কলকাতা, 10 মে: বীরভূমের এক চালকল ব্যবসায়ীর সঙ্গে এবার হক ইন্ডাস্ট্রির লেনদেনের যোগ পেলেন তদন্তকারীরা । ইডি সূত্রে জানা গিয়েছে, বীরভূমের চালকলের মালিক রবীন টিব্রেওয়ালের সঙ্গে 2016 থেকে 2022 পর্যন্ত হক ইন্ডাস্ট্রির একটি চুক্তি হয়েছিল ও তার ভিত্তিতে কোটি কোটি টাকা আদান প্রদান হয়েছিল ।
ইডির ওই সূত্র থেকে আরও জানা গিয়েছে, এই হক ইন্ডাস্ট্রির মালিক এনামুল হক বর্তমানে গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে বন্দি । এনামুল হকের বিরুদ্ধে গরুপাচারের সরাসরি অভিযোগ রয়েছে । আবার এই এনামুল হকের সঙ্গে একটি যোগসূত্র পাওয়া গিয়েছে এই মামলায় গ্রেফতার হওয়া বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের । অনুব্রতও এখন তিহাড়ে বন্দি ৷
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর দাবি, বীরভূমের চালকলের মালিক রবীন টিব্রওয়ালের সংস্থার সঙ্গে গরুপাচারের টাকা যুক্ত রয়েছে । যদিও রবীনকে এর আগে কার্যত দু’দফায় নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই । সূত্রের খবর, ইডিও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে শীঘ্রই ৷
এছাড়াও এই চালকলের মালিকের নামে এখনও পর্যন্ত প্রায় 200টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । ইতিমধ্যেই চালকলের মালিকের হিসাব রক্ষককে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা । মূলত, সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ, গরুপাচারের কোটি কোটি কালো টাকা সাদা টাকায় রূপান্তরের জন্য এনামুল হকের কোম্পানি হক ইন্ডাস্ট্রি রবীনের চালকলের সঙ্গে হাত মিলিয়েছিল ।
রবীনের আয়ব্যয়ের হিসাব প্রাথমিকভাবে খতিয়ে দেখে তদন্তকারীদের অনুমান, প্রায় 50 কোটি টাকার উপর হক ইন্ডাস্ট্রির সঙ্গে লেনদেন করেছিলেন তিনি ৷ এখানেই তদন্তকারীদের প্রশ্ন, একজন চালকল মালিকের 200টির উপর ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে হতে পারে ?
তদন্তকারীদের দাবি, গরুপাচারের মামলায় সবমিলিয়ে এক হাজার কোটি টাকার দুর্নীতি এখনও পর্যন্ত সামনে এসেছে । এই ঘটনায় এনামুল হক-সহ অনুব্রত মণ্ডলের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম সামনে এসেছে । বাদ যায়নি সিউড়ি থানার আইসি শেখ আলির নামও । ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন অনেকে ৷ সেই তালিকায় অনুব্রত মণ্ডল, এনামুল হক তো রয়েছেনই ৷ তাছাড়া গ্রেফতার করা হয়েছে অনুব্রতর একসময়ের দেহরক্ষী সায়গল হোসেন, অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল, হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ আরও অনেককে ৷
আরও পড়ুন: 12 কোটি টাকা মূল্যের জমি অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ কিনেছিলেন মাত্র 7.71 কোটিতে