কলকাতা, 19 ডিসেম্বর: খাদ্য দুর্নীতি মামলা তদন্তে তল্লাশি চলল অরণ্যভবনে। মঙ্গলবার দুপুরে সল্টলেকে বন দফতরের অফিস অরণ্যভবনে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। ভবনের ন’তলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে চলে তল্লাশি । খাদ্য দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি সেই ভিত্তিতেই এই তল্লাশি ৷ জানা যাচ্ছে, 2021 বনমন্ত্রী হওয়ার পরেও খাদ্যদুর্নীতি চলেছে ৷ তবে কি বন দফতরের এই ঘর থেকে দুর্নীতির জাল বুনতেন বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ?
খাদ্য দুর্নীতি মামলা হঠাৎ অরন্য ভবনে বনদফতরের অফিসে কেন তল্লাশি?
খাদ্য দুর্নীতি মামলায় কয়েকদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর ৷ সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছ যে এই খাদ্য দুর্নীতি অর্থাৎ একদিকে বন্টন অন্যদিকে ধান কেনা নিয়ে দুর্নীতি চলছিল 2023 সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত । এর মধ্যে 2021 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর বদল হয় ৷ তার পরেও এই দুর্নীতি রমরমিয়ে চলছিল বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি ৷ সেই দুর্নীতির সম্পর্কিত তথ্য ও কাগজ পত্রের অনুসন্ধান করতেই এদিন তল্লাশি চালানো হয় বন দফতরের অফিসে ।
রেশন দুর্নীতি মামলায় নাম জরায় বাকিবুর রহমানের ৷ তাকে জেরা করে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷ জেরায় ইডি আধিকারিকরা জানতে পারেন তারই শ্যালক অভিষেক বিশ্বাসের কথা ৷ জেরায় অভিষেক জানায়, জ্যোতিপ্রিয় মল্লিকের সুপারিশে সে চাকরি পেয়েছে বনদফতরে ৷ ইডি আধিকারিকদের অনুমান বন দফতরের এই অফিস থেকে দুর্নীতির জাল তৈরি করতেন ৷ তাই মন্ত্রীর ঘরে মিলতে পারে কোনও তথ্য ৷ সেই সূত্র ধরে খাদ্য দুর্নীতির আরও নথি এবং তথ্যপ্রমাণের খোঁজে তল্লাশি চলছে বনদফতরের মন্ত্রীর ঘরে ।
খাদ্য দুর্নীতির নথির পাশাপাশি বন দফতরের কোনও দুর্নীতির হদিসের সম্ভাবনা আছে কি না তা অবশ্য জানা যায়নি ৷ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটর আধিকারিকরা তল্লাশি চালানোর সময় উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মীরাও । যেকোনও তল্লাশির সময় নিরপেক্ষ সাক্ষী হিসেবে বাজেয়াপ্ত নথিতে এবং পঞ্চনামাতে সই করবার জন্য ব্যাংক কর্মীদের রাখা হয়। সেই কারণে ব্যাংক কর্মীদের নিয়ে আসা হয়েছে বলে ইডি আধিকারিকদের ইঙ্গিত।
আরও পড়ুন: