কলকাতা, 12 জুলাই : নির্বাচন কমিশনের তরফে চিঠি পাঠানো হল রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে ৷ নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতা পৌরনিগমেরও বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান ৷ তিনি দু'টি লাভজনক পদে রয়েছেন কি না তা জানতেই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷ সূত্রের খবর, জুন মাসে রাজ্যপাল থেকে অতিরিক্ত মুখ্যসচিব পোল প্যানেলকে চিঠি দিয়েছিল ৷ তারপরই এই চিঠিটি পাঠায় নির্বাচন কমিশন ৷
এই মাসের শুরুর দিকে পোল প্যানেলের ডিরেক্টরদের মধ্যে একজন বিজয় কুমার পান্ডেও রাজীব সিনহাকে চিঠি পাঠিয়েছিলেন ৷ কেন ফিরহাদ হাকিমকে বিধায়কের পদ থেকে বরখাস্ত করা উচিত নয় জানতে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন তিনি ৷
একজন পদস্থ সরকারি আধিকারিক বলেন, "হ্যাঁ ৷ আমরা এই সম্পর্কে একটি চিঠি পেয়েছি ৷ আমরা বিষয়টি দেখছি ৷ সঠিক সময়ে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব ৷" নগরোন্নয়ন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যে, তিনি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সিভিক বডির চেয়ারম্যান হিসেবে কোনও বেতন বা ভাতা নেননি ৷
দপ্তর সূত্রে খবর, নির্বাচন কমিশনের তরফে ন'টি প্রশ্ন করা হয়েছে ৷ যার মধ্যে দু'টি প্রশ্নে পৌরনিগমের বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফিরহাদ হাকিমের দায়িত্ব ও পারিশ্রমিক হিসেবে জানতে চাওয়া হয়েছে ৷ চিঠিতে ফিরহাদ হাকিমের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত, নিয়োগ আদেশের অনুলিপি এবং তাঁকে প্রদত্ত সুযোগ-সুবিধাগুলির তথ্য জানতে চাওয়া হয়েছে ৷
কোন তারিখ এই পদ তৈরির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং রাজ্য সরকারের কোনও নির্দেশে এটি করা হয়েছিল কিনা তাও জানতে চেয়ে চিঠিতে প্রশ্ন করা হয়েছে ৷ সরকারি সূত্রে খবর, অতিরিক্ত মুখ্যসচিব সতীশ তিওয়ারি থেকে শুরু করে রাজ্যপাল জগদীপ ধনকড় 22 জুন পোল প্যানেলকে চিঠি পাঠিয়েছিল ৷ তারপরই নির্বাচন কমিশন এই চিঠি পাঠায় ৷
কোরোনা সংক্রমণের জেরে পৌরসভা নির্বাচন পিছিয়ে যাওয়ায় এবছরের শুরুতে কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান পদ তৈরি করা হয় ৷ এর আগে ফিরহাদ হাকিম কলকাতার মেয়র পদে ছিলেন ৷2007 সালে রাজ্য সরকার লাভজনক পদের তালিকায় 115টি পদকে যুক্ত করেছিল ৷ 2011 সালে এই তালিকা সংশোধন করে 115 থেকে 126 করা হয় ৷
ফিরহাদ হাকিম বলেন, রাজ্যপাল BJP-র সঙ্গে জোট বেঁধে সমস্যা তৈরি করছেন ৷ "বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান হিসেবে আমি কো‘ বেতন, ভাতা বা গাড়ি নিইনি ৷ BJP ও রাজ্যপাল মিলিতভাবে আমাদের (রাজ্য সরকার) বিরক্ত করছে ৷ আদালত আমাকে আমার দায়িত্ব চালিয়ে যেতে বলেছে ৷ আমি সেই মতো কাজ করে যাব ৷"