ETV Bharat / state

Anubrata Mondal is in Delhi: দিল্লিতে নেমেই বিমানবন্দর থেকে সরাসরি অনুব্রতকে নিয়ে যাওয়া হল ইডি দফতরে

গরুপাচার মামলায় (cattle smuggling case) ধৃত অনুব্রত মণ্ডলকে নিয়ে বুধবার রাতে দিল্লি পৌঁছেছে ইডি ৷ বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে ইডি দফতরে নিয়ে যাওয়া হয় ৷ রাতেই তৃণমূল নেতাকে তোলা হতে পারে আদালতে ৷

ETV Bharat
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Mar 7, 2023, 11:07 PM IST

নয়াদিল্লি, 7 মার্চ: অবশেষে দিল্লি পৌঁছে গেলেন 'বীরভূমের বাঘ' অনুব্রত মণ্ডল ৷ কলকাতা থেকে মঙ্গলবার রাত 9 টা নাগাদ বিমানে দিল্লিতে পৌঁছন অনুব্রত ৷ তাঁর সঙ্গে 3 ইডি আধিকারিক ও এক চিকিৎসক ছিলেন বলে জানা গিয়েছে ৷ সূত্রে খবর, বিমান থেকে নেমে এদিন আচমকাই অসুস্থ বোধ করেন কেষ্ট ৷ হাঁপানির সমস্যা হয় তাঁর ৷ ফলে তাঁকে হুইলচেয়ারে বসিয়ে বাইরে নিয়ে আসতে হয় (Anubrata Mondal reaches Delhi)৷

পরে তাঁকে দিল্লিতে ইডি'র দফতরে নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের খবর এদিন রাতেই তাঁকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিচারকের কাছে পেশ করা হবে ৷ এদিন দমদম বিমানবন্দর থেকে 6টা 56 মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় অনুব্রত মণ্ডলের বিমান ৷ ইডি'র এক আধিকারিক জানিয়েছেন, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় প্রায় 3 মাস আগে ৷ কিন্তু একের পর এক মামলা, আদলতে শুনানি ইত্যাদির কারণে গোটা প্রক্রিয়ায় এত দেরি হল ৷ উল্লেখ্য, গত বছর 11 অগস্ট রাজ্যের গরুপাচার মামলার সিবিআই'র হাতে গ্রেফতার হন অনুব্রত ৷ পরে ইডি'ও এই মামলায় যুক্ত হয় ৷ দুই কেন্দ্রীয় এজেন্সি দফায় দফায় জেরা করে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে (Anubrata Mondal) ৷

আরও পড়ুন: দিল্লির পথে অনুব্রত ! গরু চোর কটাক্ষে কলকাতা ছাড়লেন 'বীরভূমের বাঘ'

কিন্তু অনুব্রত তদন্তে সহযোগিতা করছেন না, তাই তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার প্রয়োজন ৷ এই আবেদন আদালতে জানিয়েছিল ইডি ৷ দিল্লির আদালত সেই অনুমতি দেয় ৷ কিন্তু তাঁর দিল্লি যাত্রা রুখতে চেষ্টার কসুর করেননি এই অনুব্রত ৷ কখনও বলেছেন তাঁর শরীর ঠিক নেই, কখনও কলকাতা হাইকোর্টে দিল্লি যাত্রায় আপত্তি জানিয়ে মামলা করেন তিনি ৷ কিন্তু হাইকোর্টেও তাঁর আবেদন সম্প্রতি খারিজ হয়ে যাওয়ার পর এদিন তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হল ৷ এদিন সকাল 11টা নাগাদ তাঁকে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতায় নিয়ে আসা হয় ৷ 3টে 20 মিনিট তাঁকে অনুব্রত মণ্ডলকে নিয়ে বিমানবন্দরে পৌঁছন ইডি আধিকারিকরা ৷

নয়াদিল্লি, 7 মার্চ: অবশেষে দিল্লি পৌঁছে গেলেন 'বীরভূমের বাঘ' অনুব্রত মণ্ডল ৷ কলকাতা থেকে মঙ্গলবার রাত 9 টা নাগাদ বিমানে দিল্লিতে পৌঁছন অনুব্রত ৷ তাঁর সঙ্গে 3 ইডি আধিকারিক ও এক চিকিৎসক ছিলেন বলে জানা গিয়েছে ৷ সূত্রে খবর, বিমান থেকে নেমে এদিন আচমকাই অসুস্থ বোধ করেন কেষ্ট ৷ হাঁপানির সমস্যা হয় তাঁর ৷ ফলে তাঁকে হুইলচেয়ারে বসিয়ে বাইরে নিয়ে আসতে হয় (Anubrata Mondal reaches Delhi)৷

পরে তাঁকে দিল্লিতে ইডি'র দফতরে নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের খবর এদিন রাতেই তাঁকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিচারকের কাছে পেশ করা হবে ৷ এদিন দমদম বিমানবন্দর থেকে 6টা 56 মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় অনুব্রত মণ্ডলের বিমান ৷ ইডি'র এক আধিকারিক জানিয়েছেন, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় প্রায় 3 মাস আগে ৷ কিন্তু একের পর এক মামলা, আদলতে শুনানি ইত্যাদির কারণে গোটা প্রক্রিয়ায় এত দেরি হল ৷ উল্লেখ্য, গত বছর 11 অগস্ট রাজ্যের গরুপাচার মামলার সিবিআই'র হাতে গ্রেফতার হন অনুব্রত ৷ পরে ইডি'ও এই মামলায় যুক্ত হয় ৷ দুই কেন্দ্রীয় এজেন্সি দফায় দফায় জেরা করে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে (Anubrata Mondal) ৷

আরও পড়ুন: দিল্লির পথে অনুব্রত ! গরু চোর কটাক্ষে কলকাতা ছাড়লেন 'বীরভূমের বাঘ'

কিন্তু অনুব্রত তদন্তে সহযোগিতা করছেন না, তাই তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার প্রয়োজন ৷ এই আবেদন আদালতে জানিয়েছিল ইডি ৷ দিল্লির আদালত সেই অনুমতি দেয় ৷ কিন্তু তাঁর দিল্লি যাত্রা রুখতে চেষ্টার কসুর করেননি এই অনুব্রত ৷ কখনও বলেছেন তাঁর শরীর ঠিক নেই, কখনও কলকাতা হাইকোর্টে দিল্লি যাত্রায় আপত্তি জানিয়ে মামলা করেন তিনি ৷ কিন্তু হাইকোর্টেও তাঁর আবেদন সম্প্রতি খারিজ হয়ে যাওয়ার পর এদিন তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হল ৷ এদিন সকাল 11টা নাগাদ তাঁকে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতায় নিয়ে আসা হয় ৷ 3টে 20 মিনিট তাঁকে অনুব্রত মণ্ডলকে নিয়ে বিমানবন্দরে পৌঁছন ইডি আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.