কলকাতা, 5 অক্টোবর: "তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই ৷" 'রাজভবন চলো' অভিযানের দিন রাজ্যপালের অনুপস্থিত প্রসঙ্গে এমন কথাই শোনা গোল ব্রাত্য বসুর মুখে। বৃহস্পতিবার তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবন অভিযানে নামে তৃণমূল কংগ্রেস। 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত মানুষদের চিঠি রাজভবনে পৌঁছনোর জন্যই এই কর্মসূচি নেয় রাজ্যের শাসকদল। তবে এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে ছিলেন রাজ্যপাল। আর রাজ্যপালের কলকাতায় না থাকার জেরে "পালিয়ে গিয়েছে" বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব ৷
এদিন তৃণমূলের 'রাজভবন চলো' অভিযানের পর সরকারি এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওই অনুষ্ঠানে তাঁকে রাজ্যপালের না-থাকা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "আমাদের সেচমন্ত্রী এই বিষয়ে বিবৃতি দিয়েছে। আমার ভূমির গান মনে পড়ছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।" অন্যদিকে এদিন সকালে সেচমন্ত্রী পার্থ ভৌমিক রাজ্যপালের না থাকা বিষয়ে বলেন, "অভিষেক বন্দ্যেপাধ্যায়কে দেখে যেমন প্রতিমন্ত্রীও পালাচ্ছেন তেমনই রাজ্যপালও পালাচ্ছেন। গরিবের হকের টাকা চাইতে যাচ্ছেন অভিষেক। তাঁকেই হেনস্থা করা হচ্ছে। এর জবাব দিতে পারবেন না বলেই রাজ্যপাল পালাচ্ছেন ৷"
আরও পড়ুন: 'রাজ্যপাল দেখা না করলে ধরনা চলবে,' হুঁশিয়ারি অভিষেকের
এর সঙ্গেই এদিন তৃণমূলের কংগ্রেসের 'রাজভবন চলো' কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন উপাচার্যরাও। দেখা মিলেছে ওমপ্রকাশ মিশ্র, মহুয়া দাস, গৌতম পাল, আশিষ চট্টোপাধ্যায়-সহ প্রাক্তন উপাচার্যদের। দীর্ঘদিন ধরে তাঁরা রাজ্যপাল তথা আচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার খোদ রাজনৈতিক দলীয় কর্মসূচিতে যোগ দিতে দেখা গেল তাদের। সেই নিয়েও শুরু হয়েছে বিতর্ক। এই বিতর্ক প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, "যদি তাঁরা এসে থাকেন তাহলে তাঁরা রাজ্যের দাবি দাওয়ার প্রতি সহানুভূতিশীল। তাঁরা রাজ্যের বাসিন্দা, তাঁরা উত্তরপ্রদেশ বা কেরলের নয়। ফলে রাজ্যের গরিব মানুষের হকের টাকা মেরে দেওয়া হচ্ছে সেটা নিয়ে কোনও শিক্ষাবিদও চুপ থাকতে পারেন না। যেভাবে জুলুমবাজি করে আন্দোলন স্তব্দ করে দেওয়ার চেষ্টা করেছে সেখানে গোটা বাংলার মানুষ জেগে উঠেছে। শুধু প্রাক্তন উপাচার্যরা নয়, বহু শিক্ষাকর্মী, শিক্ষকেরাও পা মিলিয়েছেন। আমি তাঁদের আলাদা না করে বড় সমষ্টির অংশ হিসাবে দেখছি।"