কলকাতা, 8 জুলাই : প্রায় দু'বছর পর ফের তদন্তকারীদের মুখোমুখি হতে চলেছেন শতাব্দী রায় । সেবার সারদা মামলায় তাঁকে জিজ্ঞাসা করেছিলেন CBI অফিসাররা। আর এবার সেই একই মামলায় তাঁকে তলব করল ED। 12 জুলাই তাঁকে তদন্তকারীদের সামনে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর ।
লোকসভা নির্বাচন শেষ হতেই চিটফান্ড মামলার তদন্তে গতি বাড়িয়েছে CBI । সারদা, রোজ়ভ্যালি সহ একাধিক চিটফান্ড মামলার তদন্ত চলছে সমানতালে । বেশ কিছু রাঘববোয়ালের নাম তদন্তকারীদের হাতে এসেছে । সম্প্রতি, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ও শিবাজী পাঁজাকে তলব করে CBI । আর এবার সারদা মামলায় শতাব্দী রায়কে তলব করল ED ।
এই সংক্রান্ত খবর : ডেলোর বৈঠকে সুদীপ্ত, গৌতমের সঙ্গে গুজগুজ করছিলেন মমতা, সাক্ষী আমি : মুকুল
এই প্রথম নয় । এর আগেও শতাব্দী রায়কে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । 2017 সালের জুলাইয়ে সারদা মামলার তদন্তে বীরভূমের সাংসদকে জিজ্ঞাসাবাদ করে CBI । 2015 সাল থেকে CBI-র তরফে তাঁকে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল । কিন্তু, তিনি হাজিরা দেননি । এরপরই সাংসদের বীরভূমের বাড়ি গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা ।
এই সংক্রান্ত খবর : সারদা কাণ্ডে রাজীব কুমার, অর্ণব ঘোষকে অবিলম্বে গ্রেপ্তার করা প্রয়োজন : কুণাল
2012 সালে সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ ছাড়েন মিঠুন চক্রবর্তী । সেই পদে আসেন শতাব্দী রায় । সূত্রের খবর, ইতিমধ্যেই তদন্তকারীদের জেরায় সারদাকর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায় শতাব্দীর সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন । সেই সময় শতাব্দীর সঙ্গে বার্ষিক 50 লাখ টাকার চুক্তি হয়েছিল সারদার। সেই নথিও তদন্তকারীদের হাতে এসেছে বলে খবর ।
এই সংক্রান্ত খবর : রাজীব কুমারকে সারদার মূল মামলার আওতায় আনতে আবেদন কুণালের
তদন্তে আরও উঠে এসেছে, শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াই নয় । নিজের প্রভাব কাজে লাগিয়ে সারদাকে বেশকিছু সুযোগও পাইয়ে দিয়েছিলেন শতাব্দী । সারদা মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্তকে নিজের প্রভাব কাজে লাগিয়ে রেলওয়ে ইউজ়ার্স কনসাল্টেটিভ কমিটিতে (DRUCC, হাওড়া ব্রাঞ্চ) ঢুকিয়েছিলেন তিনি । সাংসদ কোটাতেই তিনি এই সুবিধা পাইয়ে দিয়েছিলেন বলে সূত্রের খবর।
এই সংক্রান্ত খবর : সুদীপ্ত সেনের বাকি জিনিস কোথায়? প্রশ্ন রাজীবকে
সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু প্রশ্ন করা হতে পারে শতাব্দীকে । যেমন- 50 লাখ টাকার অতিরিক্ত কোনও অর্থ শতাব্দী রায় সারদা থেকে নিতেন কি না ? কীসের বিনিময়ে তিনি সারদাকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দিতেন ? সারদা তাঁর মাধ্যমে কোনও আর্থিক লেনদেন করেছে কি না । মোট কত টাকা তিনি সারদার থেকে নিয়েছেন ?
তবে, ED-র তলবের বিষয়ে এখনও পর্যন্ত শতাব্দী রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।