কলকাতা, 12 জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র পেশ নিয়ে আজ তৃতীয় দিনেও অশান্তির খবর মিলেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ৷ হিংসার ঘটনা এড়াতে নানা পদক্ষেপও করেছে নির্বাচন কমিশন ৷ এ বার আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে ৷ বলা হয়েছে, কোনও প্রার্থী যদি মনোনয়ন পত্র প্রত্যাহার করতে চান, তাহলে তাঁর আগে তাঁর পরিচয় যাচাই করে দেখা হবে ৷ তবেই তাঁর মনোনয়ন প্রত্যাহার করা হবে ৷ মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগের ভিত্তিতেই কমিশন এই ব্যবস্থা নিয়েছে বলে মনে করা হচ্ছে ৷
নয়া নির্দেশে বলা হয়েছে, প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন করলে প্রথমেই দেখে নেওয়া হবে যিনি প্রার্থী তিনি নিজেই মনোনয়ন প্রত্যাহার করছেন কি না ৷ সেই কারণে তাঁর পরিচয় পত্র দেখে তাঁর পরিচয় যাচাই করে নেওয়া হবে বলে নয়া নির্দেশিকায় জানানো হয়েছে ৷ এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন । কমিশনের পক্ষ থেকে সমস্ত জেলাশাসককে চিঠি দিয়ে এই প্রত্যাহার সম্পর্কিত নির্দেশের চিঠি পাঠানো হয়েছে ।
আরও পড়ুন: অন্য ছবি! মনোনয়ন জমা দিতে আসা বিরোধীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা তৃণমূলের
পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়ে গিয়েছে ৷ মুর্শিদাবাদের খড়গ্রামে মৃত্যু হয়েছে একজন বিজেপি কর্মীর । ঘটেছে বোমাবাজির ঘটনা, মারামারি, রক্তপাত ৷ হিংসা রুখতে বারবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে আসছে বিরোধীরা ৷ এই পরিস্থিতিতে গতকালই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রগুলি থেকে এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে । আজ থেকেই সর্বত্র এই নিয়ম চালু হয়ে গিয়েছে । মনোনয়নপত্র জমা দেওয়ার পুরো প্রক্রিয়াকে ভিডিয়োগ্রাফি করা হবে বলে আগেই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ।