কলকাতা, 15 জুলাই : সারদাকাণ্ডে এবার একসঙ্গে নোটিশ পাঠাল ED । তৃণমূল সাংসদ শতাব্দী রায়, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ওরফে নিতু, ব্যবসায়ী সজ্জন আগরওয়াল ও সন্ধির আগরওয়াল, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ও বারুইপুরের সারদার এজেন্ট অরিন্দম দাস ওরফে বুম্বাকে নোটিশ পাঠিয়েছেন তদন্তকারী অফিসাররা । ED সূত্রে খবর, আগামী সপ্তাহে তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ।
দু'বছর আগে সারদা কাণ্ডে CBI জেরার মুখে পড়েন বীরভূমের সাংসদ শতাব্দী রায় । তদন্তে উঠে আসে সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শতাব্দী । তাঁর সঙ্গে বার্ষিক 50 লাখের চুক্তি হয়েছিল সারদার । 2012 সালে মিঠুন চক্রবর্তী ওই পদ ছাড়লে শতাব্দীকে অ্যাম্বাসাডর নিয়োগ করা হয় । জানা যায়, জেরায় সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়, শতাব্দী রায়ের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি স্বীকার করেন । শুধু অ্যাম্বাসাডর হওয়াই নয়, প্রভাব খাটিয়ে সারদাকে বেশকিছু সুযোগও পাইয়ে দিয়েছিলেন অভিনেত্রী । সারদা মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্তকে রেলওয়ে ইউজ়ার্স কনসালটেটিভ কমিটিতে (DRUCC, হাওড়া ব্রাঞ্চ) ঢুকিয়েছিলেন বলে খবর ।
সূত্রের খবর, ED-র তদন্তকারীরা জানতে চান 50 লাখের থেকে বেশি (অতিরিক্ত টাকা) সাংসদ নিয়েছেন কি না । কিসের বিনিময়ে তিনি সারদাকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দিতেন ? সারদা তাঁর মাধ্যমে কোনও টাকা লেনদেন করেছে কি ?
সম্প্রতি এই মামলায় সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । জেরায় বেশকিছু তথ্য উঠে আসে । সেই সূত্রেই আবারও কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চায় ED । বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত করতে গিয়ে CBI গ্রেপ্তার করেছিল ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ওরফে নীতুকে । তাঁকে জেরা করে তদন্তকারীরা জানতে পারে, ব্যবসায়ী সজ্জন আগরওয়াল ও তাঁর ছেলে সন্ধিরের নাম । কলকাতা থেকে পালানোর আগে সুদীপ্ত সেন CBI-কে চিঠি লিখে জানিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তাদের ঘুষ দেওয়ার নাম করে সন্ধির তাঁর থেকে টাকা নিয়েছিলেন । তদন্তকারী সংস্থার বেশ কিছু কর্তাকে টাকা দিয়ে সুদীপ্ত সেনের ব্যবসা বাঁচানোর আশ্বাস দিয়েছিলেন বলে নীতুর বিরুদ্ধেও লিখেছিলেন সুদীপ্ত । জানিয়েছিলেন, সেই যোগাযোগের জন্য মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন আগরওয়ালরা । তাঁদের মাধ্যমে কত টাকা কোথায় পাচার করা হয়েছে সে সব জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।