহাসিক ঘটনা । একটি চ্যালেঞ্জ ছিল, উতরে যেতে পেরেছি বলে মনে করছি ।"

অন্যদিকে, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেন, "যতটা পেরেছি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার চেষ্টা করছি । কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ । সাধারণ ভারতবাসীর কাছে ভয়-ডরহীন ভোট দেওয়াটাই নাগরিক হিসেবে অন্যতম চাওয়া । 92 কোটি মানুষ ভোট দিয়েছেন । নির্বাচিত করেছেন নতুন সরকার । রাজ্যের ভালো হোক ।"

কলকাতা, 25 মে : শেষ ভোটের কাজ । আজই বাংলা ছাড়ছেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । কেমন ছিল তাঁদের অভিজ্ঞতা ? এই বিষয়ে অজয় নায়েক বলেন, "বিহারের থেকেও বাংলার ভোট করা কঠিন ছিল । আমার কাছে এটা একটি বড় চ্যালেঞ্জ ছিল । আজকের পশ্চিমবঙ্গ 15 বছর আগের বিহারের জায়গায় দাঁড়িয়ে আছে ।"

অজয় নায়েক আরও বলেন, "বিশেষ করে ব্যারাকপুরের ভোট করা খুব কঠিন ছিল । কোনওভাবেই ভোট সন্ত্রাস থেকে মুক্ত হতে বাংলা । খুব চিন্তা হচ্ছিল । পশ্চিমবঙ্গের নির্বাচন আমার জীবনের এক ঐতিহাসিক ঘটনা । একটি চ্যালেঞ্জ ছিল, উতরে যেতে পেরেছি বলে মনে করছি ।"

অন্যদিকে, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেন, "যতটা পেরেছি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার চেষ্টা করছি । কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ । সাধারণ ভারতবাসীর কাছে ভয়-ডরহীন ভোট দেওয়াটাই নাগরিক হিসেবে অন্যতম চাওয়া । 92 কোটি মানুষ ভোট দিয়েছেন । নির্বাচিত করেছেন নতুন সরকার । রাজ্যের ভালো হোক ।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.