ETV Bharat / state

'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা-সহ অডিয়ো ক্লিপ ল্যাবে পাঠাল ইডি

Sujay Krishna Bhadra Voice Sample: গত সপ্তাহেই হয়েছে 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ৷ এবার সেগুলিকে পরীক্ষার জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠাল ইডি ৷ দ্রুত নমুনা পরীক্ষার রিপোর্ট দিতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ৷

Sujay krishna Bhadra
কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 5:17 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই নমুনার সঙ্গে জমা দেওয়া হয়েছে পাঁচটি অডিয়ো ক্লিপও । ইডি সূত্রে খবর, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে বুধবার রাতেই পাঠানো হয়েছে এই নমুনা-সহ অডিয়ো ক্লিপ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়েছে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব যেন দ্রুত সেই রিপোর্ট ইডির হাতে তুলে দেয় ।

উল্লেখ্য, এসএসকেএম হাসপাতালে ভরতি ছিলেন 'কালীঘাটের কাকু' ৷ চার মাস পর 3 জানুয়ারি সেখান থেকে বের করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । সেখানেই একটা সাউন্ড প্রুফ ঘরে রাত 12টা 53 মিনিট নাগাদ সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকেরা । কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য কলকাতা হাইকোর্টের তরফে আগে থেকেই জোকার ইএসআই হাসপাতালের একদল চিকিৎসককে ঠিক করে দেওয়া হয়েছিল । তাঁরাই এই নমুনা সংগ্রহ করেন ।

মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে 'কালীঘাটের কাকু'র সঙ্গে এক সিভিক ভলেন্টিয়ারের কথোপকথনের তথ্য বা ফোন রেকর্ড পান ইডির তদন্তকারীরা । শুধু তাই নয়, তদন্তে নেমে এছাড়াও আরও অনেক ফোন রেকর্ড হাতে আসে তদন্তকারী আধিকারিকদের । ইডি দাবি করে, তাদের হাতে আসা সেই সকল ফোন রেকর্ডগুলি 'কালীঘাটের কাকু'র । তাই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইডির তরফে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার দাবি তোলা হয় । আদালতের নির্দেশের পরও 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেনি ইডি ৷ শারীরিক অসুস্থতার কারণে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

ইডির আধিকারিকরা একাধিকবার এসএসকেএমের চিকিৎসকদের সঙ্গে 'কালীঘাটের কাকু'র শারীরিক অবস্থা জানার জন্য যোগাযোগ করেন । এখানে একাধিকবার তাঁর সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি 'কালীঘাটের কাকু'র সাড়ে চার মাস ধরে কী চিকিৎসা হল, তা জানার জন্য এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে একাধিকবার কথাও বলেন তদন্তকারীরা । তবে প্রত্যেকবারই কার্যত খালি হাতে ফিরে আসতে হয় ইডি আধিকারিকদের ৷ তাঁকে হাসপাতাল থেকে বের করতে পারেননি তদন্তকারী আধিকারিকরা ৷

এরপরেই ইডির তরফে ফের আদালতে কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আবেদন করা হয় । তারপর আদালতের অনুমতি নিয়ে সম্প্রতি 'কালীঘাটের কাকু' এসএসকেএম থেকে রাতে বার করে নিয়ে আসা হয় জোকার ইএসআই হাসপাতালে । সেখানে চলে তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয় । পাশাপাশি গোটা বিষয়টি ভিডিয়ো রেকর্ডিং করা হয় ।

আরও পড়ুন:

  1. কালীঘাটের কাকু কাণ্ডে এসএসকেএমের চিকিৎসকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে ইডি
  2. 'কালীঘাটের কাকু'র তিন বাক্যই ব্রহ্মাস্ত্র! নমুনা সংগ্রহে একই কথা বারবার বলালো ইডি
  3. সাড়ে 4 মাস পর এসএসকেএম থেকে বের করা হল সুজয়কৃষ্ণ ভদ্রকে

কলকাতা, 11 জানুয়ারি: 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই নমুনার সঙ্গে জমা দেওয়া হয়েছে পাঁচটি অডিয়ো ক্লিপও । ইডি সূত্রে খবর, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে বুধবার রাতেই পাঠানো হয়েছে এই নমুনা-সহ অডিয়ো ক্লিপ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়েছে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব যেন দ্রুত সেই রিপোর্ট ইডির হাতে তুলে দেয় ।

উল্লেখ্য, এসএসকেএম হাসপাতালে ভরতি ছিলেন 'কালীঘাটের কাকু' ৷ চার মাস পর 3 জানুয়ারি সেখান থেকে বের করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । সেখানেই একটা সাউন্ড প্রুফ ঘরে রাত 12টা 53 মিনিট নাগাদ সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকেরা । কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য কলকাতা হাইকোর্টের তরফে আগে থেকেই জোকার ইএসআই হাসপাতালের একদল চিকিৎসককে ঠিক করে দেওয়া হয়েছিল । তাঁরাই এই নমুনা সংগ্রহ করেন ।

মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে 'কালীঘাটের কাকু'র সঙ্গে এক সিভিক ভলেন্টিয়ারের কথোপকথনের তথ্য বা ফোন রেকর্ড পান ইডির তদন্তকারীরা । শুধু তাই নয়, তদন্তে নেমে এছাড়াও আরও অনেক ফোন রেকর্ড হাতে আসে তদন্তকারী আধিকারিকদের । ইডি দাবি করে, তাদের হাতে আসা সেই সকল ফোন রেকর্ডগুলি 'কালীঘাটের কাকু'র । তাই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইডির তরফে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার দাবি তোলা হয় । আদালতের নির্দেশের পরও 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেনি ইডি ৷ শারীরিক অসুস্থতার কারণে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

ইডির আধিকারিকরা একাধিকবার এসএসকেএমের চিকিৎসকদের সঙ্গে 'কালীঘাটের কাকু'র শারীরিক অবস্থা জানার জন্য যোগাযোগ করেন । এখানে একাধিকবার তাঁর সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি 'কালীঘাটের কাকু'র সাড়ে চার মাস ধরে কী চিকিৎসা হল, তা জানার জন্য এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে একাধিকবার কথাও বলেন তদন্তকারীরা । তবে প্রত্যেকবারই কার্যত খালি হাতে ফিরে আসতে হয় ইডি আধিকারিকদের ৷ তাঁকে হাসপাতাল থেকে বের করতে পারেননি তদন্তকারী আধিকারিকরা ৷

এরপরেই ইডির তরফে ফের আদালতে কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আবেদন করা হয় । তারপর আদালতের অনুমতি নিয়ে সম্প্রতি 'কালীঘাটের কাকু' এসএসকেএম থেকে রাতে বার করে নিয়ে আসা হয় জোকার ইএসআই হাসপাতালে । সেখানে চলে তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয় । পাশাপাশি গোটা বিষয়টি ভিডিয়ো রেকর্ডিং করা হয় ।

আরও পড়ুন:

  1. কালীঘাটের কাকু কাণ্ডে এসএসকেএমের চিকিৎসকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে ইডি
  2. 'কালীঘাটের কাকু'র তিন বাক্যই ব্রহ্মাস্ত্র! নমুনা সংগ্রহে একই কথা বারবার বলালো ইডি
  3. সাড়ে 4 মাস পর এসএসকেএম থেকে বের করা হল সুজয়কৃষ্ণ ভদ্রকে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.