ETV Bharat / state

কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে রবিবার উপাচার্যদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর - opening of the college-university

এখনও পর্যন্ত পড়ুয়াদের ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য খোলা হয়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলি । 1 নভেম্বর থেকে নতুন পড়ুয়াদের ক্লাস শুরু করা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইনের পর এবার উপাচার্যদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ।

meeting with Vice-Chancellors
meeting with Vice-Chancellors
author img

By

Published : Sep 25, 2020, 5:50 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : রবিবার (27 সেপ্টেম্বর) ফের রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করতে চলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । ওইদিন দুপুর একটায় সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে হবে এই বৈঠ‌ক । জানা গেছে, কোরোনা আবহে কলেজ-বিশ্ববিদ্যালয় কীভাবে এবং কবে থেকে খোলা যাবে সেই নিয়েই আলোচনা হতে পারে রবিবারের ওই বৈঠকে ।

সম্প্রতি গাইডলাইন জারি করে 2020-2021 শিক্ষাবর্ষ চালুর দিন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । সেই গাইডলাইনে 1 নভেম্বর থেকে 2020-2021 শিক্ষাবর্ষ চালুর কথা বলা হয়েছে । UGC-র দেওয়া অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, 31 অক্টোবরের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তরের ভরতি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে দেশের কলেজ-বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে । 1 নভেম্বর থেকে সেমেস্টার ও বর্ষের নতুন ব্যাচের ক্লাস চালু করতে হবে । কোরোনা আবহে পঠন-পাঠনের ব্যাপক ক্ষতির কথা মাথায় রেখে 2020-2021 শিক্ষাবর্ষে ছুটিতে কাটছাঁট ও সপ্তাহে ছয়দিন করে ক্লাস করানোর কথাও বলা হয়েছে গাইডলাইনে । তবে, COVID-19 প্রতিরোধের জন্য সমস্ত রকম গাইডলাইন, নির্দেশিকা, পরামর্শ মেনেই অ্যাকাডেমিক কার্যকলাপ চালু করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে ।

চলতি বছর কোরোনা আবহে 16 মার্চ থেকে বন্ধ রয়েছে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান । লকডাউনের পর ধাপে ধাপে আনলকে খুলেছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক দপ্তরগুলি । অনলাইন মাধ্যমে অধিকাংশ জায়গায় চালু করা হয়েছে পঠন-পাঠনও । অক্টোবর মাসে অনলাইনেই চূড়ান্ত সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষাও নেওয়ার জন্য বর্তমানে প্রস্তুতি নিচ্ছে রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয় । কিন্তু, এখনও পর্যন্ত পড়ুয়াদের ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য খোলা হয়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলি । 1 নভেম্বর থেকে নতুন পড়ুয়াদের ক্লাস শুরু করা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইনের পর এবার উপাচার্যদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ।

রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের এক পদস্থ আধিকারিক বলেন, "কেন্দ্র এবং রাজ্যের COVID-19 সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে নিউ নর্মালে অ্যাকাডেমিক ক্যালেন্ডার শুরু করতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব । আলোচনায় অনলাইন এবং তার সঙ্গে অফলাইন ক্লাসের বিষয়ও উঠে আসবে ।" যদিও, সশরীরে ক্লাস এই মূহুর্তে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে প্রতিষ্ঠানগুলির কাছে । কারণ, কবে থেকে লোকাল ট্রেন শুরু হবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনও চিত্র পাওয়া যায়নি ।

এ প্রসঙ্গে কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, "আমাদের কমপক্ষে 40 শতাংশ পড়ুয়া ট্রেনে করে বিশ্ববিদ্যালয়ে আসেন । তাই যদি নভেম্বরে লোকাল ট্রেন পরিষেবা চালু না হয় তাহলে সশরীরে ক্লাস করানো সম্ভব হবে না ।" আবার কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার পর কোরোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে সাধারণ মানুষ কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই দায়ি করতে পারে । এই ভেবে চিন্তিত অনেকেই । এক্ষেত্রে অনেক উপাচার্যই চাইছেন, ক্যাম্পাস খোলার আগে এমন ব্যবস্থা তৈরি করতে যাতে পড়ুয়াদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ যেন কোনও নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দায়ি না করে । আবার অনেকেই বর্তমান পরিস্থিতির বিচারে নভেম্বর মাসে ক্যাম্পাস খোলা সম্ভব হবে কি না তা নিয়ে সন্দিহান ।

কলকাতা, 25 সেপ্টেম্বর : রবিবার (27 সেপ্টেম্বর) ফের রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করতে চলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । ওইদিন দুপুর একটায় সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে হবে এই বৈঠ‌ক । জানা গেছে, কোরোনা আবহে কলেজ-বিশ্ববিদ্যালয় কীভাবে এবং কবে থেকে খোলা যাবে সেই নিয়েই আলোচনা হতে পারে রবিবারের ওই বৈঠকে ।

সম্প্রতি গাইডলাইন জারি করে 2020-2021 শিক্ষাবর্ষ চালুর দিন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । সেই গাইডলাইনে 1 নভেম্বর থেকে 2020-2021 শিক্ষাবর্ষ চালুর কথা বলা হয়েছে । UGC-র দেওয়া অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, 31 অক্টোবরের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তরের ভরতি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে দেশের কলেজ-বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে । 1 নভেম্বর থেকে সেমেস্টার ও বর্ষের নতুন ব্যাচের ক্লাস চালু করতে হবে । কোরোনা আবহে পঠন-পাঠনের ব্যাপক ক্ষতির কথা মাথায় রেখে 2020-2021 শিক্ষাবর্ষে ছুটিতে কাটছাঁট ও সপ্তাহে ছয়দিন করে ক্লাস করানোর কথাও বলা হয়েছে গাইডলাইনে । তবে, COVID-19 প্রতিরোধের জন্য সমস্ত রকম গাইডলাইন, নির্দেশিকা, পরামর্শ মেনেই অ্যাকাডেমিক কার্যকলাপ চালু করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে ।

চলতি বছর কোরোনা আবহে 16 মার্চ থেকে বন্ধ রয়েছে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান । লকডাউনের পর ধাপে ধাপে আনলকে খুলেছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক দপ্তরগুলি । অনলাইন মাধ্যমে অধিকাংশ জায়গায় চালু করা হয়েছে পঠন-পাঠনও । অক্টোবর মাসে অনলাইনেই চূড়ান্ত সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষাও নেওয়ার জন্য বর্তমানে প্রস্তুতি নিচ্ছে রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয় । কিন্তু, এখনও পর্যন্ত পড়ুয়াদের ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য খোলা হয়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলি । 1 নভেম্বর থেকে নতুন পড়ুয়াদের ক্লাস শুরু করা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইনের পর এবার উপাচার্যদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ।

রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের এক পদস্থ আধিকারিক বলেন, "কেন্দ্র এবং রাজ্যের COVID-19 সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে নিউ নর্মালে অ্যাকাডেমিক ক্যালেন্ডার শুরু করতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব । আলোচনায় অনলাইন এবং তার সঙ্গে অফলাইন ক্লাসের বিষয়ও উঠে আসবে ।" যদিও, সশরীরে ক্লাস এই মূহুর্তে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে প্রতিষ্ঠানগুলির কাছে । কারণ, কবে থেকে লোকাল ট্রেন শুরু হবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনও চিত্র পাওয়া যায়নি ।

এ প্রসঙ্গে কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, "আমাদের কমপক্ষে 40 শতাংশ পড়ুয়া ট্রেনে করে বিশ্ববিদ্যালয়ে আসেন । তাই যদি নভেম্বরে লোকাল ট্রেন পরিষেবা চালু না হয় তাহলে সশরীরে ক্লাস করানো সম্ভব হবে না ।" আবার কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার পর কোরোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে সাধারণ মানুষ কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই দায়ি করতে পারে । এই ভেবে চিন্তিত অনেকেই । এক্ষেত্রে অনেক উপাচার্যই চাইছেন, ক্যাম্পাস খোলার আগে এমন ব্যবস্থা তৈরি করতে যাতে পড়ুয়াদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ যেন কোনও নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দায়ি না করে । আবার অনেকেই বর্তমান পরিস্থিতির বিচারে নভেম্বর মাসে ক্যাম্পাস খোলা সম্ভব হবে কি না তা নিয়ে সন্দিহান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.