ETV Bharat / state

Municipality Recruitment Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে পৌরসভার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি - ইডি

Municipality Recruitment Scam Case: নিয়োগ দুর্নীতির তদন্তে পৌরসভার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা ৷ নিয়োগের ক্ষেত্রে মোট 20টি পৌরসভায় দুর্নীতি হয়েছিল বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

Municipality Recruitment Scam
পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 12:31 PM IST

Updated : Sep 25, 2023, 12:38 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় এ বার পৌরসভার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা । 2012 থেকে 2016 সাল পর্যন্ত রাজ্যের একাধিক পৌরসভায় কীভাবে বেআইনিভাবে নিয়োগপত্র অযোগ্য চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হল, সেই সংক্রান্ত বিষয়ে খোলসা করতেই এ বার পৌরসভার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা ।

নিয়োগ কাণ্ডে ধৃত অয়ন শীলের বাড়ি ও অফিসে তল্লাশি চালানোর পর যে একাধিক নথিপত্র উদ্ধার হয়েছিল, তা থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, শুধু প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতেই নয়, বরং রাজ্যের একাধিক পৌরসভায় বড়সড় দুর্নীতি হয়েছিল । মোট 20 টি পুরসভা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর নজরে আসে । তার মধ্যে ব্যারাকপুর, টিটাগর, পানিহাটি-সহ মোট 20 টি পৌরসভা রয়েছে ।

আরও পড়ুন: পৌরসভায় নিয়োগ-দুর্নীতি, দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই

ইডির তদন্তকারী আধিকারিকদের দাবি, এই সব পৌরসভায় বেআইনিভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল অযোগ্য চাকরিপ্রার্থীদের হাতে । এরপরেই তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তদন্তকারীরা রাজ্যের মোট 20 টি পৌরসভায় তাদের নিয়োগ সংক্রান্ত নথিপত্র জমা দিতে বলেছিলেন । এ দিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, 20 টি পৌরসভার মধ্যে সাতটি পৌরসভা এখনও পর্যন্ত তাদের নথিপত্র জমা দেয়নি । এ বার এই সংক্রান্ত মামলায় সংশ্লিষ্ট পৌরসভার আধিকারিকদের নোটিশ করে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা ।

তদন্তকারীরা তদন্তে নেমে জানতে পারেন যে, একাধিক পৌরসভায় বেআইনিভাবে নিয়োগ হয়েছিল । এই সব নিয়োগ সংক্রান্ত ঘটনায় ধৃত অয়ন শীল সরাসরি ভাবে যুক্ত রয়েছেন বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ।

আরও পড়ুন: পৌর নিয়োগ দুর্নীতি মামলায় 12 পৌরসভাকে নোটিশ ইডির

কলকাতা, 25 সেপ্টেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় এ বার পৌরসভার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা । 2012 থেকে 2016 সাল পর্যন্ত রাজ্যের একাধিক পৌরসভায় কীভাবে বেআইনিভাবে নিয়োগপত্র অযোগ্য চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হল, সেই সংক্রান্ত বিষয়ে খোলসা করতেই এ বার পৌরসভার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা ।

নিয়োগ কাণ্ডে ধৃত অয়ন শীলের বাড়ি ও অফিসে তল্লাশি চালানোর পর যে একাধিক নথিপত্র উদ্ধার হয়েছিল, তা থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, শুধু প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতেই নয়, বরং রাজ্যের একাধিক পৌরসভায় বড়সড় দুর্নীতি হয়েছিল । মোট 20 টি পুরসভা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর নজরে আসে । তার মধ্যে ব্যারাকপুর, টিটাগর, পানিহাটি-সহ মোট 20 টি পৌরসভা রয়েছে ।

আরও পড়ুন: পৌরসভায় নিয়োগ-দুর্নীতি, দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই

ইডির তদন্তকারী আধিকারিকদের দাবি, এই সব পৌরসভায় বেআইনিভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল অযোগ্য চাকরিপ্রার্থীদের হাতে । এরপরেই তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তদন্তকারীরা রাজ্যের মোট 20 টি পৌরসভায় তাদের নিয়োগ সংক্রান্ত নথিপত্র জমা দিতে বলেছিলেন । এ দিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, 20 টি পৌরসভার মধ্যে সাতটি পৌরসভা এখনও পর্যন্ত তাদের নথিপত্র জমা দেয়নি । এ বার এই সংক্রান্ত মামলায় সংশ্লিষ্ট পৌরসভার আধিকারিকদের নোটিশ করে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা ।

তদন্তকারীরা তদন্তে নেমে জানতে পারেন যে, একাধিক পৌরসভায় বেআইনিভাবে নিয়োগ হয়েছিল । এই সব নিয়োগ সংক্রান্ত ঘটনায় ধৃত অয়ন শীল সরাসরি ভাবে যুক্ত রয়েছেন বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ।

আরও পড়ুন: পৌর নিয়োগ দুর্নীতি মামলায় 12 পৌরসভাকে নোটিশ ইডির

Last Updated : Sep 25, 2023, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.