ETV Bharat / state

সারদা মামলায় শতাব্দীকে তলব ED-র - Sudipta Sen

সারদা মামলায় বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে তলব করল ED । 12 জুলাই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 8, 2019, 4:56 PM IST

কলকাতা, 8 জুলাই : প্রায় দু'বছর পর ফের তদন্তকারীদের মুখোমুখি হতে চলেছেন শতাব্দী রায় । সেবার সারদা মামলায় তাঁকে জিজ্ঞাসা করেছিলেন CBI অফিসাররা। আর এবার সেই একই মামলায় তাঁকে তলব করল ED। 12 জুলাই তাঁকে তদন্তকারীদের সামনে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর ।

লোকসভা নির্বাচন শেষ হতেই চিটফান্ড মামলার তদন্তে গতি বাড়িয়েছে CBI । সারদা, রোজ়ভ্যালি সহ একাধিক চিটফান্ড মামলার তদন্ত চলছে সমানতালে । বেশ কিছু রাঘববোয়ালের নাম তদন্তকারীদের হাতে এসেছে । সম্প্রতি, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ও শিবাজী পাঁজাকে তলব করে CBI । আর এবার সারদা মামলায় শতাব্দী রায়কে তলব করল ED ।

এই সংক্রান্ত খবর : ডেলোর বৈঠকে সুদীপ্ত, গৌতমের সঙ্গে গুজগুজ করছিলেন মমতা, সাক্ষী আমি : মুকুল

এই প্রথম নয় । এর আগেও শতাব্দী রায়কে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । 2017 সালের জুলাইয়ে সারদা মামলার তদন্তে বীরভূমের সাংসদকে জিজ্ঞাসাবাদ করে CBI । 2015 সাল থেকে CBI-র তরফে তাঁকে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল । কিন্তু, তিনি হাজিরা দেননি । এরপরই সাংসদের বীরভূমের বাড়ি গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা ।

এই সংক্রান্ত খবর : সারদা কাণ্ডে রাজীব কুমার, অর্ণব ঘোষকে অবিলম্বে গ্রেপ্তার করা প্রয়োজন : কুণাল

2012 সালে সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ ছাড়েন মিঠুন চক্রবর্তী । সেই পদে আসেন শতাব্দী রায় । সূত্রের খবর, ইতিমধ্যেই তদন্তকারীদের জেরায় সারদাকর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায় শতাব্দীর সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন । সেই সময় শতাব্দীর সঙ্গে বার্ষিক 50 লাখ টাকার চুক্তি হয়েছিল সারদার। সেই নথিও তদন্তকারীদের হাতে এসেছে বলে খবর ।

এই সংক্রান্ত খবর : রাজীব কুমারকে সারদার মূল মামলার আওতায় আনতে আবেদন কুণালের

তদন্তে আরও উঠে এসেছে, শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াই নয় । নিজের প্রভাব কাজে লাগিয়ে সারদাকে বেশকিছু সুযোগও পাইয়ে দিয়েছিলেন শতাব্দী । সারদা মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্তকে নিজের প্রভাব কাজে লাগিয়ে রেলওয়ে ইউজ়ার্স কনসাল্টেটিভ কমিটিতে (DRUCC, হাওড়া ব্রাঞ্চ) ঢুকিয়েছিলেন তিনি । সাংসদ কোটাতেই তিনি এই সুবিধা পাইয়ে দিয়েছিলেন বলে সূত্রের খবর।

এই সংক্রান্ত খবর : সুদীপ্ত সেনের বাকি জিনিস কোথায়? প্রশ্ন রাজীবকে

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু প্রশ্ন করা হতে পারে শতাব্দীকে । যেমন- 50 লাখ টাকার অতিরিক্ত কোনও অর্থ শতাব্দী রায় সারদা থেকে নিতেন কি না ? কীসের বিনিময়ে তিনি সারদাকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দিতেন ? সারদা তাঁর মাধ্যমে কোনও আর্থিক লেনদেন করেছে কি না । মোট কত টাকা তিনি সারদার থেকে নিয়েছেন ?

তবে, ED-র তলবের বিষয়ে এখনও পর্যন্ত শতাব্দী রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

কলকাতা, 8 জুলাই : প্রায় দু'বছর পর ফের তদন্তকারীদের মুখোমুখি হতে চলেছেন শতাব্দী রায় । সেবার সারদা মামলায় তাঁকে জিজ্ঞাসা করেছিলেন CBI অফিসাররা। আর এবার সেই একই মামলায় তাঁকে তলব করল ED। 12 জুলাই তাঁকে তদন্তকারীদের সামনে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর ।

লোকসভা নির্বাচন শেষ হতেই চিটফান্ড মামলার তদন্তে গতি বাড়িয়েছে CBI । সারদা, রোজ়ভ্যালি সহ একাধিক চিটফান্ড মামলার তদন্ত চলছে সমানতালে । বেশ কিছু রাঘববোয়ালের নাম তদন্তকারীদের হাতে এসেছে । সম্প্রতি, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ও শিবাজী পাঁজাকে তলব করে CBI । আর এবার সারদা মামলায় শতাব্দী রায়কে তলব করল ED ।

এই সংক্রান্ত খবর : ডেলোর বৈঠকে সুদীপ্ত, গৌতমের সঙ্গে গুজগুজ করছিলেন মমতা, সাক্ষী আমি : মুকুল

এই প্রথম নয় । এর আগেও শতাব্দী রায়কে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । 2017 সালের জুলাইয়ে সারদা মামলার তদন্তে বীরভূমের সাংসদকে জিজ্ঞাসাবাদ করে CBI । 2015 সাল থেকে CBI-র তরফে তাঁকে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল । কিন্তু, তিনি হাজিরা দেননি । এরপরই সাংসদের বীরভূমের বাড়ি গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা ।

এই সংক্রান্ত খবর : সারদা কাণ্ডে রাজীব কুমার, অর্ণব ঘোষকে অবিলম্বে গ্রেপ্তার করা প্রয়োজন : কুণাল

2012 সালে সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ ছাড়েন মিঠুন চক্রবর্তী । সেই পদে আসেন শতাব্দী রায় । সূত্রের খবর, ইতিমধ্যেই তদন্তকারীদের জেরায় সারদাকর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায় শতাব্দীর সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন । সেই সময় শতাব্দীর সঙ্গে বার্ষিক 50 লাখ টাকার চুক্তি হয়েছিল সারদার। সেই নথিও তদন্তকারীদের হাতে এসেছে বলে খবর ।

এই সংক্রান্ত খবর : রাজীব কুমারকে সারদার মূল মামলার আওতায় আনতে আবেদন কুণালের

তদন্তে আরও উঠে এসেছে, শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াই নয় । নিজের প্রভাব কাজে লাগিয়ে সারদাকে বেশকিছু সুযোগও পাইয়ে দিয়েছিলেন শতাব্দী । সারদা মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্তকে নিজের প্রভাব কাজে লাগিয়ে রেলওয়ে ইউজ়ার্স কনসাল্টেটিভ কমিটিতে (DRUCC, হাওড়া ব্রাঞ্চ) ঢুকিয়েছিলেন তিনি । সাংসদ কোটাতেই তিনি এই সুবিধা পাইয়ে দিয়েছিলেন বলে সূত্রের খবর।

এই সংক্রান্ত খবর : সুদীপ্ত সেনের বাকি জিনিস কোথায়? প্রশ্ন রাজীবকে

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু প্রশ্ন করা হতে পারে শতাব্দীকে । যেমন- 50 লাখ টাকার অতিরিক্ত কোনও অর্থ শতাব্দী রায় সারদা থেকে নিতেন কি না ? কীসের বিনিময়ে তিনি সারদাকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দিতেন ? সারদা তাঁর মাধ্যমে কোনও আর্থিক লেনদেন করেছে কি না । মোট কত টাকা তিনি সারদার থেকে নিয়েছেন ?

তবে, ED-র তলবের বিষয়ে এখনও পর্যন্ত শতাব্দী রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Intro:কলকাতা, ৮ জুলাই: ঠিক দু বছর আগে সারদা কাণ্ডে সিবিআই জেরার মুখে পড়েন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এবার তাকে তলব করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। আগামী 12 জুলাই তাকে তদন্তকারীদের সামনে হাজির হতে বলা হয়েছে বলে ED সূত্রে খবর।
Body:জানা গেছে, ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন শতাব্দী রায়। ২০১২ সালে মিঠুন চক্রবর্তী ওই পদ ছাড়লে তাকে নিয়োগ করা হয়। তদন্তকারীদের জেরায় সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায় শতাব্দি রায়ের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন বলে খবর। বিশেষ সূত্রে খবর, শতাব্দীর সঙ্গে বার্ষিক 50 লাখের চুক্তি হয়েছিল সারদার। সে বিষয়ে কিছু নথি ও তদন্তকারীদের হাতে এসেছে বলে খবর। তদন্তে উঠে এসেছে, শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়াই নয়। নিজের প্রভাব কাজে লাগিয়ে সারদাকে বেশকিছু সুযোগও পাইয়ে দিয়েছিলেন ওই অভিনেত্রী। সারদা মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্তকে তিনি প্রভাব কাজে লাগিয়ে রেলওয়ে ইউজার্স কনসাল্টেটিভ কমিটিতে (DRUCC, হাওড়া ব্রাঞ্চ) ঢুকিয়েছিলেন তিনি! সংসদ কোটাতেই তিনি ওই সদস্য হয়েছিলেন বলে তদন্তকারী সূত্রে খবর।
Conclusion:সূত্র জানাচ্ছে, ED র তদন্তকারীরা জানতে চাইছেন 50 লাখের অতিরিক্ত কোনও টাকা ওই সাংসদ সারদার টাকা নিতেন কিনা। কিসের বিনিময়ে তিনি সারদাকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দিতেন? সারদা তার মাধ্যমে কোনও টাকা লেনদেন করেছে কিনা। কত টাকায় তিনি সারদার থেকে নিয়েছেন। বিষয়টি নিয়ে সাংসদের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.