কলকাতা, 1 সেপ্টেম্বর : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইন মেনে চূড়ান্ত বর্ষ ও সেমেস্টারের পরীক্ষা নিতেই হবে রাজ্যগুলিকে । পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বৈঠকে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়কে 1 অক্টোবর থেকে 18 অক্টোবরের মধ্যে চূড়ান্ত বর্ষ ও সেমেস্টারের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ এর সঙ্গে 31 অক্টোবর মধ্যে ফলাফল প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে ৷
কোরোনা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী মেনে সুবিধা অনুযায়ী অনলাইন অথবা অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে । তবে কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে তার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলিকে নিতে বলেছেন শিক্ষামন্ত্রী ৷
এই প্রসঙ্গে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের এক পদস্থ আধিকারিক বলেন, "চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষার জন্য পড়ুয়াদের বাড়ি থেকে বের হতে হবে না । কারণ, কোরোনা পরিস্থিতিতে আমরা তাদের কোনও বিপদের মুখে ঠেলে দিতে চাই না ।"
ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার বিষয়ে বৈঠকে উপস্থিত এক উপাচার্য বলেন, "ওপেন বুক পরীক্ষা কোনও সমস্যা নয় যদি প্রশ্নগুলি বিশ্লেষণাত্মক হয় ।" অন্য আরও এক উপাচার্য বলেন, সকল পড়ুয়াদের কাছে স্মার্টফোন নেই বা যে এলাকায় ইন্টারনেট সংযোগ খুবই দুর্বল তাদের কাছে পৌঁছানোটা বিশ্ববিদ্যালয়গুলির জন্য একটা বড় চ্যালেঞ্জ ।
পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে আরও একটি বড় চ্যালেঞ্জ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলির সামনে । তা হল চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষার জন্য দৃষ্টিশক্তিহীন পড়ুয়াদের কাছে পৌঁছানো ।