ETV Bharat / state

ED to Interrogate Rujira: কালীঘাটের কাকুর বয়ান মিলিয়ে রুজিরাকে প্রশ্ন করতে পারে ইডি - ED

রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল ডেকে পাঠিয়েছে ইডি ৷ মনে করা হচ্ছে তাঁকে সুজয়কৃষ্ণ ভদ্রের কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে প্রশ্ন করতে পারেন তদন্তকারীরা ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Jun 7, 2023, 4:05 PM IST

কলকাতা, 7 জুন: রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সূত্রে খবর প্রথম পর্যায়ে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র তদন্তে সহযোগিতা না-করলেও ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন তিনি ৷ ইডি'র দাবি, যে সংস্থার ডিরেক্টর পদে ছিলেন কালীঘাটের কাকু, আদতে সেই সংস্থাটি ছিল দুর্নীতির সদর সংস্থা । সেখান থেকেই হতো এই টাকা পয়সার ভাগ বাটোয়ারা ৷ সুজয়কৃষ্ণ যে সংস্থায় কাজ করতেন সেই সংস্থাটি রাজ্যের একজন প্রভাবশালী ব্যক্তির বলে জানা গিয়েছে ।

ইতিমধ্যেই কালীঘাটের কাকুর কাছ থেকে সংশ্লিষ্ট কোম্পানি এবং সেটির কার্যকলাপ নিয়ে একাধিক প্রশ্নের উত্তর পেয়েছেন তদন্তকারীরা ৷ তবে সেই উত্তরগুলি সঠিক কি না, তা খতিয়ে দেখতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ক্রস কোয়েশ্চেন করতে চান ইডি গোয়েন্দারা ৷ বৃহস্পতিবার, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী'কে ডেকে পাঠানো হয়েছে ৷

উল্লেখ্য, গত সপ্তাহেই দিল্লি থেকে ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র কলকাতায় এসেছিলেন । বৈঠক করেছিলেন এই রাজ্যের ইডি তদন্তকারীদের সঙ্গে ৷ কথা হয় তদন্তের অগ্রগতি নিয়ে ৷ পূর্বাঞ্চলের ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি, ইনকাম ট্যাক্স আধিকারিকদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেন সঞ্জয় মিশ্র ৷ বৈঠকে কালো টাকা উদ্ধারের বিষয় নিয়ে আলোচনা হয় ৷ ইডি সূত্রের খবর, কালো টাকার উৎস এবং কালো টাকা কোথায় কোথায় ব্যবহার হয়েছে, তা খুঁজে বার করতে তদন্তকারী আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়ে গিয়েছেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র ।

আরও পড়ুন: ইডি ডিরেক্টরের পর শহরে এনআইএ প্রধান, বৈঠক আধিকারিকদের সঙ্গে

এরপরেই সোমবার দুবাই যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিমানবন্দরে আটকে দেয় অভিবাসন দফতর ৷ এরপর তাঁকে নোটিশ দেন ইডি আধিকারিকরা ৷ বলা হয় 8 জুন ইডি দফতরে হাজিরা দিতে ৷ শুধুমাত্র যে নিয়োগ দুর্নীতির বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে তেমনটা নয় বরং কয়লাপাচার কাণ্ডেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি ৷

আরও পড়ুন: পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হানা, অয়নের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ তাঁর স্ত্রীকে

ইডি গোয়েন্দাদের দাবি বিভিন্ন দুর্নীতির টাকা প্রথমে একাধিক হাত ঘুরে আসত কালীঘাটের কাকুর কাছে এবং তিনিই ওই টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছে দিতেন ৷ কালীঘাটের কাকুর কাছ থেকে এখনো পর্যন্ত যে সকল প্রশ্নের উত্তর তদন্তকারীরা পেয়েছেন, সেই উত্তরগুলিকে সামনে রেখে এবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারে ইডি ৷

কলকাতা, 7 জুন: রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সূত্রে খবর প্রথম পর্যায়ে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র তদন্তে সহযোগিতা না-করলেও ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন তিনি ৷ ইডি'র দাবি, যে সংস্থার ডিরেক্টর পদে ছিলেন কালীঘাটের কাকু, আদতে সেই সংস্থাটি ছিল দুর্নীতির সদর সংস্থা । সেখান থেকেই হতো এই টাকা পয়সার ভাগ বাটোয়ারা ৷ সুজয়কৃষ্ণ যে সংস্থায় কাজ করতেন সেই সংস্থাটি রাজ্যের একজন প্রভাবশালী ব্যক্তির বলে জানা গিয়েছে ।

ইতিমধ্যেই কালীঘাটের কাকুর কাছ থেকে সংশ্লিষ্ট কোম্পানি এবং সেটির কার্যকলাপ নিয়ে একাধিক প্রশ্নের উত্তর পেয়েছেন তদন্তকারীরা ৷ তবে সেই উত্তরগুলি সঠিক কি না, তা খতিয়ে দেখতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ক্রস কোয়েশ্চেন করতে চান ইডি গোয়েন্দারা ৷ বৃহস্পতিবার, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী'কে ডেকে পাঠানো হয়েছে ৷

উল্লেখ্য, গত সপ্তাহেই দিল্লি থেকে ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র কলকাতায় এসেছিলেন । বৈঠক করেছিলেন এই রাজ্যের ইডি তদন্তকারীদের সঙ্গে ৷ কথা হয় তদন্তের অগ্রগতি নিয়ে ৷ পূর্বাঞ্চলের ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি, ইনকাম ট্যাক্স আধিকারিকদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেন সঞ্জয় মিশ্র ৷ বৈঠকে কালো টাকা উদ্ধারের বিষয় নিয়ে আলোচনা হয় ৷ ইডি সূত্রের খবর, কালো টাকার উৎস এবং কালো টাকা কোথায় কোথায় ব্যবহার হয়েছে, তা খুঁজে বার করতে তদন্তকারী আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়ে গিয়েছেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র ।

আরও পড়ুন: ইডি ডিরেক্টরের পর শহরে এনআইএ প্রধান, বৈঠক আধিকারিকদের সঙ্গে

এরপরেই সোমবার দুবাই যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিমানবন্দরে আটকে দেয় অভিবাসন দফতর ৷ এরপর তাঁকে নোটিশ দেন ইডি আধিকারিকরা ৷ বলা হয় 8 জুন ইডি দফতরে হাজিরা দিতে ৷ শুধুমাত্র যে নিয়োগ দুর্নীতির বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে তেমনটা নয় বরং কয়লাপাচার কাণ্ডেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি ৷

আরও পড়ুন: পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হানা, অয়নের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ তাঁর স্ত্রীকে

ইডি গোয়েন্দাদের দাবি বিভিন্ন দুর্নীতির টাকা প্রথমে একাধিক হাত ঘুরে আসত কালীঘাটের কাকুর কাছে এবং তিনিই ওই টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছে দিতেন ৷ কালীঘাটের কাকুর কাছ থেকে এখনো পর্যন্ত যে সকল প্রশ্নের উত্তর তদন্তকারীরা পেয়েছেন, সেই উত্তরগুলিকে সামনে রেখে এবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারে ইডি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.