কলকাতা, 2 জানুয়ারি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যেখানে প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে অনুমান করছে ইডি । মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডির আইনজীবী রিপোর্ট দিয়ে এই তথ্য জানিয়েছেন । লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় এ দিন সিবিআই ও ইডি আলাদা আলাদা তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে । বিচারপতি রিপোর্ট খতিয়ে দেখার পর আগামিকাল এই মামলার ফের শুনানি করবেন । তবে ইডির জয়েন্ট ডিরেক্টর ও ইএসআই হাসপাতালের একজন বরিষ্ঠ মেডিক্যাল অফিসারকে আগামিকাল আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।
এ দিন সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য মুখবন্ধ খামে যে রিপোর্ট জমা দিয়েছেন, সেই বিষয়ে আদালতে সংক্ষিপ্ত আকারে জানান তিনি ৷ তিনি বলেন, "নিয়োগের সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে সিবিআই প্রাথমিক তদন্তে মনে করছে । এস বসু রায় ও কোম্পানি 2022 সাল পর্যন্ত একটা চার্টার্ড অ্যাকাউন্ট কোম্পানি ছিল । তারপর হঠাৎ করে তারা ওএমআর শিট তৈরির দায়িত্ব পেয়ে যায় ! এতেই বিস্মিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । 2012 সালে অন্যান্য অনেক সংস্থাকে ওএমআর শিট তৈরির অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দায়িত্ব দেওয়া হয়নি । 2014 সালে তো আর টেন্ডারই ডাকা হয়নি । প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রার্থীদের নাম নথিভুক্ত করতে একটা পোর্টাল খুলেছিল, যা সম্পূর্ণ বেআইনি । কোনও আইনি পদ্ধতি না মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয় । নিয়োগের পরে ওএমআর শিট নষ্ট করা হল কার বা কাদের কথায়, তাও সম্পূর্ণ অজানা ।"
আরটিআই-এর উত্তর দেওয়ার জন্য এসবসু রায় ও কোম্পানি বোর্ডের সঙ্গে আলোচনা করে ওএমআর শিটের স্ক্যান কপি বের করে দেখাত বলে দাবি করেন আইনজীবী । তিনি আরও বলেন, অয়ন শীল এখন জেলে রয়েছেন । তাঁকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলেও তার সবটা এজলাসে বলা যাবে না বলে জানান সিবিআইয়ের আইনজীবী । পুরো বিষয়টি রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি । সিবিআইয়ের আইনজীবী বলেন, "যে ওএমআর বানিয়েছে, সে-ই নম্বর দিয়েছে, সে-ই সব করেছে । যেন পুরো বিষয়টাই একটা বাচ্চার খেলার মতো । যা খুশি করা হয়েছে ।"
অন্যদিকে, ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, লিপস অ্যান্ড বাউন্ডসের মোট আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । যেখানে প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে অনুমান করা হচ্ছে । ইডি অনুমান করছে, সেখান থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অনেক কিছু বেরিয়ে আসবে ।
আরও পড়ুন: